“কাছের মানুষ” এর প্রমোশনে স্ট্যান্ড আপ কমেডি করে নিজেই নিজের খিল্লি ওড়ালেন দেব – “আমার কথা অর্ধেক কথা বোঝা যায় বলে লোকে অর্ধেক সিনেমা দেখে হল থেকে বেরিয়ে আসে” এছাড়াও জিৎ কে নিয়ে তাঁর ট্রলিং হয় সে কোথাও বললেন অভিনেতা

আগামী ৩০ শে সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে প্রসেনজিৎ চ্যাটার্জি, দেব এবং ঈশা সাহা অভিনীত সিনেমা “কাছের মানুষ”। আমরা সকলেই জানি দেবের প্রোডাকশন হাউস “দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চেরস” এর তরফ থেকে এই সিনেমা আসছে। আবার আমরা এটাও জানি যে, দেবের প্রযোজনা সংস্থা। নিজের পথ চলা শুরু করেছিল একদম অভিনব পন্থায়। বাংলা সিনেমা জগতে নতুন নতুন সিনেমার ধারা শুরু করেছে এই প্রযোজনা সংস্থা। তেমনি তাঁদের নতুন সিনেমা “কাছের মানুষ” এর প্রচারের জন্যেও অবলম্বন করা হচ্ছে বিভিন্ন অভিনব পন্থার। “কাছের মানুষ” র প্রচারের জন্য এর আগে আমরা দেখেছি আমাদের টলিউডের “মিস্টার ইন্ডাস্ট্রি” নিজের জীবনের তিনটে বিয়ে নিয়ে স্ট্যান্ড আপ কমেডি করেন। এবার আমরা দেখতে পেলাম দেবও নিজের ক্যারিয়ার নিয়ে নানান রকম খিল্লি করছেন স্ট্যান্ড আপ কমিটিতে। এমনকি নিজের উচ্চারণ নিয়েও ট্রোল করছেন নিজেকেই।
স্ট্যান্ড আপ কমিটির মধ্যেই দেব জানালেন তিনি কখনও না বলতে পারেন না। যেমন প্রসেনজিৎকে ঠুকে বলেন, “এই যে সৃজিত মুখোপাধ্যায়, তুমি তো চিনবে বুম্বাদা, তোমার খুব কাছের মানুষ, ফোন করে বলল তোর জন্য একটা স্ক্রিপ্ট লিখেছি, কিন্তু ডায়লগ নেই। না করতে পারলাম না। দিদি যখন ফোন করে বলল, দেব তোমাকে এমপি হতে হবে। আমি….”
এছাড়াও নিজের উচ্চারণের কমতি নিয়ে অভিনেতা বললেন, “আমার কথা বুঝতে অসুবিধে হচ্ছে না তো?’ তারপর নিজেই বলেন, ‘জানো বুম্বাদা আমাকে নিয়ে একটা সার্ভে করা হয়েছিল, তাতে বলা হয় আমার কথা অর্ধেক কথা বোঝা যায় বলে লোকে অর্ধেক সিনেমা দেখে হল থেকে বেরিয়ে আসে। এত পরিশ্রম করার পর এত কিছু শুনতে হয়, তখন কষ্ট হয়। তবে এখন মেনে নিয়েছি। যে যত সফল তাঁকে নিয়ে তত ট্রোল হবেই।”
অভিনেতা আরো বলেন, “আমি কিন্তু কখনও নিজের প্রচারও নিজে করি না। এই যে ধরুন আমি ১৭ বছর ধরে ইন্ডাস্ট্রিতে আছি, বলেছি কাউকে। বাংলার বক্স অফিসে সবচেয়ে বড় হিট অ্যামাজন.., বলেছি কাউকে? প্রযোজক হিসেবে একটার পর একটা হিট দিয়েছি, বলেছি কাউকে? একটা সাক্ষাৎকার দেখিয়ে দাও। বহুবছর মন দিয়ে কাজ করলে না, যে কেউ করতে পারবে। জিৎ, সবাই হয়। কিন্তু দেব একটাই… কোথায় বলেছি একথা দেখিয়ে দাও! আমি আজই ইন্ডাস্ট্রি ছেড়ে দেব।’ মানে জিৎকে নিয়ে তাঁকে যে ট্রোল করা হয়, সেটাকেও টেনে আনেন। আর সবশেষে টেনে আনেন বঙ্গসম্মান নিয়ে তাঁকে যে ট্রোলের মুখে পড়তে হয় তা। বলেন, ‘আগে ছিলাম মহানায়ক, এখন বঙ্গভূষণ…”
গত বছর মহালয়ায় অভিনেতাদের ঘোষণা করে দিয়েছিলেন এই সিনেমার। আর তারপর থেকেই দর্শকদের মধ্যে বেশ একটা চাপা উত্তেজনা কাজ করছিল। আর এখন সেই উত্তেজনার আগুনে ঘি ঢেলেছে সিনেমার রিলিজ ডেট। আর এই ছবি কিরে উত্তেজনার পারদ দিন দিন তুঙ্গে উঠেই চলেছে। “মিস্টার ইন্ডাস্ট্রি” আর বর্তমানে টলিউডের মহানায়ক এই দুই সুপারস্টারকে একসাথে একপর্দায় দেখা যাবে জানতে পেরে দর্শকের উত্তেজনা একবারে ১০০%। যদিও এর আগেও এই দুজনকে একসাথে দেখতে পাওয়া গেছিল সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত “জুলফিকার” সিনেমাতে। এছাড়াও বর্তমানের চর্চিত অভিনেত্রী ঈশা সাহাকে নতুন চরিত্রে দেখতে দর্শক মুখিয়ে রয়েছেন।