‘শ্রীলেখাকে চিনি! নাগ নাগিনীর সময় থেকে আপনি আমার প্রিয় অভিনেত্রী!’ শ্রীলেখার ট্রোলিংয়ের চাপে পড়ে স্বীকার করতে বাধ্য হলেন দেবাংশু! পাল্টা ভালোবাসায় ভরিয়ে দিলেন শ্রীলেখা! তবে কি দুজনের ঝগড়ার অবসান হলো নাকি ঝগড়ার সূত্রপাত?

মুকুল রায় তৃণমূলে ফিরলে দল ছেড়ে দেব এই কথা বলার পর সকলে যখন তৃণমূলের দেবাংশুকে নিয়ে ট্রোল করতে শুরু করেছেন তখন বামপন্থী মনোভাবাপন্ন জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র বলেছিলেন ‘এ তো পুরো কার্টুন’-এই কথার পর থেমে থাকেননি দেবাংশুও তিনি অভিনেত্রীকে পাল্টা বলেছিলেন ‘কে শ্রীলেখা মিত্র সার্চ করে দেখতে হবে!’- তখনকার মতো চুপ করে গেলেও সদ্য শ্রীলেখা অভিনীত ছবি জাতীয় পুরস্কার পাওয়ার পরে আবার সেই বিষয়ে উসকে দেবাংশুকে ট্রোল করেছিলেন শ্রীলেখা, চুপ করে থাকার পাত্র নন দেবাংশুও। তিনিও পাল্টা শ্রীলেখাকে ট্রোল করলেন। সব দেখে নেটিজেনরা বলছেন মনে হচ্ছে যেন বিগ বস রাউন্ড দেখছি!
শ্রীলেখা মিত্র অভিনীত অভিযাত্রিক ছবি দুইটি জাতীয় পুরস্কার লাভ করবার পর দেবাংশুকে খোঁচা মেরে শ্রীলেখা লেখেন,“আমাদের ছবি অভিযাত্রিক দুটো জাতীয় পুরস্কার পেয়েছে দেবাংশু ভাই তুমি বলেছিলে কে শ্রীলেখা মিত্র সার্চ করে দেখতে হবে। যাইহোক ভালো থেকো খোকা।” এরপর ব্র্যাকেটে আরো লিখেছিলেন “বেশি পাত্তা দেওয়া হলো জানি আহারে খুশি থাকুক এই দুঃখের দিনে।” এরপরই পাল্টা জবাব দিতে মুখ খুললেন তৃণমূলের যুব নেতা।
দেবাংশু পোস্ট করে লেখেন, “এই নিয়ে দু-দুবার করে আমায় ট্যাগ করলেন যেচে পাত্তা পেতে এত ভালো লাগে কাকিমনি। যাই হোক ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়ে বাংলার মুখ উজ্জ্বল করেছেন। শুভেচ্ছা রইল। অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে চিনি উনি আমার পছন্দের অভিনেত্রীও সেই নাগ নাগিনী থেকে। সিপিএমের পদলেহনকারী কোন শ্রীলেখা মিত্র কে চিনি না কারণ নিজের পার্টির রেড ভলেন্টিয়ার্সদের কাছে যিনি গালাগালি খান নিজের পার্টির লোকেরাই যাকে ট্রোল করে তাকে পাত্তা দেওয়ার প্রয়োজনীয়তা আমার নেই। এই কমেন্ট ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার শ্রীলেখার মিত্রের উদ্দেশ্যে। পাত্তা পেতে উদগ্রীব কোন নিজ পার্টি দ্বারা হ্যাটা হওয়া বাম নেত্রীর জন্য নয়। ওহ ওয়েট তাও আপনি পাননি। সিনেমাটোগ্রাফার আর পরিচালক পেয়েছেন!!এ রাম! যাক তবু নিন ফ্রিতে ১০৭ কিলো ফুটেজ দিয়ে গেলাম বাকি এক কিলো পাওনা রইল পরে কখনো দিয়ে দেব। শুভেচ্ছা।” এরপর শ্রীলেখা, সেই পোস্টের কমেন্ট বক্সে লেখেন,“ সোনাটা ভালোবাসা নিও।”