১২ দিনের শিশুর জন্য দুধ পাম্প করে শ্যুটিংয়ে আসায় ট্রোলড হলেন ভারতী

একটি সদ্যজাত সন্তানকে ভূমিষ্ঠ করার মধ্য দিয়ে একজন নারী মাতৃত্বের গৌরব লাভ করে থাকেন। তাই মাতৃত্ব ও মাতৃত্বকালীন অবস্থা নিয়ে প্রতিটি মানুষই একটু আবেগপ্রবণ হয়ে পড়েন। রবিঠাকুরের ভাষায়,মা ছোট্ট সংসারের মধ্যে থেকেও বিশ্বসংসারের হয়ে পড়েন। এই কারণেই হয়ত যখন একজন মা হন, তখন অনেকেই সদ্য মা হওয়া নারীকে সন্তানের ভালো-মন্দের বিষয়ে পরামর্শ দিয়ে থাকেন আবার নানান ক্ষেত্রে সন্তানের দেখভালে ত্রুটি হলে মানুষটাকে অপরের কথাও শুনতে হয়। ঠিক যেমন এই মুহূর্তে ব্যাপক ট্রোলিংয়ের শিকার হচ্ছেন সদ্য মা হওয়া কমেডিয়ান ভারতী সিং। ১২ দিনের সদ্যোজাতকে বাড়িতে একা রেখে পুনরায় কাজ শুরু করেছেন তিনি, আর এতেই তার প্রতি বেজায় চটেছেন নেটাগরিকরা।
আরও পড়ুন: মিঠাই সিরিয়ালের রাজীব ইন্ড্রস্ট্রিতে এসে খাবার নিয়েও অপমানিত হয়েছিলেন
মাতৃত্বকালীন অবস্থাতেও ছুটি না নিয়ে সমানে কাজ করেছেন ভারতী সিং। ডেলিভারির পর কিছুদিনের ছুটি নিয়েই আবার কাজে যোগ দিয়েছেন তিনি। সদ্যোজাতকে বাড়িতে রেখে কাজে আসার কথা ভেবে কমেডিয়ানের চোখে জল এলেও একরত্তিকে ফেলে রেখে এত তাড়াতাড়ি কাজে যোগ দেওয়ার কথা শুনে তার নিন্দায় সরব হয়েছেন নেটিজেনরা। তাদের বক্তব্য, এই কদিনের সদ্যোজাতকে একা রেখে এত তাড়াতাড়ি কাজে চলে এসেছেন, এত তাড়া কীসের ছিলো? তিনি আর কিছুদিন ছুটি নিয়ে সময় দিতে পারতেন সদ্যোজাতকে।
ট্রোলিংয়ের উত্তরে ভারতী বলেছেন, তাদের অতটাও সুবিধা নেই যে ডেলিভারির পর বাড়িতে বসে আরাম করবেন। এমন অনেক মেয়েই আছেন যারা এক সপ্তাহের শিশুকে বাড়িতে রেখে কাজে আসতে বাধ্য হন। ভারতীর কথায়,“অনেক কাজ আছে, সেগুলো করতে হয়। তার জন্য সন্তানকে বাড়িতে রেখে আসতেই হয়। তবে নবজাতকের সাথে গোটা পরিবার আছে, তারা সকলে মিলে তার খেয়াল রাখছেন।”
এখানেই শেষ নয় নবজাতকের যাতে খাওয়ার কোন অসুবিধা না হয়, তাই শুটিংয়ে আসার আগে ভারতী যথেষ্ট পরিমাণ দুধ পাম্প করে রেখে এসেছেন বাড়িতে। একরত্তিকে তাই খাওয়ানো হয়। ভারতীর পুত্র সন্তান হওয়ার পর অনেকেই বলছেন এবার একটি মেয়ে হলে তাদের পরিবারটি সম্পূর্ণ হয়। এই বিষয়ে ভারতী বলেছেন, তিনি দ্বিতীয়বার মা হতে রাজি আছেন যদি কেউ গ্যারান্টি দিতে পারেন যে কন্যা সন্তানই হবে। কারণ তিনি নিজেও এবার একটি কন্যা সন্তান চান।
আরও পড়ুন: মা হলেন বলিউডের অভিনেত্রী কাজল আগারওয়াল
উল্লেখ্য, গত ৩রা এপ্রিল কমেডিয়ান ভারতী সিং একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। এরপর হাসপাতাল থেকে বাড়ি ফেরার সময় পাপারাৎজির ক্যামেরার সামনে হাসিমুখে পোজও দেন ভারতী। এছাড়া ভারতীর ডেলিভারির আগের মুহূর্তের কিছু অংশ তুলে নিজেদের ইউটিউব চ্যানেলে সেই ভিডিও শেয়ার করেছিলেন ভারতী ও হর্ষ।
সন্তানের ভূমিষ্ঠ হওয়া ও সন্তানকে কোলে নেওয়ার আবেগঘন আনন্দ মুখর মুহূর্তের কথা অনুরাগীদের সাথে শেয়ার করেন তারা। এই ভিডিওর ক্যাপশনে লেখা ছিল, “আমাদের পুত্রসন্তান সুস্থভাবে ভূমিষ্ঠ হয়েছে। আমরা এখনো বিশ্বাস করতে পারছি না ও আমাদের মাঝে এসে পড়েছে। এটা স্বপ্নের মতো। সফরটা খুব আবেগঘন ছিল আর এটা আমাদের কাছে সবথেকে আনন্দঘন মুহূর্ত। নিজের সন্তানকে প্রথমবার কোলে নেওয়ার অনুভূতিটা শ্রেষ্ঠ। আমাদের মতোই আমাদের সন্তানকেও ভালোবাসা দেবেন।”