‘৩০ বছর ধরে প্রসেনজিৎ ইন্ডাস্ট্রি টানলে আমরা কি পার্শ্বচরিত্র করেছি?’প্রসেনজিতের আমি ইন্ডাস্ট্রি বক্তব্যকে ভেঙে খানখান করলেন চিরঞ্জিত!

টলিউডে এককালে দাপটের সাথে অভিনয় করেছেন চিরঞ্জিত চক্রবর্তী। বেদের মেয়ে জোসনা থেকে শুরু করে বস্তির মেয়ে রাধা, পাপী-র মতো একাধিক জনপ্রিয় চরিত্রে তার অভিনয় দেখে বাঙালি দর্শক আবেগাপ্লুত হয়ে যেতো। নিজের অভিনয়ের কারণে দর্শকের মনের মনিকোঠায় জায়গা করে নেওয়া চিরঞ্জিত চক্রবর্তী বরাবরই স্পষ্টবাদী রূপে খ্যাত। কে চটলো কে পটলো তাতে তার কোনো যায় আসে না, তিনি নিজের মতো বরাবরই স্পষ্ট কথা বলেন। স্পষ্ট বক্তব্যের জন্য অনেক সময় বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে তার নাম, কিন্তু তা সত্ত্বেও বারংবার স্পষ্ট কথা বলেছেন তিনি। বর্তমানে টলিউডের ইন্ডাস্ট্রি হিসেবে যে ব্যক্তির নাম বারবার উঠে আসে- তিনি প্রসেনজিৎ চ্যাটার্জী, কিন্তু চিরঞ্জিত এই প্রসেনজিতের বিরুদ্ধে কথা বলতেও পিছু পা হন নি।
আরও পড়ুন: কেকে বিতর্ক ভুলে ভারত সরকারের হয়ে গান গাইলেন রূপঙ্কর বাগচী! শ্রোতারা কি ক্ষমা করবেন তাকে?
শাশ্বত চট্টোপাধ্যায় সঞ্চালিত জি বাংলার জনপ্রিয় টক শো অপুর সংসারে বিশেষ অতিথি হিসেবে এসে প্রসেনজিৎ চ্যাটার্জীর বিরুদ্ধে মুখ খোলেন তিনি। শাশ্বত চট্টোপাধ্যায় যখন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় প্রসঙ্গ উত্থাপন করেন তখন স্পষ্টবাদী এই অভিনেতা আবারো স্পষ্ট বক্তব্য রাখেন। ‘৩০ বছর ধরে টলিউড ইন্ডাস্ট্রিতে নাকি একাই রাজ করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়’- এই কথা মানতে রাজি নন চিরঞ্জিত।
এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, হিসাবটা তিনি ঠিক বুঝতে পারে না তিরিশ বছর মানে তো অনেকটা সময়। সেই সময় কি মিঠুন চক্রবর্তী, ভিক্টর ব্যানার্জি এদের মতো অভিনেতারা ছিলেন না? নাকি তাপস পাল, অভিষেক চট্টোপাধ্যায়রা ছিলেন না? এই প্রশ্নের উত্তরে শাশ্বত যখন হ্যাঁ বলে স্বীকার করে নেন, তখন চিরঞ্জিত পাল্টা প্রশ্ন করেন শাশ্বত চ্যাটার্জি কে, “তাহলে কি আমরা পার্শ্বঅভিনেতা ছিলাম নাকি? যদি এর উত্তর না হয় তাহলে কিভাবে একা তিরিশ বছর ইন্ডাস্ট্রি চালালেন তিনি?”
আসলে অটোগ্রাফ ছবিতে প্রসেনজিতের একটি ডায়লগ ছিল ‘আমি ইন্ডাস্ট্রি’এরপরেই তাকে ইন্ডাস্ট্রি হিসেবে প্রচার করা হয়। চিরঞ্জিত হেসে বলেন আসলে এরকমটা ছবির প্রচারের জন্য করা হয়। একইসাথে চিরঞ্জিত এও বলেছেন যে দীর্ঘদিন ধরে টলিউডে কাজ করার জন্য টলিউডের সমস্ত খুঁটিনাটির দিকে নজর থাকে প্রসেনজিতের। তিনি টলিউডকে খুব ভালোমতো চেনেন, সবার থেকে বেশি চেনেন। প্রসেনজিৎকে বর্তমানেও টলিউডের সবথেকে প্রভাবশালী অভিনেতা বলে স্বীকার করে নেন চিরঞ্জিত, তিনি বলেন, প্রসেনজিৎ এর বিরুদ্ধে একটা কথা বলার কেউ সাহস রাখে না। অথচ তিনি অনায়াসেই প্রসেনজিৎ ইন্ডাস্ট্রি নয় একথা বলতে পারেন- অর্থাৎ যা কেউ বলতে পারেন না তা তিনিই বলতে পারেন এই কারণেই তিনি ব্যতিক্রমী।