নিউ ইয়র্কে প্রিয়াঙ্কা চোপড়ার খোলা রেস্তোরাঁয় একটা সিঙ্গারার দাম ১০০০ টাকা! ভারতীয় অন্যান্য মেনুর দাম কত?

বিদেশ বিভূঁইয়ে ঘুরতে গিয়ে হঠাৎ মনে হল দেশের খাবার খাবেন তখন হাতের কাছে দেশীয় রেস্তোরাঁ পাওয়া একটু মুশকিল! কিন্তু দেশটা যদি হয় নিউইয়র্ক আর আপনি যদি হন ভারতীয়, তাহলে আপনি বিদেশে গিয়েও দেশীয় খাবারের স্বাদ পেতে পারেন। হ্যাঁ নিউইয়র্কে বিলাসবহুল একটি ভারতীয় রেস্তোরাঁ আছে। এই রেস্তোরাঁর নাম ‘সোনা’, দেশি আমেজে ভরপুর এই রেস্তোরাঁ বিদেশের মাটিতে ভারতের গর্ব হয়ে উঠেছে। কিন্তু এই রেস্তোরাঁর থেকেও বড় চমক হল এই রেস্তোরাঁর মালিক! হ্যাঁ এই রেস্তোরার মালকিনের নাম শুনলে আশ্চর্য হবেন! কারণ তিনি আর কেউ নন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।
বলি ডিভা প্রিয়াঙ্কা চোপড়া বিদেশের মাটিতে পা রেখে ও ভারতীয় সংস্কৃতি ভারতীয় আমেজ ভুলতে পারেননি। চার বছর আগে ২০১৮ সালে মার্কিন গায়ক নিক জোনাসকে বিয়ে করেন অভিনেত্রী। ডিসেম্বরে এই বিয়ে সম্পন্ন হওয়ার পর বরের সাথে মার্কিন মুলুকে পাড়ি দেন তিনি। সেই সময় থেকেই বলিউডের সাথে আর সেভাবে যোগাযোগ নেই তার। কিছুদিন আগেই একটি সুখবর দিয়েছিলেন তিনি, তাদের প্রথম সন্তান জন্মানোর সুখবর দিয়েছিলেন। সম্প্রতি দেশের মানুষকে আরো একটি বড় সুখবর দিলেন তিনি।
বিদেশের মাটিতে দেশীয় আমেজে ভরপুর রেস্তোরাঁ খুলেছেন অভিনেত্রী। ভারতের ফুচকা, ভাদা পাভ, সিঙ্গারা, থেকে শুরু করে কুলচা, ধোসা সবই রয়েছে এই রেস্তোরাঁর খাবারের তালিকায়। তাই ভারতীয় মানুষদের জন্য নিঃসন্দেহে এটা অত্যন্ত সুখবর। বলিউডের দেশি গার্লের খোলা এই রেস্তোরাঁতে সম্প্রতি তার স্বামী গায়ক নিক জোনাস ও খেতে গিয়েছিলেন। প্রিয়াঙ্কা চোপড়া সেই সময়কার কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে তার অনুরাগী ভক্তদের জানিয়েছেন। ভারত থেকে যারা এই রেস্তোরাঁয় খেতে যাবেন, তাদের এই রেস্তোরাঁর খাবারের মেনু গুলির দাম গুলি সম্পর্কে অবশ্যই একটা ধারণা থাকা দরকার। না হলে বিপদে পড়তে পারেন।
ক্যালকাটা মটন কাটলেট থেকে শুরু করে গোয়ার প্রন কারি সমস্ত দেশের খাবারই এই রেস্তোরায় পাবেন। দেশের মাটিতে দেশীয় এই খাবারগুলি খুব নামমাত্র দামে পাওয়া যায় তাই সেই ধারণা নিয়ে যদি অল্প টাকা সাথে করে এই রেস্তোরাঁগুলোতে যান তাহলে বিপদে পড়বেন। কারণ বিদেশের মাটিতে ভারতীয় খাবার খুব একটা সুলভ নয়, তাই এখানে খাবারের খরচা স্বাভাবিকভাবেই একটু বেশি পড়বে। এখানে প্রত্যেকটি খাবারের খরচ প্রায় ১২-১৪ ডলার। অর্থাৎ ভারতীয় মুদ্রায় যার মূল্য ১০০০ টাকার কাছাকাছি।