গসিপ

প্রেমিকা, দ্বিতীয় বউ থেকে এবার শোভনের শাশুড়ি মা বৈশাখী! শোভনকে জামাইষষ্ঠী খাইয়ে আশীর্বাদও করলেন বৈশাখী!

বাঙালির বারো মাসে তেরো পার্বণ। এরকম‌ই একটি সুন্দর অনুষ্ঠান হল জামাইষষ্ঠী। এই অনুষ্ঠানে জামাইদের মঙ্গল কামনার জন্য শাশুড়িরা উপোস করে পুজো করেন হাতে হলুদ রংয়ের তাগা বাঁধেন। শাশুড়ি না থাকলে অনেক সময় দেখা যায় শাশুড়ির ভূমিকায় অবতীর্ণ হন স্ত্রী। শাশুড়ির হয়ে অনেক সময় জামাইষষ্ঠীতে আদর করে স্বামীকে খাওয়ান স্ত্রী এরকম নজির প্রায়শয়ই দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় চোখ খুললেই দেখা যায় মেয়ে জামাই দূরে আছেন বলে মেয়ে নিজেই শাশুড়ির হয়ে রান্না করে সকাল সকাল বরকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেঁধে খাওয়াচ্ছেন। কিন্তু শাশুড়ি মায়ের ভূমিকায় অবতীর্ণ হলেন এইবার প্রেমিকা। প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় কে জামাইষষ্ঠীতে নিজের হাতে খাওয়ালেন তার প্রেমিকা বৈশাখী।

আরও পড়ুন: ভারতীয় নোটে গান্ধীজীর পাশে রবি ঠাকুর আর কালামের ছবি থাকবে এইবার থেকে! প্রস্তাব পেশ করল আর বি আই

অনেকদিন ধরেই বৈশাখী আর শোভন একসাথে থাকছেন। বৈশাখীর স্বপ্ন ছিল শোভনের আইনত বিবাহিতা স্ত্রী রত্না চট্টোপাধ্যায়কে তার বাড়ি থেকে বের করে দেওয়ার পর সেই বাড়িতেই শোভনের জামাইষষ্ঠী ধুমধাম করে পালন করার। কিন্তু সেই সাধ আর পূরণ হলো কই? রত্না চট্টোপাধ্যায় তো বলেই দিয়েছেন তিনি কিছুতেই ওই বাড়ি ছাড়বেন না। অগত্যা নিজের বাড়িতেই শোভনকে সামনে বসিয়ে জামাই ষষ্ঠী খাওয়ালেন বৈশাখী।

এইদিন গোলপার্কের বাড়িতে লাল শাড়ি পরে সেজেছিলেন বৈশাখী। ম্যাচ করে লাল রঙের পাঞ্জাবি পরেছিলেন শোভন‌ও। বৈশাখী জানান তার মায়ের নির্দেশেই পালন করা হয়েছে এই জামাইষষ্ঠী। বৈশাখীর মা অসুস্থ থাকার কারণে এই দিন জামাইষষ্ঠীর অনুষ্ঠানে আসতে পারেননি। তাই মায়ের কাছ থেকে জামাইষষ্ঠীর যাবতীয় রীতি-নীতি মেনে সেই অনুযায়ী জামাইষষ্ঠী পালন করলেন বৈশাখী। মায়ের হয়ে শোভনকে জামাই আদর করলেন তিনি। ফেসবুকে সেই ছবি শেয়ার করে ক্যাপশনে বৈশাখী লেখেন, “শোভন তার মায়ের চোখে জামাইয়ের তুলনায় সন্তানই বেশি।”

আরও পড়ুন: দেশ রক্ষায় ব্যস্ত জামাইকে ভিডিও কলে জামাইষষ্ঠী পালন করলেন শাশুড়ি মা!‘এই জওয়ানদের জন্যই আজ আমরা নিশ্চিন্ত’ কমেন্টে লিখলেন নেটিজেন

এইদিন বাঙালি রীতি অনুযায়ী শোভনকে চেয়ারে বসিয়ে তার সামনের টেবিলে পঞ্চব্যঞ্জন ও এক থালা মিষ্টি সাজিয়ে নিজের হাতে খাইয়ে দিলেন বৈশাখী। বৈশাখীর মেয়ে মহুলের পরনে ঐদিন লাল রঙের ফ্রক ছিল। এইদিন রূপোর থালা ও রূপোর গ্লাসে খাবার পরিবেশন করা হয়েছিল। রূপোর চামচে করে নিজে হাতে শোভনকে খাবার খাইয়ে দিয়েছেন বৈশাখী। শাশুড়ির মত পাশে বসিয়ে জামাই শোভনকে আদর যত্ন করে খাওয়ানোর পাশাপাশি শোভনের মাথায় হাত রেখে আশীর্বাদ করতে দেখা যায় বৈশাখী কে! এই ছবি দেখে নেটাগরিকরা প্রশ্ন তুলতে শুরু করেছেন, তবে কি প্রেমিকা থেকে দ্বিতীয় বউ থেকে এইবার শোভনের শাশুড়ি মায়ের পর্যায়ে চলে গেলেন বৈশাখী! বিষয়টি কিন্তু বেশ মজার।

Related Articles

Back to top button