‘পারবো না আমি ছাড়তে তোকে’ দিয়ে শুরু হলেও শেষে কি তবে ছেড়েই দিলেন! বনি-কৌশানি মধ্যে বিচ্ছেদের গুঞ্জন!

দীর্ঘ এক সপ্তাহ কথা বন্ধ! তাহলে কি সম্পর্কটা এবার শেষ পর্যন্ত ভেঙেই গেলো? ঘটনার অন্তরালে কি রয়েছে আসুন জেনে নেওয়া যাক। টলিপাড়ার এক পরিচিত এবং মিষ্টি কাপল বনি সেনগুপ্ত এবং কৌশানি মুখোপাধ্যায়। দীর্ঘ বছর ধরে একে অপরের সাথে রয়েছেন এই জুটি। একসাথে বড়ো পর্দায় দেখা গিয়েছিল, ‘পারবো না আমি ছাড়তে তোকে’ ছবি দিয়ে। পারবো না আমি ছাড়তে তোকে দিয়ে শুরু অবশেষে ছাড়াছাড়ি হতে চলেছে নাকি দুজনের মধ্যে? এই নিয়ে শুরু হয়েছে অনুরাগীদের মধ্যে তীব্র জল্পনা। প্রথম থেকে বেশ দুষ্টু মিষ্টি কাপল হিসেবেই পরিচিত ছিলেন দুজনেই। এমনকি নিজেদের সম্পর্কের ব্যাপারে দুজনেই বেশ খোলামেলা ছিলেন। কোনো গোপন না করেই প্রকাশ্যে নিয়ে এসেছিলেন সম্পর্কের কথা।
তবে এবার কানাঘুষো শোনা যাচ্ছে টলিউডের বিচ্ছেদের তালিকায় নতুন নাম জুড়তে চলেছে বনি কৌশানি জুটির। টলি পাড়ায় এই মরসুম যেনো একের পর এক বিচ্ছেদ লেগেই রয়েছে। একটার রেশ কাটতে না কাটতেই আর একটি নতুন করে তালিকায় যুক্ত হচ্ছে। শোনা যাচ্ছে, বনি-কৌশানির মধ্যে এক সপ্তাহ ধরে কথা বন্ধ হয়ে রয়েছে! তবে এই প্রসঙ্গে অভিনেত্রী কৌশানি সম্প্রতি একটি সংবাদমাধ্যমের সামনে মুখ খুলেছেন এই নিয়ে। তিনি জানিয়েছেন, ‘সব সম্পর্কেই মতবিরোধ হয়। আমার মনে হয়েছে, এই সময়টা একা থাকা দরকার। আমি নিজে কী চাই, সেটা বোঝা দরকার। তারপর যে সিদ্ধান্তই নিই, তা পজিটিভ-নেগেটিভ যাই হোক না কেন, সেটা আমি পরিষ্কারভাবে জানাব।’
অভিনেত্রীর কথায় স্পষ্ট মতবিরোধের প্রসঙ্গ তবে বিচ্ছেদ নিয়ে কোনো কিছুই এখনও জানাননি অভিনেত্রী। আগের বছর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল দলে যোগ দিয়েছিলেন অভিনেত্রী কৌশানি যদিও কৃষ্ণনগর থেকে লড়াই করার পরে মুকুল রায়ের কাছে হেরে গিয়েছিলেন। অন্যদিকে বনি বিজেপির পতাকা তুলে নিয়েছিলেন কিন্তু কিছুদিন আগেই দল ছেড়েছেন। কিন্তু সম্পর্কের সব কিছু এতদিন ঠিকঠাক চলছিল। হঠাৎ করে কি ঘটলো তাই এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে অনুরাগীদের মনে।
অভিনেতা বনি সেনগুপ্ত এই সম্পর্কের রটনা প্রসঙ্গে জানিয়েছেন, ‘আমাদের ব্রেক-আপ হয়নি। এটা ঠিক, কাজ নিয়ে চাপে ছিলাম আমরা। তাই নিজেদের সময় দিতে পারছিলাম না’। প্রেমিকার অভিমানের কারণ জানা রয়েছে বনির। নিজের দোষও স্বীকার করছেন তিনি। বনি নিশ্চিত, ‘সব কিছু স্বাভাবিক হয়ে যাবে। ঝগড়া না হলে আর সম্পর্ক কীসের?’ তবে অনুরাগীদের মধ্যে ভয় হতে শুরু করেছে দীর্ঘ সাত বছরের সম্পর্ক কি তবে এবার ভাঙতে বসলো। সবার এক বাক্যে বলতে শুরু করেছেন দুজনের মধ্যে মনোমালিন্য ঠিক হয়ে যেনো সবকিছু আগের মত হয়ে যায় দ্রুত।