গসিপ

‘ভাই তুই বিজেপিটা ছেড়ে দে, তাহলে কাস্ট করতে সুবিধে হয়! শুনতে হয়েছে’, এমন বিস্ফোরক মন্তব্য কেনো করলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ!

বিজেপিতে যোগদানের দরুন মিলছেনা কোনো ইন্ডাস্ট্রিতে কাজ। আক্ষেপ প্রকাশ করে একের পর এক সত্য সামনে আনলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। একাধারে অভিনেতা এবং বিজেপির সদস্য রুদ্রনীল ঘোষের দাবি, ২০২১ সালের পর থেকে বাংলা সিনেমার জগতে বহু প্রযোজক, পরিচালকের সাথে তাঁর ঘনিষ্ঠ বন্ধুত্ব থাকলেও ১৬ মাস যাবত কেউ তাঁকে কোনো কাজের সুযোগ দেননি। তার একমাত্র কারণ হিসেবে অবশ্য অভিনেতা নিজেই খোলসা করেছেন, বিজেপি তে যোগদান টাই নাকি তাঁর একমাত্র কারণ।

আরও পড়ুন: রুকমা রায়ের নতুন ধারাবাহিকে ফের প্রত্যাবর্তন! ‘লালকুঠি’র রহস্য রোমাঞ্চিত প্রোমো দেখে শিহরিত দর্শকরা

রাজ চক্রবর্তীর সম্পর্কে তিনি একটি বিস্ফোরক মন্তব্য করে বসেছেন, বহু মাস আগে রাজ একটি ভালো ছবিতে চরিত্রের অফার দিলেও তারপর প্রায় দেড় বছর কেটে গিয়েছে কিন্তু ছবির কথাও এগোয়নি মাঝে যদিও বহু ছবির কাজ ইতিমধ্যেই হয়ে গিয়েছে। তিনি মন্তব্য করেছেন, তাঁর সাথে ইন্ডাস্ট্রির কারোর কোনো মনোমালিন্য , ঝগড়া ঝাটি কিছুই হয়নি, তারপরেও ব্যক্তিগত সম্পর্ক একসাথে পার্টি থেকে শুরু করে আড্ডা সবটা হলেও কেবল মাত্র কাস্ট করার সময়তেই যত সমস্যা। তিনি সরাসরি প্রশ্ন করে বসেছেন, দীর্ঘ দেড় বছর ধরে কেনো সবাই এড়িয়ে যাচ্ছেন তাঁকে ?

এমনকি রুদ্রনীল ঘোষকে এমন সরাসরি মন্তব্যের মুখোমুখিও হতে হয়েছে, ভাই তুই বিজেপিটা ছেড়ে দে, তাহলে কাস্ট করতে সুবিধে হয়, বুঝিস তো!’ দু’জন আলাদা আলাদা মানুষ ব্যক্তিগত স্তরে আমাকে এই কথা বলেছেন। এই কথার অর্থ নিশ্চয় আমাকে আলাদা করে বলে দিতে হবে না। তাঁরা দুজনেই আমার খুব পরিচিত ও ঘনিষ্ঠ।”

আরও পড়ুন: অভিনেতার মৃত্যুর পর বেশ কয়েকদিন অতিক্রান্ত, এবার বাবাকে নিয়ে মুখ খুললেন অভিষেকের মেয়ে সায়না

২০২০ সাল পর্যন্ত তিনি প্রযোজকদের কাছে অত্যন্ত প্রিয় একজন অভিনেতা থাকলেও ২০২১সালের পর থেকেই তিনি দাবি করেছেন সবাই তাঁকে ভুলতে বসেছে। তিনি রাজনীতি ছাড়ছেন নাকি সেই প্রশ্নের উত্তরেও তিনি বলেছেন, তিনি শাসক দলের বিরোধিতা করলেই যে কাজ পেয়ে যাবেন, বা হঠাৎ বিজেপি তে যোগ দিয়েই তিনি একজন খারাপ অভিনেতা হয়ে গেলেন এটা তো আর মেনে নেওয়া সম্ভব নয়। কুণাল ঘোষের প্রসঙ্গ নিয়ে তাঁকে জানতে চাওয়া হলে তিনি জানিয়েছেন, কুণাল ঘোষ যদি নিজের যুক্তিকে জোর করে প্রমাণিত করার জন্য বাদশা মৈত্র ও রুদ্রনীল ঘোষকে একই আসনে বসাতে চান, তাতে লোকে হাসবে। তার কারণ, বাদশা টেলিভিশনে কাজ করেন। তাছাড়া, বামেরা যদি বিধানসভায় দুটোর বেশি আসন পেত, তখন বাদশার ওপরে কী নেমে আসত, সেটাও সবার জানা। উনি সবজান্তা। চাঁদে জমি কত কাঠা করে বিক্রি হয়, সেটাও ওঁর জানা। যে কুণাল ঘোষ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় সমস্তরকম দুর্নীতির রানি, তারপর তিনিই আবার সেই দলনেত্রীর প্রশংসা করে, সেখানে উনি ওনার বিশ্বাসযোগ্যতা নষ্ট করে ফেলেছেন।”

কুণাল ঘোষের প্রতি ক্ষোভ উগরে দিয়ে তিনি দাবি করেছেন, বিজেপিতে কোনো শিল্পী না থাকতে পারার যে কথা উনি বলেছিলেন সেখানে ব্যতিক্রম রুদ্রনীল ঘোষ। তাই তাঁর দাবি, কুণাল ,নানা প্রযোজক পরিচালক দের প্রভাবিত করে চলেছে। যদিও রুদ্রনীল শেষ পর্যন্ত দুঃখ করে বলেছেন শেষ পর্যন্ত এভাবে চলতে থাকতে তিনি বিজেপি ছাড়তে বাধ্য হলে কুণালের তত্বের সত্যতা প্রমাণিত হবে।

Related Articles

Back to top button