গসিপ

বং ক্রাশ ঋত্বিক চক্রবর্তীর মনের মানুষ কে? লক্ষ লক্ষ মহিলা ভক্তের মন চুরি করা অভিনেতার স্ত্রীও জনপ্রিয় অভিনেত্রী!

যে সকল অভিনেতা-অভিনেত্রীরা জনপ্রিয় হন তাদের ব্যক্তিগত বিষয়ে জানবার জন্য সব সময় দর্শকদের মধ্যে অনুরাগীদের মধ্যে একটা উৎসাহ এবং কৌতূহল বর্তমান থাকে, ঋত্বিক চক্রবর্তীকে নিয়েও অনুরাগীদের মধ্যে সেই উন্মাদনা লক্ষ্য করা যায়। বর্তমানে টলিউডের প্রথম সারির অভিনেতাদের মধ্যে একজন হলেন ঋত্বিক চক্রবর্তী। ভিন্ন ধারার ছবিতে অভিনয় করে তিনি জনপ্রিয়তা অর্জন করেছেন বারংবার। দীর্ঘদিন থিয়েটার করার পর ২০০৮ সালে ক্রস কানেকশন ছবির মধ্য দিয়ে টলিউডের জগতে পা রাখেন ঋত্বিক। এই ছবির মধ্য দিয়ে তিনি প্রমাণ করে দেন যদি অভিনয় দক্ষতা থাকে তাহলে সিক্স প্যাক না থাকলেও দর্শকদের মন জয় করা সম্ভব।

আরও পড়ুন: ‘দুই পায়ে লাফিয়ে লাফিয়ে স্কুলে যাবে’ বিহারের প্রতিবন্ধী মেয়েকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সোনু!

পরবর্তীতে টলিউডের ভিন্নধারার ছবিতে অভিনয় করে বাংলা চলচ্চিত্রকে অন্য মাত্রায় পৌঁছে দেন এই অভিনেতা। নাগরকীর্তন, শব্দ, ভিঞ্চি দা, পরিণীতা, ছায়া ও ছবি- প্রতিটি ছবিতেই ফুটে ওঠে ঋত্বিকের অনবদ্য অভিনয় দক্ষতা। কাজের দৌলতে ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে তার ফ্যান ফলোয়ার্স, বর্তমানে দেশে বিদেশে অসংখ্য ভক্ত তার, যাদের মধ্যে মহিলা ভক্তের সংখ্যায় বেশি। ঋত্বিক চক্রবর্তী কর্মজীবনের সাথে সাথে ব্যক্তিগত জীবনেও সুখী একজন মানুষ। তিনি টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কে জীবনসঙ্গী হিসেবে পেয়েছেন। এখানে আকাশ নীল, কোজাগরী ধারাবাহিক খ্যাত অভিনেত্রী অপরাজিতা ঘোষ কে বিয়ে করেছেন অভিনেতা। ২০১১ তে বিয়ে করেছেন তারা, তাদের এক ছেলেও আছে। তাদের ছেলের ডাক নাম পান্তা।

সোশ্যাল মিডিয়াতে লক্ষ লক্ষ অনুগামী থাকলেও সেভাবে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকেন না অভিনেতা। ঋত্বিক আসলে পরিবারের সাথে নিজের সময় কাটাতে বেশি পছন্দ করেন। মাঝে মধ্যেই তিনি তার ব্যক্তিগত জীবনের কিছু দৃশ্য কিছু মুহূর্ত তুলে ধরেন সোশ্যাল মিডিয়ায় নানান রকম ছবি ও ভিডিও শেয়ার করার মাধ্যমে। সম্প্রতি যেমন স্ত্রীকে নিয়ে একটি সমুদ্র তটে বেড়াতে গিয়েছেন অভিনেতা এবং নিজের ইনস্টাগ্রামে তার কিছু ঝলক তুলে ধরেছেন।

আরও পড়ুন: উচ্ছেবাবু আদৃতের জন্মদিন কাটলো ভক্তের আনা পায়েস ও পুজোর প্রসাদ খেয়ে! ভক্তদের ভিড়ে মিঠাইয়ের সিড!

অপরাজিতা ঘোষ‌ও ছোট পর্দার সাথে সাথে বড়পর্দাতেও কাজ করেছেন। তবে কুসুম দোলা ধারাবাহিকের পর দীর্ঘ চার বছর তাকে ছোটপর্দায় দেখা যায়নি, শোনা যাচ্ছে আবার ও লীনা গাঙ্গুলীর হাত ধরে দীর্ঘ চার বছর পর ছোট পর্দায় দেখা যাবে অপরাজিতা ঘোষ কে। ধারাবাহিকের মুখ্য চরিত্রে থাকবেন সোনামণি সাহা ও সপ্তর্ষি মল্লিক আর দ্বিতীয় মুখ্য চরিত্রে থাকবেন অপরাজিতা ঘোষ। তবে কুসুম দোলার মতো এখানে অপরাজিতার চরিত্রটি নেতিবাচক না ইতিবাচক তা এখনো জানা যায়নি।

Related Articles

Back to top button