‘ইন্ডাস্ট্রির বহিরাগতদের সাথে কাজ করি না’! স্টারকিড না হওয়ায় আয়ু্ষ্মানকে এভাবেই ফিরিয়ে দিয়েছিলেন করন

নেপোটিজম নিয়ে একাধিকবার কথা উঠেছে। বহুবার বলিউডের মধ্যে নেপোটিজম এর প্রসঙ্গ এসেছে তবে বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু এই বিতর্ককে আরো উস্কে দিয়েছিল। বলিউডের বহু তারকা সেইসময় মুখ খুলে ছিলেন, বলেছিলেন হ্যাঁ বলিউডে নেপোটিজম আছে। ফিল্মের ব্যাকগ্রাউন্ড না থাকলে এখানে নিজের পায়ে দাঁড়ানো খুব কঠিন। ব্যতিক্রমী যে দু একজন বলিউডে আসেন তাদের প্রচুর পরিমাণে স্ট্রাগল করতে হয় স্টার কিডদের তুলনায়।
যে মানুষগুলো প্রতিভার জায়গা না দিয়ে স্টার কিডদের সুযোগ করে দেন বলে অভিযোগ উঠেছিল তাদের মধ্যে একজন করন জোহর। একাধিক তারকাসহ নেটাগরিকরা নেপোটিজম বিতর্কে করণ জোহরকে দোষারোপ করেছিলেন। কিন্তু দু বছর আগের এই বিতর্ক ওঠার অনেক আগে বলিউডের এক অভিনেতা সকলের সামনে করনের মুখোশ টেনে খুলে দেন, তিনি বর্তমানে বলিউড ইন্ডাস্ট্রির একজন প্রতিভাবান অভিনেতা আয়ুষ্মান খুরানা।
বর্তমানের সবথেকে জনপ্রিয় এই অভিনেতা বলিউডে তথাকথিত বহিরাগত ছিলেন। কারণ তার পরিবারের কেউই ফিল্মের জগতের সাথে জড়িত ছিল না। তিনি প্রথম জীবনে রেডিও জকি, ভিডিও জকি হিসেবে কাজ করেছিলেন, পরে তিনি অভিনয় জগতে আসেন। এর পর আয়ুষ্মান বলিউডে নিজের জায়গা মোটামুটি পাকা করে ফেলার পর একবার প্রকাশ্যে হাঁটে হাড়ি ভেঙে ছিলেন আয়ুষ্মান। বলিউডে খ্যাতি লাভ করার পর একবার কফি উইথ করনে আসার ডাক পেয়েছিলেন তিনি। সেখানে তিনি বলেন যে, তিনি যখন রেডিও জকি ছিলেন তখন তার সাথে করনের প্রথম কথা হয়।
একটি অ্যাওয়ার্ড শো তে পরিচালক-প্রযোজকের মুখোমুখি হয়ে তার নম্বর চেয়েছিলেন আয়ুষ্মান। করন নিজের ব্যক্তিগত নম্বরের বদলে অফিসের ল্যান্ডলাইন নম্বর দিয়েছিলেন। আয়ুষ্মানের কথায়, “ আমার তখনই বুঝে যাওয়া উচিত ছিল। কিন্তু আমি এতটাই উত্তেজিত ছিলাম যে বুঝিনি। আমি এটাও ভেবে রেখেছিলাম যে সকাল সাড়ে এগারোটার আশেপাশে আমি ফোন করব। যাতে করন ব্রেকফাস্ট সেরে কথা বলার জন্য ফাঁকা থাকতে পারেন।”
এর পরদিন যখন অভিনেতা ফোন করেন তখন তাকে জানানো হয় যে করন অফিসে নেই। তাই পরের দিন আবার ফোন করেছিলেন অভিনেতা, তখন তাকে জানানো হয় যে, পরিচালক ব্যস্ত আছেন।
এর পরের দিন যখন আয়ুষ্মান ফোন করেন, তখন করন স্পষ্ট ভাষায় তার মুখের ওপর বলে দেন, “আমরা শুধু তারকাদের সাথে কাজ করি, আপনার সাথে কাজ করতে পারবো না।” এই কথাতেই অভিনেতার মোহভঙ্গ ঘটে অভিনেতা বুঝতে পারেন ইন্ডাস্ট্রিতে বহিরাগতদের জন্য স্ট্রাগলটা ঠিক কতটা কঠিন! পরবর্তীতে বলিউডে খ্যাতি লাভ করার পর তিনি তার শুরুর দিকের এই ঘটনা প্রকাশ্যে বলেছিলেন, করনের বিষয়ে সকলকে জানাবার জন্য।