জিতের বন্ধন সিনেমার ছোট্ট অংশু বড় হয়ে অভিনয় করেছিলেন কে আপন কে পর ধারাবাহিকেও! হ্যান্ডসাম হয়ে গেছে তাই চিনতে পারেননি তাকে, দেখে নিন এক ঝলক!

বাংলা চলচ্চিত্রে নায়ক, খলনায়ক এর পাশাপাশি আরও একজন থাকে যে সকলের মন জিতে নেয়, সে হলো শিশু শিল্পী। সোনার কেল্লা থেকে রাজু আঙ্কেল অথবা হামি, মিনির মত ছবি সবেতেই শিশু শিল্পীদের গুরুত্ব অনেকখানি। এরকমই একজন শিশু শিল্পী হলেন অংশু বাচ, জিতের বন্ধন সিনেমাতে জিতের কোয়েলের ছেলের ভূমিকায় অভিনয় করে সকলের মন জিতে নিয়েছিলেন এই শিশু শিল্পী। সেই সময় শিশু শিল্পীদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় ছিলেন অংশু। তবে বর্তমানে অংশু আর ছোট নেই তিনি বড় হয়েছেন।
১৯৯৫ সালে কলকাতায় এই শিশু শিল্পী জন্মগ্রহণ করেন, ছোট থেকে অভিনয়ের প্রতি অসম্ভব ঝোঁক ছিল তার, অল্প বয়সেই তাই পাড়ায় ও স্কুলের নাটকে অভিনয় করতেন অংশু। সেই সময় পাড়ার একজন তাকে জিতের সিনেমায় শিশু শিল্পীর চরিত্রে অডিশন দেওয়ার কথা বলেন। কিন্তু প্রথমবার গিয়ে তারা জানতে পারেন একজন অভিনেতাকে নির্মাতারা অলরেডি সিলেক্ট করে ফেলেছিলেন তাই অংশুকে নিয়ে তারা আবার বাড়ি ফিরে আসেন। এরপরে আবার অংশুকে ডেকে পাঠানো হয় এবং অডিশন নিয়ে সিলেক্ট করা হয় তাকে।
View this post on Instagram
২০০৩ সালে হরনাথ চক্রবর্তীর নাটের গুরু সিনেমার হাত ধরে অভিনয় জগতে প্রবেশ করে অংশু পরে ২০০৪ এর জিৎ কোয়েলের বন্ধন ছবিতে অভিনয় করে জনপ্রিয়তা পান। এরপর মিঠুন চক্রবর্তী MLA ফাটাকেস্টো ছবিতে অভিনয় করেছিলেন তিনি, প্রসেনজিৎ রচনা অভিনীত অগ্নি এবং রাজু আঙ্কেল ছবিতেও অভিনয় করেছেন তিনি। ক্লাস টেন অবধি মোট ২০টি সিনেমাতে অভিনয় করবার পর অভিনয় জগৎ থেকে ৬ বছরের বিরতি নেন অংশু।
এরপর স্নাতক শেষ করে বেশ কয়েকটি শর্ট ফিল্ম ওয়েব সিরিজে কাজ করেছেন।২০১৭ তে টেক কেয়ার নামের এক শর্ট ফিল্মে অভিনয় করেছিলেন তিনি এছাড়া জনপ্রিয় টিভি অভিনেত্রী প্রিয়মের সাথে অভিনয় করেছেন মনসুন মেলোডিজ নামের এক ওয়েব সিরিজে। কে আপন কে পর ধারাবাহিকেও অরিত্র নামের একটি খলনায়কের চরিত্রে অভিনয় করেছিল সে।
View this post on Instagram
ছোটতে তিনি যে জনপ্রিয়তা পেয়েছিলেন বর্তমানে সেই জনপ্রিয়তার আর নেই অংশুর। তিনি বলেন, ছোটবেলায় অভিনয় করতে এসে স্ট্রাগল কী জিনিস তা বুঝতে পারেননি কিন্তু এখন তিনি বড় হয়েছেন চারিদিকে অনেক কম্পিটিশন তাই নিজের জায়গা পাকা করতে যথেষ্ট স্ট্রাগল করতে হচ্ছে তাকে। টলিউডের মধ্যে নেপোটিজম জিনিসটা তিনি কখনও অনুভব করেননি বলেও জানান অংশু।