গসিপ

সবই নকল! মাথার টাক নকল চুল দিয়ে ঢেকেই ফিটনেস আইকন অক্ষয় কুমার! কিন্তু কেন এমন অবস্থা হলো অভিনেতার?

চুল নিয়ে শুধু সাধারণ মানুষ নয়, ভুক্তভোগী হতে হয় তারকাদেরকেও! ঠিক যেমন বলিউডের অক্ষয় কুমার, রুপালি পর্দায় তাকে যেমন লুকে দেখা যায় ঠিক তেমনটা কিন্তু তিনি আদৌ নয়। বলিউডের ছবিতে ফিটনেস আইকন বলে খ্যাত এই অভিনেতার ঢেউ খেলানো চুল দেখলেও আসলে তার মাথা জোড়া টাক রয়েছে। তবে নিজের এই চেহারাকে কোনদিনই রাখঢাক করতে চাননি অভিনেতা। বরং তিনি নিজেই ‘প্যাডম্যান’ ফিল্ম এর প্রচারের সময় মাথা ভরা টাক প্রকাশ্যে এনেছিলেন। তিনি আসলে যা সেই ভাবেই ধরা দিয়েছিলেন তার অনুরাগীদের কাছে।

আরও পড়ুন: ক্যাটরিনা থেকেও দেখতে সুন্দর তার মা! ক্যাটরিনার মায়ের সৌন্দর্য দেখে মুগ্ধ বলি তারকারাও!

অনেকে জানেন না যে অক্ষয় কুমারের মতো বলিউডের ভাইজান অর্থাৎ সালমান খানেরও টাক পড়ে গিয়েছিল একসময়, কিন্তু সেই সময় সালমান হেয়ার ট্রান্সপ্লান্টেশন করিয়েছিলেন, অক্ষয়ের ও দক্ষিণ আফ্রিকায় গিয়ে হেয়ার ট্রান্সপ্লান্টেশন করার কথা ছিল কিন্তু শুটিংয়ের অত্যন্ত চাপের জন্য তা আর করে ওঠা হয়নি অক্ষয়ের। ‘কেশরি’ ফিল্মের শুটিং এর সময় আবার মাথায় পাগড়ি পরতে হয়েছিল অক্ষয়কে তখন গরম লাগবে বলে মাথার বাকি চুল‌ও ছেঁটে ফেলেন তিনি।

অনেক মানুষেরই ধারণা অক্ষয়ের হেয়ার ফলিকলস যথেষ্ট দুর্বল বলে তার বন্ড করা চুল তিনি ধরে রাখতে পারেননি। তবে ৯০ দশকে অক্ষয়ের মাথার চুল দেখলে কিন্তু তা বলা যায় না। সেই সময়কার ছবিতে অক্ষয়ের মাথাতে ভালোই চুল ছিলো, বরং সে তুলনায় সলমানের চুল পাতলা হতে শুরু করেছিল। আসলে ফিল্মে অভিনয় করার দরুন নায়কদের প্রায়ই চুলের সমস্যা দেখা দেয়, সেটা সেই সময়ে হতো এই সময়‌ও হয়। তবে সেই সময় ইউনিসেক্স পার্লার প্রায় ছিল না বলে নায়করা রূপচর্চার তুলনায় শরীরচর্চার দিকে বেশি মন দিতেন। বর্তমানে ইউনিসেক্স পার্লার হওয়ার দরুন নায়করা চুলের ট্রিটমেন্ট করিয়ে চুলের সমস্যার থেকে বেশ কিছুটা রেহাই পেতে পারেন।

আরও পড়ুন: “ফেলুদা বানিয়েছি নিজের জন্য! দর্শকদের যদি ভালোলাগে সেটা উপরি পাওনা” বললেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়

নায়ক দের চুলের এই সমস্যা হওয়ার মূল কারণ কী? আসলে আগেকার দিনের নায়করা যখন শরীরচর্চার দিকে নজর দিতেন তখন অত্যাধিক শরীরচর্চার ফলে অতিরিক্ত ঘাম বেরোত ফলে সেই অত্যাধিক পরিমাণে ঘাম হেয়ার ফলিকলসে জমে চুলের গোড়া দুর্বল করে দিতো। এর ফলে যেমন তাদের চুলের সমস্যা তৈরি হতো তেমনি ফিল্মের শ্যুটিং করার সময় অতিরিক্ত পরিমাণে জেল দিয়ে চুল সেট করা হতো। এছাড়া অতিরিক্ত পরিমাণে স্প্রে বা ল্যাকারের ব্যবহার ‌ও নায়কদের চুলের সমস্যার অন্যতম কারণ।

Related Articles

Back to top button