গসিপ

‘হর হর শম্ভু’! মাত্র ১৮ বছরের অভিলীপ্সার মহাদেব বন্দনার গান শুনে মুগ্ধ সোশ্যাল মিডিয়া! জানুন এই কিশোরী গায়িকার বিস্তারিত তথ্য

সম্প্রতি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দর্শকদের সামনে উঠে এসেছে একটি নতুন ভাইরাল গান ‘হর হর শম্ভু’। অতি অল্প সময়ের মধ্যে এই গানটি তুমুল ভাইরাল হওয়ার পাশাপাশি মন জয় করে নিয়েছে দর্শকদের। ইতিমধ্যেই প্রায় ১৮ মিলিয়ন দর্শক দেখে ফেলেছেন গানটির ভিডিও। পাশাপাশি এই গানটি গাওয়ার মাধ্যমে নেটিজেনদের সামনে উঠে এসেছে একজন নতুন গায়িকা, নাম অভিলীপ্সা পান্ডা।

প্রসঙ্গত অত্যন্ত ছোট বয়স থেকেই গানের প্রতি তুমুল আগ্রহ ছিল এই কিশোরী গায়িকার। যে কারণে দ্রুপদী সংগীতে তালিম নিতে শুরু করেছিল সে। এরপর বিভিন্ন অনুষ্ঠানে গাওয়ার পাশাপাশি নানান সম্মানজনক পুরস্কার পেতে দেখা গিয়েছে তাকে। শেষ পর্যন্ত উড়িষ্যার এই জনপ্রিয় গায়িকা নজরে আসেন আরেক জনপ্রিয় গায়ক জিতু শর্মার। এবং দুজন মিলে ভাইরাল গানটি তৈরি করার সিদ্ধান্ত নেন।

প্রসঙ্গত, শ্রাবণ মাসে মুক্তি প্রাপ্ত এই গানটি মুক্তির অতি অল্প সময়ের মধ্যেই মন জয় করে নিয়েছে নেটিজেনদের। বলাই বাহুল্য এত কম বয়সে তাকে এত সুন্দর গান গাইতে দেখে মুক্ত হয়ে গিয়েছেন দর্শকরা এদিন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার অনুগামীরা জানিয়েছেন এই কিশোরী গায়িকার পরবর্তী গান শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তারা।

Related Articles

Back to top button