আর পাঁচটা সাধারণ বাচ্চার মতই উপুড় হয়ে শুয়ে ফোন দেখতে মত্ত ছোট্ট ইউভান! কি এমন আগ্রহের সাথে দেখছে সে?

টলিউডের পরিচালকদের মধ্যে বেশ পরিচিত নাম রাজ চক্রবর্তী। তার স্ত্রী টলিউডের আর এক জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী। আর এই দুই তারকা দম্পতির একমাত্র পুত্র ইউভান। টলিউডের তারকা সন্তানদের মধ্যে অন্যতম জনপ্রিয় ইউভান। তার বিভিন্ন কীর্তিকলাপ নেট দুনিয়ায় বেশ জনপ্রিয়তাই পায়।
সম্প্রতি মুক্তি পেয়েছে রাজ চক্রবর্তী পরিচালিত সিনেমা “ধর্মযুদ্ধ”। এই সিনেমার একটি গান “আসমানী ভোর”। গানটি রিলিজ হওয়ার পর থেকেই খুব অল্প সময়ের মধ্যেই বেশ জনপ্রিয়তা পেয়েছে দর্শক মহলে। যেমন দর্শকমহলের সমাদৃত এই গানটি ঠিক তেমনি পরিচালকের পুত্রের ভীষণ পছন্দের একটি গান এটি। সম্প্রতি একটি ভিডিও তারই প্রমাণ দিচ্ছে।
সম্প্রতি ছেলের একটি ভিডিও পোস্ট করেন বাবা রাজ চক্রবর্তী। যেখানে দেখা যাচ্ছে মোবাইলে একটি গান বারবার নিজেই চালিয়ে দেখছে ইউভান। তাদের বিলাসবহুল আবাসন আরবানায় নিরিবিলি দুপুরে আর পাঁচটা সাধারণ বাচ্চার মতই সোফায় উপুর হয়ে শুয়ে ফোন দেখছে ছোট্ট ইউভান। “আসমানী ভোর” গানটি শুনে শুনে বেশ মাথা নাড়িয়ে নাড়িয়ে গানটিকে এনজয় করছে ইউভান। এই ভিডিও শেয়ার করে পরিচালক বাবা রাজ চক্রবর্তী নিজেই লিখেছেন “আসমানী ভোর” গানটি খুব প্রিয় ইউভানের।
এই পোষ্টের কমেন্ট করেছেন রাজের স্ত্রী শুভশ্রী। কমেন্ট করে শুভশ্রী লেখেন যেন তাদের ছেলে ইউভানকে যেনো ফোন না দেওয়া হয়। এছাড়াও এই পোষ্টে কমেন্ট করেছেন অনিন্দিতা বোস, নীল রায়। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত সিনেমা “ধর্মযুদ্ধ” বেশ সমাদৃত হয়েছে সাধারণের মধ্যে। তেমনি তাদের পুত্র ইউভানও বেশ সমাদৃত হয় দর্শক মহলে।
ধর্মযুদ্ধের মুখ্য অভিনেতা সপ্তর্ষি মৌলিক এবং পরিচালক রাজ চক্রবর্তীর মধ্যে মতপার্থক্যের কারণে বারবার রিলিজের ডেট পরিবর্তন হচ্ছিল। কিন্তু শেষমেষ রাজের মত অনুযায়ী সম্প্রতি মুক্তি পেল ধর্মযুদ্ধ। এই ফিল্মে অভিনয় করে গিয়েছেন কিংবদন্তি নায়িকা স্বাতীলেখা। আম্মির চরিত্রে একেবারে অনবদ্য ছিলেন অভিনেত্রী। এছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন, ঋত্বিক চক্রবর্তী, শুভশ্রী গাঙ্গুলী, পার্ণো মিত্র, কৌশিক রায়, সোহম চক্রবর্তী, প্রমুখ।
View this post on Instagram