গসিপ

ফের দেশবাসীকে মুগ্ধ করলেন নিজের কাজের মাধ্যমে! মুর্শিদাবাদের একটি ছোট স্কুলে ছেলেকে ভর্তি করালেন বিখ্যাত গায়ক অরিজিৎ সিং

দীর্ঘ কয়েক বছর ধরে বাংলা থেকে হিন্দি উভয় গানের জগতে শ্রোতাদের মুগ্ধ করে রাখতে নিজের গানের মাধ্যমে তাঁর জুড়ি মেলা ভার! একের পর এক গানের মাধ্যমে ছবি সুপারহিট করানোর ক্ষমতা রয়েছে তাঁর গলায়, তারপরেও মানুষটা শেখেনি সেলিব্রিটি হতে, শেখেনি অহংকার দেখাতে, ঠিকই ধরেছেন গানের জগতের একজন অতি প্রতিভাশালী একজন সংগীত শিল্পী অরিজিৎ সিং। চোখের মায়ায় যেনো সব কিছু অনুভূতি ছাপিয়ে যেতে পারে , নিজেকে সারল্যতায় সমস্ত পরিসরকে মুগ্ধ রেখেছেন যিনি সেই অরিজিৎ সিং।

আরও পড়ুন: জন্মদিনে ছোট ইউভানের বাবার সাথে টুইনিং! মা শুভশ্রী গাঙ্গুলি শেয়ার করে নিলেন সেই ছবি

বিখ্যাত একজন গায়ক সোনু নিগম একবার বলেছিলেন, তিনি নিজেকে দশ এর মধ্যে পাঁচ দিলেও অরিজিৎ সিং কে তিনি আট দেবেন। তাঁর গলা এতটাই মুগ্ধ করেছে সবাইকে দেশের গণ্ডি অতিক্রম করে গিয়েছে। কিন্তু অবাক করা বিষয় হলো, মানুষটার মধ্যে এত গুণ থাকার পরেও পা কিন্তু সেই মাটিতেই রয়েছে। এতটুকুও মানুষটার অহংকার কোনো অংশে দেখা যায়না। মুর্শিদাবাদের জিয়াঙ্গঞ্জ অঞ্চলে বাড়ি তাঁর , ছেড়ে চলে যাননি কখনও এই নিজের শিকড়কে। চাইলে পারতেন মুম্বই পাড়ি দিতে কিন্তু একবারও নিজেকে তিনি সেলেব বলে পরিচয় দিতে চাননি।

নিজের জন্মস্থান জিয়াগঞ্জে থেকে গিয়েছেন। এখনও হঠাৎ ফ্যান দের ভিড় দেখলে অনেকটাই চমকে যান তিনি। সম্প্রতি মুর্শিদাবাদের একটি স্কুলের সামনে দেখা গিয়েছে অরিজিৎ সিং কে। তারপর সূত্র মারফত জানা গিয়েছে, নিজের ছেলে জুল কে জিয়াগঞ্জের একটি ছোটখাটো স্কুলেই ভর্তি করিয়েছেন তিনি। এত উচ্চ অবস্থান থাকলেও তিনি এতটুকুও নিজের জায়গা থেকে সরে যাননি। একই রকম রয়ে গেছেন। এই ছবি সামনে আসার পরেই ভক্তদের অনেক বেশি শ্রদ্ধা বেড়ে গিয়েছে তাদের পছন্দের গায়কের প্রতি। তাঁর এমন মাটির সাথে মিশে থাকা দেখে অনুপ্রাণিত হতে পারেন সকলেই।

আরও পড়ুন: KGF খ্যাত অভিনেতা যশের মোট সম্পত্তির পরিমাণ জানেন কি? জানলে চোখ কপালে উঠবে আপনার!

একজন মানুষ যিনি চাইলেও ছেলেকে একটা মুম্বইয়ের দামী স্কুলে ভর্তি করে দিতে পারতেন কিন্তু তিনি তা করেননি। তিনি আজও তাঁর শেকড় অর্থাৎ নিজের জায়গা ছেড়ে বেরোতে চাননি। এত উচ্চতর নিজের অবস্থান হলেও মানুষটা সাবলীল ভাবে সব জায়গায় অনায়াসে চলে যেতে পারেন। তবে এই প্রথমবার নয় এর আগেও বহুবার এমন সাধারণ অবতারে ধরা পড়েছেন অরিজিৎ সিং।

Related Articles

Back to top button