গসিপ

স্বামীর অপছন্দে বলিউডের কাজে ইতি টানেন ম্যায়নে পেয়ার কিয়া খ্যাত নায়িকা ভাগ্যশ্রী! শ্বশুরবাড়ির লোক তার স্টারডম বোঝেন নি কখনো!

বর্তমানে যুগ অনেক এগিয়ে গেলেও এখনো অনেক পরিবার আছে যেখানে মেয়েদের শিক্ষার কোন মূল্য নেই, এমনকি স্বনির্ভরতার‌ও কোন মূল্য নেই, শুধু সাংসারিক কাজের মূল্যটুকুই আছে। সে রকম পরিবারে বিয়ে হলে একটি মেয়েকে শুধুই হাউস ওয়াইফের মত ট্রিট করা হয়, তার কর্মক্ষেত্রের জন্য তার যা আলাদা সম্মান প্রাপ্য তা ভেবে দেখা হয়না। এমনটাই হয়েছিল ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ সিনেমার নায়িকা ভাগ্যশ্রীর ক্ষেত্রে।

আরও পড়ুন: মিতিনমাসি কোয়েল ৪০ এ পা দিলেন এইবছর! অন্য বারের চেয়ে তাই আলাদা জন্মদিন সেলিব্রেশন

ভাগ্যশ্রী সালমান খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছিলেন ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ সিনেমায়। এই ছবির সাফল্য তাকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিয়েছিল, কিন্তু সাফল্যের শিখরে পৌঁছে যাওয়ার পরেও সেই স্টারডম ধরে রাখতে পারেননি ভাগ্যশ্রী। অনেকেই মনে করেন ক্যারিয়ারের শুরুতে বিয়ে করাই তার ক্যারিয়ারের ক্ষতির পিছনে একটা বড় কারণ।

বলিউড লাইফকে দেওয়া একটি সাক্ষাৎকারে সম্প্রতি এই প্রসঙ্গে মুখ খুলেছেন অভিনেত্রী, পরিষ্কার জানিয়েছেন তার শ্বশুরবাড়ির লোকজন তার স্টারডম বুঝতো না আর তার স্বামী ও চাননি স্ত্রী প্রেমের ছবিতে কাজ করুক। ফলে রুপোলি পর্দার জগত থেকে সরে দাঁড়াতে হয়েছিল অভিনেত্রী কে।

১৯৮৯ তে ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ সিনেমায় বলিউডে ডেবিউ করে‌ই জনপ্রিয়তা অর্জন করেছিলেন ভাগ্যশ্রী, সলমনের সাথে তার জুটি পছন্দ হয়েছিল দর্শকদের। এরপরই ১৯৮৯ তে স্বামী হিমালয়ের সাথে ‘ক্যায়াদ মে হে বুলবুল’ ও ১৯৯২ তে ‘ত্যায়াগী অ্যন্ড পায়েল’ ছবিতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। তারপর আচমকা যেন লাইট-ক্যামেরা-অ্যাকশনের এই দুনিয়া থেকে সরে দাঁড়ান এই অভিনেত্রী। বিয়ের বহুবছর পর গত বছর থেকে তাকে অল্প অল্প কাজ করতে দেখা যাচ্ছে বিনোদনের জগতে, কিছুদিন আগে যেমন তাকে স্মার্ট জোড়িতে দেখা গিয়েছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে এতদিন কোথায় ছিলেন অভিনেত্রী?

আরও পড়ুন: তারে জমিন পর’-এর সাফল্যের পরেও কোনো কাজ পাননি! অবসাদে ভুগছেন পর্দার’ ঈশান অবস্তি’

অভিনেত্রীর কথায়, “ এমন একটা পরিবারে আমার বিয়ে হয়েছিল যাদের সঙ্গে সিনেমার কোনো সম্পর্কই নেই। তাই ওরা ওখানকার কিছুই বোঝে না, যেই মুহূর্তে আমি ঘরে পা দিতাম আমি কিন্তু আর নায়িকা ভাগ্যশ্রী থাকতাম না, আর পাঁচটা হাউস ওয়াইফের মত আমাকে ঘরের কাজে হাত লাগাতে হত।”

অভিনেত্রীর কথায়, “আমি আপনাদের বলে রাখি হিমালয় আমায় নিয়ে খুব পজেসিভ। ওকে ছাড়া ছবিতে কাজ করার জন্য খুব সামান্য অপশন আমার কাছে ছিলো আমি সেগুলো নিয়েও ছিলাম। বলিউডে রোম্যান্স ছাড়া ছবি কই‌। আর সেই ধরনের ছবিতে আমায় কাজ করত দেখে ওর খুব একটা ভালো লাগতো না। তখনই দরকার পড়লো কোনটা বেশি গুরুত্বপূর্ণ বেছে নেওয়ার আর আমি আমাদেরকেই বেছে নিলাম।”

নিজেদের বিয়ের প্রসঙ্গে স্টার প্লাসের রিয়েলিটি শো ‘স্মার্ট জোড়ি’তে এসে সলমন নায়িকা বলেছিলেন,“সকলে বলে আমি পালিয়ে বিয়ে করেছি কিন্তু একথা সত্যি নয় সবাই বলে বাবা-মায়ের ছেলেমেয়েদের নিয়ে অনেক স্বপ্ন থাকে কিন্তু ছেলেমেয়েদেরও তো কিছু স্বপ্ন থাকে তাদের সেটা পূরণ করতে দেওয়া উচিত। আমাদের বিয়েতে আমার পরিবারের কেউ উপস্থিত ছিল না”

প্রসঙ্গত উল্লেখ্য ১৯৯০ তে বাড়ির অমতে হিমালয় দাসানিকে বিয়ে করেন ভাগ্যশ্রী, এরপর তাকে স্বামীর সাথে কিছু ছবিতে দেখা গেছে। টুকটাক কিছু ছবিও করেছিলেন তিনি তবে সেভাবে হিট হয়নি। বর্তমানে তাদের দুই সন্তান। ছেলে অভিমুন্য দাসানি ও মেয়ে অবান্তিকা দাসানিকে নিয়ে সুখে সংসার করছেন অভিনেত্রী।

Related Articles

Back to top button