গসিপ

ফুটপাত থেকে তুলে এনে দিয়েছিলেন সন্তানের স্বীকৃতি, মিঠুনের মেয়ের রূপে মুগ্ধ গোটা বলিউড, মিঠুনের কুড়িয়ে পাওয়া কন্যা দিশানি খুব শীঘ্রই বলিউডে পা দিতে চলেছে!

টলিউড বলিউডের জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তীকে সকলেই এক নামে চেনেন। ডিস্কো ড্যান্সার নামে পরিচিত মিঠুন চক্রবর্তী গুরু, মহাগুরু, চিতা, এমএলএ ফাটাকেষ্ট, মিনিস্টার ফাটাকেষ্ট-র মতো একাধিকবার বাংলা চলচ্চিত্রে নায়কের ভূমিকায় অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছেন। একসময় তিনি ডান্স বাংলা ডান্সের বিচারকের আসনে ছিলেন, তখন তাকে এমজি বলা হত। পরবর্তীতে তিনি রাজনীতিতে যোগ দেন এবং একসময় রাজ্যসভার সদস্য ছিলেন। বর্তমানে তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। তবে রাজনৈতিক ব্যক্তিত্বের থেকেও অভিনেতা হিসেবে মিঠুনের জীবন‌ই বেশি আলোচিত হয়। আজও অভিনেতা মিঠুন চক্রবর্তীর অন্দরমহল এর খবর জানতে জনসাধারণের মধ্যে কৌতূহল চোখে পড়ে।

আরও পড়ুন: সারেগামাপার মঞ্চে বিস্ময়কর ৭ বছরের বালক! ছোট্ট স্বর্ণাভর গলায় অসাধারন গান শুনে মুগ্ধ বিচারকেরা, পা ছুঁয়ে নমস্কার করলেন পণ্ডিত অজয় চক্রবর্তী, তুমুল ভাইরাল ভিডিও

মিঠুনের স্ত্রী যোগিতা বালি‌ও একজন বলিউডের নামকরা অভিনেত্রী। তাদের চার সন্তান- রিমোহ, নামসী,মিমোহ,দিশানী। এই চারজনের মধ্যে এখন অবধি পাকাপাকিভাবে কেউ বলিউডে জায়গা করে নিতে পারেনি। যদিও মিঠুন পুত্র মিমো যথেষ্ট স্ট্রাগল করছে বলিউডে নিজেকে প্রতিষ্ঠিত করবার জন্য। মিঠুন কন্যা দিশানিও প্রায়ই খবরের শিরোনামে চলে আসেন তবে সেটা তার ফ্যাশন আর স্টাইল সেন্স এর জন্য।

দিশানীর অসাধারণ লুক প্রায়ই দেখা যায় সোশ্যাল মিডিয়ায় আর এই অসাধারণ লুকের জন্যই দিশানি সংবাদপত্রের শিরোনামে স্থান অধিকার করে নিয়েছেন। ইনস্ট্রাগ্রামেও তার অনুরাগী সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে। তবে অনেকেই জানেননা দিশানির জন্ম রহস্য সম্পর্কে! হ্যাঁ দিশানি হল মিঠুন এবং যোগিতা বালির দত্তক কন্যা। দিশানির সাথে মিঠুনের পরিবারের কোনরকম রক্তের সম্পর্ক নেই। একবার কলকাতার একটি পরিত্যাক্ত এলাকায় দিশানি কে কুড়িয়ে পেয়েছিলেন মিঠুন চক্রবর্তী। তারপর তিনি দিশানি কে নিজেদের বাড়িতে নিয়ে যান এবং তাকে সন্তানস্নেহে বড় করেন। মিঠুনের তিন ছেলে তাকে ছোট বোনের মত স্নেহ করে।

আরও পড়ুন: নীল ভট্টাচার্য ৭০ জন দু্ঃস্থ শিশুর সাথে পালন করবেন জন্মদিন! স্বামীর জন্মদিনে লক্ষ লক্ষ টাকার আইফোন ১৩ উপহার দিলেন তৃণা

বর্তমানে দিশানি ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলস অ্যাকাডেমি তে পড়াশোনা করছেন। ভবিষ্যতে তিনিও তার বাবা , মায়ের মতো বলিউডে কাজ করতে চান। একটি বিশেষ সূত্রে পাওয়া খবর অনুযায়ী মিঠুন কন্যা দিশানি খুব শীঘ্রই বলিউডে ডেবিউ করতে চলেছেন। বলিউডে পা দেওয়ার আগেই জনসংযোগ বজায় রাখার ক্ষেত্রে সব সময় তৎপর দেখা যায় দিশানি কে। তার ভক্ত-অনুরাগীদের সাথে সব সময় তিনি নানান রকম ছবি পোস্ট করেন‌ আর তার অনুরাগীরা ও তার সেই সমস্ত ছবি দেখে মুগ্ধ হয়ে যান। তার ফ্যাশন সেন্স নিয়ে রীতিমতো তিনি চর্চিত হন সব সময়।

প্রসঙ্গত উল্লেখ্য, গ্ল্যামার এর দিক থেকে কোন অংশেই তিনি বলিউড নায়িকাদের থেকে কম নন, বলিউডে পা রাখার আগেই দেশে-বিদেশে তার অসংখ্য ফ্যান ফলোয়ার্স তৈরি হয়ে গিয়েছে। এখন বড় পর্দায় তার প্রথম কাজ কতটা সফল হয় সেটাই দেখার!

Related Articles

Back to top button