“নেপো কিড”, “বুক পেট সমান তক্তার মতো চেহারা, এত রোগা কেন” এমনই আরো বহু বডি সেমিং এর শিকার হতে হয় চাংকি কন্যা অনন্যা কে! এবারে নিজের বডি শেমিং নিয়ে মুখ খুললেন অভিনেত্রী

বলিউডের জনপ্রিয় অভিনেতা তথা কৌতুক শিল্পী চাংকি পান্ডে। তার মেয়ে অনন্যা পান্ডে। বর্তমানে বলিউডে বেশ জায়গা করে নিয়েছে নিজের। এমনিতেই তারকা সন্তানেরা বলিউডে কাজ শুরু করলেই নানা কটাক্ষের শিকার হতে হয় তাদেরকে। তাছাড়াও অভিনয় জগতের অভিনেত্রীদের বডি সেমিং এর আগেও হয়েছে। তা সে স্টার কিড হোক বা বাইরে থেকে আসা কোন মেয়ে যে স্ট্রাগল করে নায়িকা হওয়ার চেষ্টা করছে। স্টার্কিড হওয়ার সুবাদে হোক বা অন্য যেকোনো কারণে, বডি শেমিং সহ্য করতে হয়েছিল অনন্যা পান্ডে কেও। “বুক পেট সমান, তক্তার মত চেহারা” … “এত রোগা কেন” এইসব মন্তব্যের সাথে শুনতে হয় “এই মেয়ে অভিনয় করবে কি করে”
অনন্যা যখন ইন্ডাস্ট্রিতে আসেন তখন তার বয়স মাত্র ১৯ বছর। অতটুকু একটা বাচ্চা মেয়েকে নিয়ে ট্রোল করতে ছাড়েনি সোশ্যাল মিডিয়া। ট্রোল কথাটা এখানে বলা হয়তো ভুল হবে। বলা ভালো বডি সেমিং। শারীরিক গঠন নিয়ে তাকে অনেক বাজে কথা শুনতে হয়। চেহারা নিয়ে বারবার সমালোচিত হতে হয় সোশ্যাল মিডিয়ায়।
সম্প্রতি একটি টক শোতে এসে তার বডি সেমিং এর বিষয়ে মুখ খোলেন অনন্যা, অভিনেত্রী বলেন, “আমি বুঝতে পারতাম না কী অপরাধ করেছি। কেন প্রত্যেক দিন লোকে আমায় কুৎসিত ভাবে আক্রমণ বলত! ‘সমতল বক্ষ’ বলে কটাক্ষ করত। মানসিক অবসাদে তলিয়ে যাচ্ছিলাম ওই সময়টায়। শুধু তাই নয়। আমার বাবা, মা, বোনকেও অনেক খারাপ কথা বলেছে লোকে।”
তার কথায় তিনি প্রত্যেকদিন নিজেকে একটু একটু করে গ্রমিন করেছেন। অভিনেত্রী আরো বলেন, “আমি এক জন সদয়, সুন্দর মানুষ হওয়ার চেষ্টা করি। কঠোর পরিশ্রম করতে পারি। কাজের প্রতি আমার নিষ্ঠা রয়েছে। বরাবরই আমি এক জন অভিনেত্রী হতে চেয়েছিলাম। কিন্তু ইন্ডাস্ট্রিতে এসে বুঝলাম লোকের চোখে আগে আমি আগে এক জন মহিলা। মহিলাদের নিয়ে তাঁদের ধারণার সঙ্গে আমি মানাচ্ছি কি না, সেটাই চর্চার কেন্দ্রে। আমি নই।”
View this post on Instagram