‘দারুণ খবর ‘রানী রাসমণি’ অনুগামীদের জন্য! আবারো একসঙ্গে পর্দায় ফিরতে চলেছেন ‘রাসমণি’ দিতিপ্রিয়া ও ‘মা সারদা’ সন্দীপ্তা সেন

একসময় জি বাংলার একটি অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ছিল ‘করুণাময়ী রানী রাসমণি’। এই ধারাবাহিকের মাধ্যমে দর্শকদের ঘরে ঘরে পৌঁছে যেতে সক্ষম হয়েছিলেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। এবং বলা যেতে পারে এই ধারাবাহিকে অভিনয় করার পর আর পিছন ঘুরে তাকাতে হয়নি তাকে। বরং এই মুহূর্তে একের পর এক সিনেমায় কাজ করতে দেখা যাচ্ছে তাকে।
পাশাপাশি এই ধারাবাহিকের উত্তর পর্বে মা সারদার ভূমিকায় অভিনয় করেছিলেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী সন্দীপ্তা সেন। যদিও সে সময় ধারাবাহিকের জনপ্রিয়তা আগের থেকে অনেকটাই কমে গিয়েছিল তবে তার অভিনয়ে মনে দাগ কেটে গিয়েছিল অনুগামীদের। তবে এবার দারুন সুখবর শোনার গেল ‘করুণাময়ী রানী রাসমণি’ ধারাবাহিকের অনুগামীদের জন্য। জানা গিয়েছে আবারো একইসঙ্গে একটি ওয়েব সিরিজে কাজ করতে চলেছেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায় এবং অভিনেত্রী সন্দীপ্তা সেন।
প্রসঙ্গত ছোটপর্দায় কাজ শেষ করার পর একের পর এক সিনেমা এবং ওয়েব সিরিজে কাজ করতে দেখা গিয়েছিল অভিনেত্রী দিতিপ্রিয়া রায়কে। অপরদিকে অভিনেত্রী সন্দীপ্তা সেন কাজ করে ফেলেছেন পরিচালক অঞ্জন দত্তের সঙ্গে। তাই এবার তাদেরকে একসঙ্গে ওয়েব সিরিজে কাজ করতে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তার অনুগামীরা।