Shark Tank India-র বিচারকরা নাকি বিনিয়োগের জন্য প্রতি এপিসোড পিছু পাঁচ লাখ, দশ লাখ করে পেতেন! Ashneer Grover এবার ফাঁস করলেন আসল বেতন

ভারতীয় টেলিভিশনের ক্ষেত্রে একটি অন্যতম জনপ্রিয় শো হয়ে উঠেছে Shark Tank India। এই শোয়ের মঞ্চে মূলত একটি স্টেজের ওপরে সামনে যাঁরা বিনিয়োগকারী অর্থাৎ শার্করা বসে থাকেন, বদলে দিতে পারেন এক নিমেষের মধ্যে ব্যবসায়ীদের জীবন। Ashneer Grover-কে এই শোয়ে দেখা গিয়েছিল একজন Shark এর ভূমিকায়। তবে কেবলAshneer নয় এই শোয়ের ক্ষেত্রে প্রায় সমস্ত বিচারকরাই অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছিলেন। তবে সেই সময় একটা বিষয় নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল খুব বেশি করে। এই শোয়ে অংশ নিয়ে বিনিয়োগের জন্য শার্করা নাকি এপিসোড পিছু পাঁচ লাখ টাকা করে নিতেন আবার কারোর কারোর ক্ষেত্রে এই টাকার অঙ্কের পরিমাণ নাকি দশ লাখ টাকা পর্যন্ত!
আরও পড়ুন: বিগবির সাথে দ্বিতীয়বার অভিনয় করার সুযোগ পেলেন খরকুটোর পটকা! অম্বরীশ জানালেন নিজের অভিজ্ঞতা
Ashneer Grover এবার সেই সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিলেন। একটি বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি আসল শো সম্পর্কে বেতনের বিষয় নিয়ে সব ফাঁস করেছেন। তিনি জানিয়েছেন, “আমাদের কোনও পারিশ্রমিকই দেওয়া হত না। আমরা ঘণ্টার পর ঘণ্টা কাজ করেছি।” তিনি আরও বলেন, “এই শোয়ের মূল চিন্তাভাবনা বেশ স্পষ্ট ছিল। নির্মাতা মনে করতেন আমাদের কাছে টাকা রয়েছে। আমাদের Startups যথেষ্ট সফল। সেক্ষেত্রে আমরা বিনিয়োগ করতে পারব সফলভাবে। আমরা প্রত্যেকে নতুন Startups এর ক্ষেত্রে ১০ কোটি টাকা প্রত্যেকে বিনিয়োগ করব, এই প্রতিশ্রুতি আমাদের থেকে নেওয়া হয়েছিল।”
অশনীর দাবি করেছেন এই শো করার জন্য আলাদাভাবে কোনো টাকাই দেওয়া হয়নি তাঁকে। আবার বিপরীত দিক থেকে বরং শার্কদের শোয়ের ক্ষেত্রে প্রায় দশ কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ করতে হয়েছে। তিনি দাবি করেন, শোতে তাঁদের যোগদান দেওয়ার একটাই কারণ ছিল খ্যাতি লাভ করা। অন্যান্য বিচারকের প্রসঙ্গে তিনি আরও জানিয়েছেন, শোয়ের ওপর বিচারক, অনুপম মিত্তলকে তিনি অনেক আগে থেকেই চিনতেন।
আরও পড়ুন: গত কয়েক বছর ধরে ডেট করার পর এবার কি বিয়ের পিঁড়িতে? অর্জুন-মালাইকা থেকে তেমনই ইঙ্গিত
তিনি অনেক আগেই অনুপমকে টাকা বিনিয়োগের জন্য বলেও ছিলেন , যদিও এক মাসের মধ্যে তিনি অফার গ্রহণ করেছিলেন অশনীর তখন অন্য কারোর সাথে বিনিয়োগ করেছিলেন। আমন গুপ্তার সাথে তাঁর শোয়ের আগেই অডিশনের সময় আলাপ হয়েছিল বলেও জানিয়েছেন। বিনিয়োগের ক্ষেত্রে মূলত, সোনির পক্ষ থেকে বহুদিন ধরে কারা বিনিয়োগ করতে পারবে সেই বিষয়ের দিকে সিদ্ধান্ত নিয়েই বিচারক স্থির করা হয়।