গসিপ

কাছের মানুষকে হারিয়ে কান্নায় ভেঙে পড়লেন সলমন, প্রয়াত ‘সনম বেওয়াফা’ পরিচালকের মৃত্যুতে শোকোস্তব্ধ সালমান খান, কান্নায় ভেঙে পড়লেন মিডিয়ার সামনে

আবারও নক্ষত্রপতন বলিউডে। না ফেরার দেশে চলে গেলেন বর্ষীয়ান পরিচালক সাওয়ান কুমার তাক। ৯০ এর দশকে হিন্দি সিনেমা প্রেমীদের একাধিক ছবি উপহার দিয়েছিলেন প্রয়াত এই পরিচালক। তাঁর ফিল্মোগ্রাফিতে রয়েছে ‘সনম বেওয়াফা’, ‘সওতন’, ‘সাজান বিনা সুহাগন’-এর মতো ছবি। ফুসফুসের সমস্যা জনিত কারণেই কয়েকদিন আগে সাওয়ান কুমার ভর্তি হয়েছিলেন কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে। কিন্তু শেষমেষ তাকে আর রাখা গেল না হৃদরোগে আক্রান্ত হয়ে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন এই পরিচালক। পরিচালকের ভাইপো নবীন তাক কাকা সাওয়ান কুমার তাকের মৃত্যুর খবরটি দিয়েছেন।

তার পরিচালিত শেষ ছবি ‘সাওয়ান: দ্য লাভ সিজন’ মুক্তি পেয়েছিল 2006 সালে। সেই ছবিতে অভিনয় করেছিলেন সালমান খান। তবে শুধু যে তিনি ভালো পরিচালক ছিলেন তা নয়। পরিচালনার পাশাপাশি তিনি চিত্রনাট্যকার, গীতিকার এবং প্রযোজক হিসাবেও হিন্দি ছবিতে নিজের অবদান রেখে গিয়েছেন।

সালমান খানের সাথে সাওয়ান কুমার তাকের এক গভীর সম্পর্ক ছিল। প্রিয় পরিচালকের মৃত্যুতে মর্মাহত হয়েছেন ভাইজান। ‘সনম বেওয়াফা’ পরিচালকের মৃত্যুর জন্য তিনি লেখেন, ‘শান্তিতে ঘুমিও আমার প্রিয় সাওয়ানজি। আপনাকে বরাবর খুব ভালোবেসেছি আর সম্মান করেছি’।

ষাটের দশকের শেষের দিকে বলিউডে ক্যারিয়ার শুরু করেন সাওয়ান কুমার তাক। পরিচালক হিসেবে প্রথমবার তিনি ‘গোমতি কে কিনারে’ (১৯৭২) ছবির পরিচালনা করেন।

প্রয়াত এই পরিচালক সঙ্গীত পরিচালক উষা খান্নার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। কিন্তু সেই সম্পর্ক টেকেনি বেশিদিন। পরে অভিনেত্রী রাধা বারটেকের সঙ্গে তার বাগদান পর্ব হয়ে গেলেও পরবর্তীতে সে সম্পর্ক ভেঙে যায়।

Related Articles

Back to top button