গসিপ

কঙ্গনা রানাওয়াতের শো লক আপে হাজির হয়ে নিজের এক সিক্রেট ফাঁস করলেন কমেডিয়ান মুনাওয়ার ফারুকী! স্ত্রী – সন্তান থাকার পরেও আলাদা থাকেন তিনি

কঙ্গনা রানাওয়াতের সঞ্চালনায় নতুন শো লক আপ অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছে। এই জনপ্রিয় শোতে হাজির হয়েছেন কমেডিয়ান মুনাওয়ার ফারুকী। যেখানে শো এর নিয়ম অনুযায়ী, একের পর এক সিক্রেট ফাঁস করতে হয়। কিন্তু এবার যা সামনে এনেছেন তিনি সেই মন্তব্য নিয়ে তোলপাড় হয়ে গিয়েছে চারিদিক। কমেডিয়ান মুনাওয়ার তিনি নাকি ইতিমধ্যেই বিবাহিত। যদিও নিজের বিয়ের প্রসঙ্গে প্রথমে কিছু স্বীকার না করলেও পরে অবশ্য তিনি স্বীকার করে নিয়েছেন মঞ্চে।

আরও পড়ুন: ‘ইস্মার্ট জোড়ি’ -র মঞ্চে অসুস্থ থাকা সত্ত্বেও জোর করে নিয়ে যাওয়া হয়েছিল অভিষেককে! প্রযোজক সংস্থার দিকে আঙুল তুললেন অভিষেকের স্ত্রী সংযুক্তা

শো এর যে অংশটি ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে, পর্দায় একটি নারীর ছবি হঠাৎ ফুটে উঠেছে সেই ছবি দেখেই নিমেষে মুখের আকার বদলে গিয়েছে মুনাওয়ার এর এবং একেবারে চুপ হয়ে গেলেন তিনি। কঙ্গনা ছবি দেখিয়ে তাঁকে পরিচয় জানতে চাইলে প্রথমে তিনি চুপ থাকলেও পরে স্বীকার করে নিয়েছেন, যে তিনি বিবাহিত এমনকি তাঁর একটি ছেলে আছে। তবে বিবাহিত থাকলেও দীর্ঘ দেড় বছর ধরে স্ত্রীর সাথে কোনো সম্পর্ক নেই মুনাওয়ার এর। এমনকি তারা দুজন একসাথে থাকেওনা। তাদের দুজনের ডিভোর্সের প্রক্রিয়া চলছে কোর্টে। মুনাওয়ার এই শোতে তাঁর ছেলের জন্যই এসেছেন স্বীকার করেছেন।

কমেডিয়ান মুনাওয়ার ফারুকী তাঁর দীর্ঘ দু বছর ধরে যে নানা সমস্যার সম্মুখীন হয়েছেন সেই প্রসঙ্গ তুলে ধরলেও তিনি সেই ব্যাপারে বিস্তারিত কিছু বলতে চাননি কারণ তিনি চাননা তাঁর ছেলের ওপর কোনো নেতিবাচক প্রভাব পড়ুক। তাঁর মতে, এই বিষয়ের কোনো অর্থ হয়না তাই এই বিষয়ে তিনি কথা তুলতে চাননি।

আরও পড়ুন: ক্ষমতাচ্যুত পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান! ব্যঙ্গ করার সুযোগ হাতছাড়া করলেন না হাসির রাজা, মীর

অন্যদিকে শোয়ের সঞ্চালক হিসেবে কঙ্গনা রানাওয়াত নিজের পুরনো সম্পর্ক ঋত্বিক রোশনের সাথে তুলে ধরে , অতীতের সম্পর্ক বাস্তব জীবনে কতোটা দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে সেই প্রসঙ্গ তুলে ধরেন। পুরনো সম্পর্কের প্রভাবে জীবনে নেতিবাচক দিক গুলো তুলে ধরেন। বিবাহিত জীবন ও বিবাহিত জীবনের বাইরে যে বিবাহ বহির্ভূত সম্পর্ক এইসব পরবর্তী জীবনে যে কতটা কেলেঙ্কারি তৈরি করতে পারে সেই নিয়ে তিনি স্পষ্ট ভাবে ব্যক্ত করেছেন। প্রসঙ্গত বলা যায়, অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত , এই লক আপ শোতে সঞ্চালনার কাজের জন্য ইতিমধ্যেই নানা বিতর্কিত অভিনেত্রী করে বিতর্কে জড়িয়েছেন। সেই প্রসঙ্গে তিনি আবার প্রথম সারির অভিনেতা দের প্রসঙ্গ তুলে এনে কটাক্ষ করতে ছাড়েননি।

Related Articles

Back to top button