৫৫ বছর বয়সে এসে অতি সুন্দরী হতে গিয়ে সব শেষ! অস্ত্রপচার করে নিজের ঠোঁট নষ্ট করে ফেললেন মাধুরী দীক্ষিত

বলিউডে সকল অভিনেত্রী নিজের রূপের জাদুতে তে মুগ্ধ করেছে একাধিক দর্শককে। প্রত্যেকেই নিজের মতো করে সুন্দর এক একজন যেন আরেকজনকে টেক্কা দিতে পারে। ঐশ্বর্য রাই থেকে শুরু করে মাধুরী দীক্ষিত সকলেই অপরূপ সুন্দরী। কিন্তু বলিউডের এই সুন্দরীরা নিজেদের রূপ নিয়ে একসময় খুশি ছিলেন না তাই জন্য প্লাস্টিক সার্জারি সাহায্য নিতে বাধ্য হয়েছিলেন তারা। ঐশ্বর্য রাই থেকে শুরু করে শ্রীদেবী সকলে প্লাস্টিক সার্জারি সাহায্যে কোনো না কোনো অংশ বদলেছেন।
কিন্তু মাধুরী দীক্ষিত প্লাস্টিক সার্জারির মাধ্যমে নিজের হাসিটাই পাল্টে ফেলেছেন। নেটিজেনদের একাংশের দাবি মাধুরী দীক্ষিত নাকি তার ঠোঁটের সঙ্গে কারুকার্য করেছেন। ঠোঁটের সার্জারি করিয়ে নিজের হাসি বদলে ফেলেছেন অভিনেত্রী। এই মুহূর্তে ডান্স রিয়েলিটি শো এর শুটিং নিয়ে ব্যস্ত রয়েছে অভিনেত্রী। তাই মাঝেমধ্যে তাকে ঘিরে ধরে পাপ্পারাজিতরা। সেরকমই একটি ভিডিও ভাইরাল হওয়ায় দর্শকদের নজর আটকে গিয়েছে অভিনেত্রী ঠোঁটের দিকে। সকলেরই দাবি মাধুরী দীক্ষিতের ঠোঁট আগের তুলনায় কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।
মাধুরী দীক্ষিতকে দেখে ভক্তরা মনে করছেন অভিনেত্রী হয়তো ফিলারের সাহায্য নিয়েছেন ঠোঁট আরও সুন্দর করে তোলার জন্য। ঠোঁটের ফিলার বিগত বেশ কয়েক বছর ধরে এই বলিউড অভিনেত্রীদের মধ্যে বেশ জনপ্রিয়। এই প্রক্রিয়াতে সার্জারির মাধ্যমে ঠোঁট মোটা করা হয়। শুধু বলিউড অভিনেত্রীরাই নন, টলিউড অভিনেত্রী নুসরাত জাহানও ঠোঁটের ফিলার করিয়ে নিজের ঠোঁট পুরোপুরি বদলে ফেলেছেন।
যদিও দর্শকেরা মাধুরী দীক্ষিতের এই লুক একেবারেই পছন্দ করছে না। তাদের দাবি মাধুরী দীক্ষিতের প্রাকৃতিক সৌন্দর্যটাই সুন্দর ছিল। তার হাসিতে এমনিতেই ঘায়েল হয়েছে অসংখ্য পুরুষ। তার এই সার্জেনের পর যেন প্রাকৃতিক হাসিটাই হারিয়ে গিয়েছে। মোটেই ভালো লাগছে না তাকে। সার্জারি করে বলিউড অভিনেত্রীরা সাধারণত সেই নিয়ে মুখ খুলতে চান না মাধুরী দীক্ষিত এই সম্পর্কে কিছুটা এড়িয়ে চলছে।