গসিপ

শুধু শুধু ঝামেলা করে জিৎ! জিতের প্রতি বিরক্তি আর চেপে রাখতে পারলেন না দেব! প্রকাশ পেয়ে গেল সুপার সিঙ্গারের মঞ্চে

কুটকাচালি, কিচেন পলিটিক্সে ভরা সিরিয়াল দেখতে দেখতে মানুষ যখন বিরক্ত হয়ে যান তখন তারা বিভিন্ন গেম শো ও রিয়েলিটি শো দেখে সময় কাটান এবং আনন্দ পান। সেই রকম রিয়েলিটি-শো গুলির মধ্যে জনপ্রিয় একটি রিয়েলিটি শো হল সুপার সিঙ্গার। স্টার জলসার জনপ্রিয় এই রিয়েলিটি শো এর মঞ্চে একাধিক প্রতিভাবান গায়ক এবং গায়িকা কে অংশগ্রহণ করতে দেখা যায়। সারা বাংলা থেকে প্রতিযোগীরা এই সুপার সিঙ্গার এর মঞ্চে জড়ো হন। গান গেয়ে তারা ভরিয়ে রাখেন এই মঞ্চ। সম্প্রতি সুপার সিঙ্গার এর মঞ্চে দেখা গেল টলিউডের জনপ্রিয় দুই অভিনেতার মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়ে গেছে।

আরও পড়ুন: বাবা ১৫০০ কোটি টাকার মালিক! মাদক মামলায় বেকসুর খালাস পেলেন ‘সুপুত্র’ আরিয়ান, আরিয়ানকে বেকসুর খালাস করে দিল NCB

বলিউডের জনপ্রিয় অভিনেতা দেব এবং জিৎ এর মধ্যে তর্কাতর্কি দৃশ্য হচ্ছে সুপার সিঙ্গারের মঞ্চে আর এই দৃশ্য রীতিমতো ভাইরাল হয়ে গেল। এই দিন সুপার সিঙ্গার এর মঞ্চে বলিউড ডিভা মাধুরী দীক্ষিত বিশেষ অতিথি হিসেবে এসেছিলেন, সুপার সিঙ্গার এর মঞ্চে উপস্থিত ছিলেন সঞ্চালক যিশু সেনগুপ্ত ও। এছাড়া বিচারক সনু নিগম এবং কৌশিকী চক্রবর্তীও ছিলেন, এত কজন মানুষের সামনেই রীতিমতো তর্কাতর্কি শুরু হয়ে যায় টলিউডের জনপ্রিয় এই দুই অভিনেতার। ঠিক কী নিয়ে ঝগড়া শুরু হয়েছিল এই দিন?

সুপার সিঙ্গার এর মঞ্চে দেখা যায়, দেব জিৎ কে বলেন, এই লোকটা শুধু শুধু ঝামেলা করে। এরপর জিৎ মাধুরী দীক্ষিতকে বলেন, “ যদি আপনি কোন মানুষকে বহু বছর ধরে চান আর হঠাৎ করেই যদি সেই মানুষটির সাথে আপনার দেখা হয়ে যায় তাহলে আপনি তো চাইবেন তার সাথে আপনার কিছু মুহূর্ত তৈরি হোক।” এরপর দেখা যায় দেব জিতের এই ঝামেলায় ইতি টানেন মাধুরী দীক্ষিত। তিনি জিৎ কে বলেন, আপনারা ঝামেলা থামান আমি মঞ্চে যাচ্ছি। জিৎ তখন এগিয়ে যান আর মাধুরীর দিকে হাত বাড়িয়ে তাকে মঞ্চে নিয়ে আসেন।

আরও পড়ুন: ‘হাতে কাঁচা টাকা পেতেই ফুর্তি শুরু, এই মেয়েগুলোর জন‍্য এতটুকু কষ্ট হয় না’! তিন অভিনেত্রীর মৃত্যুতে মুখ খুললেন রচনা ব্যানার্জি

তারপর সুপার সিঙ্গার সিজেন থ্রীর মঞ্চে রীতিমতো ধামাকাদার পারফরম্যান্স হয়। মাঝে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আর দুপাশে টলিউডের দুই সুপারস্টার। তারপর দেখা যায় দেব ও জিৎ দুজনের সঙ্গেই নাচছেন মাধুরী দীক্ষিত। ‘দিল তো পাগল হ্যায় দিল দিওয়ানা হ্যায়’ গানে নাচ করছেন তিনজন। প্রসঙ্গত উল্লেখ্য সুপার সিঙ্গার সিজন থ্রির ফিনালে নাইট অর্থাৎ এই এপিসোডটি আগামী ২৯ শে মে রবিবার দুপুর ১ টায় টিভির পর্দায় দেখা যাবে।

Related Articles

Back to top button