সিনেবাপ-বংগাই এর ঝামেলাতে বংগাই কিরণের পক্ষ নিলো সিনেবাপ মৃন্ময়ের বৌ! স্বামীর বিরুদ্ধে তার অভিযোগ নিয়ে মুখ খুললেন তিনি!

দাদাগিরি আনলিমিটেড সিজন ৯ এ কিছুদিন আগেই হাজির হয়েছিলেন জনপ্রিয় সব ক্রিয়েটাররা। যাদের মধ্যে ছিলেন দূর্বা দে, গৌরব তপাদার, তালপাতার সেপাই, ঝিলম গুপ্ত ও বং গাই কিরণ দত্ত! এইবিষয়টি নিয়েই সিনেবাপ মৃন্ময় দাস প্রশ্ন তোলেন। তিনি সরাসরি অভিযোগ আনেন যে, উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মধ্যে বরাবর ভেদাভেদ করা হয়। যোগ্যতা থাকলেও উত্তরবঙ্গের ছেলে মেয়েদের গুণ সেভাবে বাংলা স্বীকার করে না, অন্যদিকে কলকাতার ছেলে মেয়েরা অল্পতেই যে কোনো সুযোগ পেয়ে যায়। এর পাশাপাশি তিনি আরো অভিযোগ করেন যে কিলো কিলো তেল মাখিয়ে এইসব ক্রিয়েটাররা দাদার মঞ্চে জায়গা পেয়েছেন। এই ভিডিওতে বং গাই কিরণ দত্ত কে আক্রমণ করতে ছাড়েননি সিনেবাপ।
এরপর সিনেবাপ মৃন্ময়কে রোস্ট করতে শুরু করেন বংগাই কিরণ দত্ত। তিনি বলেন যে, মহিলাদের যোগ্য সম্মান দেন না সিনেবাপ মৃন্ময়। সম্প্রতি কিরণ আর মৃন্ময়ের মধ্যে এই ঝামেলা উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গের ভেদাভেদ ভুলে পৌঁছে গিয়েছে ব্যক্তিগত স্তরে। কিরণ বলেছেন মৃন্ময়ের এই ধরনের আচরণ তার স্ত্রী ও মেনে নিতে পারেননি তাই তিনিও মৃন্ময়ের বিরুদ্ধে কথা বলেছেন এবং মৃন্ময়ের ভিডিওতে নিজের অনুপস্থিত থাকার কথা জানিয়েছেন। মৃন্ময় দের ভিডিওতে তার স্ত্রী রুমা মোদককে প্রায়ই দেখা যায়, তবে রুমা এবার নিজেই জানালেন যে তিনি আর কখনো মৃন্ময়ের সাথে ক্যামেরার সামনে আসবেন না আর মৃন্ময়ের স্ত্রীর বলা এই কথাটিই হাইলাইট করলেন কিরন।
সম্প্রতি ফেসবুকে রুমা লিখেছেন, “সবাই যখন কন্ট্রোভার্সি দেখে মজা নেয় সিনেবাপ এর বন্ধু আর ফ্যানরা যখন বলে,‘ভাই যা দিলি পাশে আছি ভাই’। আমি তখন সিনেবাপের ক্যারিয়ারের কথা ভাবি। আমি জানি তর্কে যেকোনো বিষয় অনেক দূরে যায়। কিন্তু তুমি মানতে চাও না, এটা কোন রাজনৈতিক মঞ্চ না। বিশ্বাস করো কেউ পারফেক্ট হয় না, কাউকে পারফেক্ট করাও যায় না, যা তোমার কাছে ভালো, অন্যের কাছে খারাপ। তাই শুধু নিজের ভুল ত্রুটি গুলো দেখলেই ভালো না? ঠিক কোথায় কতটা প্রতিবাদ করতে হবে সেটাও বোঝা উচিত। তোমার ভাষায় এটা গরুর রচনা হলেও অনেক আবেগ নিয়ে লেখা। দু-একজন মানুষ তোমার সোর্সে আমাকেও চেনে আজকাল তাই নিজের বক্তব্য রাখতে বাধ্য হলাম। যাই হোক এরপর থেকে আর কোনদিনই আমাকে সিনে বাপের কোন ভিডিওতে দেখা যাবে না। যেখানে নিজের কথার কোন দাম নেই, সেখানে সস্তায় পাবলিসিটির দরকার কোনদিনই ছিল না আমার।”
আরও পড়ুন: ‘উচ্চশিক্ষিত বেকার’ খারাপ বলে ছেড়েছে প্রেমিকা! খারাপ চা করেই আজ তাই দেশখ্যাত শুভেন্দু!
এখানেই শেষ নয় সিনেবাপের একজন ভক্তের কমেন্টে এটাও লেখেন রুমা যে, “বং গাইকে নিয়ে আমার কোনো ক্ষোভ নেই।”