গসিপ

নিজের স্বপ্ন পূরণের লক্ষ্যে একধাপ এগোলেন শাহরুখ পুত্র আরিয়ান খান, একটি ওয়েব সিরিজের পরিচালনার কাজ শুরু করলেন !

বহু বিতর্কের পর এবার আসতে আসতে স্বাভাবিক জীবনে ফিরে নিজের কাজে মন দিতে শুরু করেছেন মন্নতের রাজপুত্র তথা শাহরুখের পুত্র আরিয়ান খান। পরিচালনার কাজে যোগ দিয়ে নিজের কেরিয়ার শুরু করলেন তিনি। অ্যামাজন প্রাইমের একটি ভিডিও ওয়েব সিরিজের পরিচালনার কাজ শুরু করেছেন তিনি। তবে শুধুই পরিচালনা নয় সাথে গল্পের কাহিনীও তারই লেখা। সিরিজটি ফ্লোরে ওঠার পূর্বেই অভিনয়ের ক্ষেত্রে নিজেকে আরও দক্ষ করে তুলতে সচেষ্ট আরিয়ান।

আরও পড়ুন: ‘প্রাইড অফ বেঙ্গল’ সম্মানে ভূষিত হলেন অভিনেত্রী কোয়েল মল্লিক! পুরস্কার প্রাপ্তির ছবি ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সাথে

পরীক্ষামূলক ভাবে শুটিং কাজ শুরু করে দিয়েছেন ইতিমধ্যেই। ফ্লোরে যাওয়ার আগে সকল সহকর্মীদের সাথে মিলে একটি টিম গঠনের চেষ্টা চালাচ্ছেন তিনি। সিরিজটি কবে ফ্লোরে মুক্তি পাবে সেই বিষয়ে কোনো বিস্তারিত তথ্য এখনও সামনে আসেনি। তবে শাহরুখ পুত্র আরিয়ান কিন্তু একেবারে অমনোযোগী নয় শুটিং এর কাজের ব্যাপারে। জানা গিয়েছে, কাজের ক্ষেত্রে খুব সিরিয়াস ভাবেই আরিয়ান কাজ করে চলেছেন। বর্তমানে চলছে প্রাক মুহূর্তের শুটিং এর কাজ। তবে পরিস্থিতি সমস্ত কিছু স্বাভাবিক থাকলে আশা করা যায় চলতি বছরেই শুটিং ফ্লোরে আসতে চলেছে আরিয়ান খানের পরিচালনায় নতুন ওয়েব সিরিজ।

তবে এই কাজ দিয়ে নিজের কেরিয়ার সব করলেও পরবর্তী পদক্ষেপ ইতিমধ্যেই ঠিক হয়ে আছে। আরিয়ান এই কাজ শেষ করেই তাঁর বাবা মায়ের যে যৌথ প্রযোজনা সংস্থা অর্থাৎ রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এর পক্ষ থেকে একটি সম্পূর্ণ ছবির পরিচালনা করতে চলেছেন। এর থেকে বোঝাই যাচ্ছে শাহরুখ পুত্র নিজের কেরিয়ার নিয়ে অত্যন্ত সচেতন হয়ে গিয়েছেন। অন্যদিকে শাহরুখ কন্যাও কিন্তু কোনো কিছুতেই কম জাননা। ইতিমধ্যেই সুহানা তার নতুন ছবির কাজ শুরু করে দিয়েছেন।

আরও পড়ুন: অন স্ক্রিনে প্রসেনজিৎ-রুক্মিণীর একসাথে রোম্যান্স! সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হলো সেই ভিডিও

জোয়া আখতারের লেখা আর্চিস কমিক্স’ এর একটি ছবিতে অভিনয় করবেন সুহানা। যেখানে তিনি একা নন সাথে থাকবেন অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা এবং সেইসঙ্গে আরও জানা গিয়েছে ছবিতে থাকছেন শ্রীদেবীর ছোট মেয়ে খুশি কপূর। জোয়া আখতারের এই ছবি জানা গিয়েছে, নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে। অর্থাৎ বলা যায় শাহরুখের পুত্র, কন্যা দুজনেই জোরকদমে নিজেদের কেরিয়ারে মন দিয়ে কাজ শুরু করেছেন। প্রসঙ্গত বলা যায়, শাহরুখ পুত্র আরিয়ান খানকে কিছুদিন পূর্বে মাদক কাণ্ডে সিবিআই এর হাতে অ্যারেস্ট হতে হয়েছিল। যদিও জামিনে ছাড়া পেলেও , আসতে আসতে বর্তমানে পরিস্থিতি আবার স্বাভাবিক হয়ে আরিয়ান নিজের জীবনে ফিরতে শুরু করেছে।

Related Articles

Back to top button