গসিপ

ঊষা উত্থুপের সঙ্গে প্রথমবার সুপারস্টার দেবের উদ্দাম নাচ! দেব এবং ইশা সাহা অভিনীত কাছের মানুষ ছবির গান ‘চুম্বক মন’ গানের লঞ্চিং ভিডিও ভাইরাল, ভিডিওতে উষা উত্থুপ কে নিয়ে নাচ করতে দেখা গিয়েছে অভিনেতা দেবকে

একের পর এক সুপারহিট ছবিতে অভিনয় করে চলেছেন অভিনেতা দেব। এর পাশাপাশি নিজেকে প্রতিষ্ঠিত করে তুলেছেন অভিনেত্রী ইশা সাহা। একটা ছবি রিলিজ হতে না হতেই অন্য আরেকটা ছবি। এইতো কদিন আগে মুক্তি পেলে অভিনেত্রী অভিনীত ছবি ‘কলকাতা চলন্তিকা’। এবার দেবের বিপরীতে অভিনয় করছেন ‘কাছের মানুষ’ ছবিতে। এরপর ‘কর্ণসুবর্নের গুপ্তধন’। এই ছবিতে অভিনেত্রীর সঙ্গে দেখা যাবে অভিনেতা আবির চট্টোপাধ্যায় এবং অর্জুন চ্যাটার্জিকে। আগামী ৩০ শে সেপ্টেম্বর ‘কাছের মানুষ’ এবং ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’ দুটি ছবিই মুক্তি পাবে সিনেমা হলে। অভিনেতা দেব এই মুহূর্তে স্টার জলসার জনপ্রিয় নাচে রিয়েলিটি শো ‘ডান্স ডান্স সিজন ৩’ এ বিচারকের আসনে রয়েছেন।

দুজনের আগামী ছবি কাছের মানুষের দুটি গান ইতিমধ্যে মুক্তি পেয়েছে। তার মধ্যে অন্যতম একটি হলো ‘চুম্বক মন’। এই গানটি গতকালই মুক্তি পেয়েছে। যে গানটি গেয়েছেন জনপ্রিয় বর্ষীয়ান গায়িকা উষা উত্থুপ। সম্প্রতি সেই গানের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে। যা দেখে প্রত্যেকেই দারুন খুশি বিশেষ করে দেব এবং ইশার ভক্তরা।

সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে একটি স্টুডিওতে বসে উষা উত্থুপ কাছের মানুষ ছবির চুম্বক মন গানটি গাইছেন। তার সঙ্গে তাহলে তাল মিলিয়ে গাইছেন ছবির নায়ক নায়িকা ইশা এবং দেব। ভিডিওটিতে উষা উত্থুপের সঙ্গে নাচ করতে দেখা গিয়েছে দেব কে। দেবের পরনে সেই মুহূর্তে ছিল নীল রঙের শার্ট এবং কালো প্যান্ট। শার্ট প্যান্ট ইন করে পড়েছিলেন অভিনেতা। এবং অভিনেত্রী ইশার পড়নে ছিল সাদা রঙের ওয়ান পিস। ভিডিওটিতে প্রত্যেককে দারুন মজার সঙ্গে গান গাইতে দেখা দিয়েছে। গায়িকাকে নিয়ে দু এক স্টেপ নাচও করেছেন দেব। ভিডিওটি সামনে আসার পর থেকে ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। মিউজিক লঞ্চের এই ভিডিও প্রত্যেকেই পছন্দ করেছেন।

উল্লেখ্য আগামী ৩০ শে সেপ্টেম্বর আপনার নিকটবর্তী সমস্ত সিনেমা হলে মুক্তি পাবে দেব এবং ইশা সাহা অভিনীত এবং পথিকৃৎ বাসু পরিচালিত ছবি ‘কাছের মানুষ’।

Related Articles

Back to top button