গসিপ

ভাইয়ের বউয়ের সাথে প্রেম ও রোমান্স করে বিয়ে! ভাসুর বৌমা থেকে গৌতমীর সাথে সুখী দাম্পত্য কাটাচ্ছেন রাম কাপুর!

বলিউডের তারকা মানেই তাদের কেচ্ছা থাকবে‌, বিটাউনে কান পাতলেই শোনা যায় সেই সমস্ত গল্প। তারকাদের নাম বারংবার শিরোনামে উঠে আসে। কখনো কোন উল্টোপাল্টা মন্তব্য করে ফেলার জন্য, কখনো ট্রোলিং এর কারণে, কখনো প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ার জন্য, কখনো বা পরকীয়াজনিত সম্পর্কে জড়িয়ে পড়ার জন্য নাম হেডলাইন হয়ে যায় তারকাদের। আসলে রূপোলি পর্দার জগৎটাকে বাইরে থেকে দেখতে যতটা রঙিন লাগে আসলে ততটা নয়। আজ বলবো বলিউডের জনপ্রিয় অভিনেতার জীবন সম্পর্কে।

আরও পড়ুন: সলমনের কাছে একসময় পয়সা ছিল না জিন্স পার্স কেনার! অর্থ সংকট বুঝে উপহার দিয়েছিলেন সুনীল শেট্টি

বলিউডের জনপ্রিয় অভিনেতা রাম কাপুর, সিনেমার পাশাপাশি হিন্দি সিরিয়াল করেও নিজের জনপ্রিয়তাকে ধরে রেখেছেন। অনেকেই জানেন না তার স্ত্রীও টিভি সিরিয়ালের অতি পরিচিত একজন মুখ। বলিউডের জনপ্রিয় অভিনেতা রাম কাপুর তার পর্দার শ্যালিকাকে বাস্তবে বিয়ে করেছেন। তার স্ত্রীর নাম গৌতমী কাপুর। ‘ঘর এক মন্দির’ ধারাবাহিকে গৌতমী কাপুর আর রাম কাপুর বৌমা ও ভাসুরের চরিত্রে অভিনয় করেছিলেন। এই ধারাবাহিকে অভিনয় করতে করতেই তাদের সম্পর্ক তৈরি হয় এবং পরবর্তীতে সেই সম্পর্ক গভীরতর হয়ে ওঠে। তারপর একসাথে তারা প্রেম করতে শুরু করেন। ‘কিউকি সাস ভি কাভি বহু থি’ সিরিয়াল থেকে শুরু করে ‘কবুল হ্যায়’ সিরিয়াল তাদের অভিনয় বেশ প্রশংসিত হয়েছিল।

তারপর একসময় এই দুই তারকা দম্পতি বিয়ে করে নেন। একটি পার্টিতে গৌতমীকে নিজের প্রেম নিবেদন করে তিনি বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। গৌতমী তাতে সম্মত হন, তারপর তাদের শুভ পরিণয় সম্পন্ন হয় শীঘ্রই। ২০০৩ সালের ১৪ ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডের দিন বিয়ে করেন তারা‌। এরপর প্রায় দুই দশক ধরে দিব্যি সুখের সংসার করছেন তারা। ইতিমধ্যে তাদের সংসারে নতুন সদস্যরাও এসেছে। একটি নয়, দুটি সন্তান রয়েছে তাদের। এক মেয়ে ও এক ছেলে। মেয়ের নাম শিয়া কাপুর আর ছেলের নাম আকস কাপুর। বর্তমানে দুই সন্তানকে নিয়ে সুখের দাম্পত্য তাদের।

আরও পড়ুন: ‘ইন্তিজার কাপতাপ’! কেকের গান গেয়ে গানের গুষ্টির ষষ্ঠি পুজো করে ছেড়ে দিলেন হিরো আলম! গান শুনে চটে লাল নেটিজেনরা!

প্রসঙ্গত উল্লেখ্য গৌতমীর সাথে রাম কাপুরের এই বিয়ের আগেও রাম কাপুরের আরো একবার বিয়ে হয়েছিল, এটি ছিল তার জীবনের দ্বিতীয় বিয়ে। রাম কাপুর প্রথমবার বিয়ে করেছিলেন একজন কমার্শিয়াল ফটোগ্রাফার মধুর শ্রফের সাথে, যদিও সেই বিয়ে সুখকর হয়নি, বেশিদিন সেই বিয়ে টেকেনি, ফলস্বরূপ সেই দাম্পত্য সম্পর্কের মধ্যে বিচ্ছেদ নেমে আসে। এরপর গৌতমীর সাথে আলাপ, বন্ধুত্ব, প্রেম এবং বিয়ে। তারপর প্রায় দুই দশক ধরে সুখে জীবন কাটাচ্ছেন এই তারকা জুটি।

Related Articles

Back to top button