রোমান্টিক গায়ক কেকের জীবনে এসেছিলো একাধিক প্রেম! রইলো তার জীবনের গোপন অজানা কিছু তথ্য

গতকাল মারা গিয়েছেন বলিউড জগতের অন্যতম জনপ্রিয় গায়ক কে কে। তার মৃত্যু শোকস্তব্ধ করে দিয়েছে সকলকে। কলকাতার নজরুল মঞ্চে শো করতে এসে কয়েকটি গান গাওয়ার পর অসুস্থ হয়ে পড়েন তিনি, এরপর প্রথমে হোটেল এবং পরে হোটেল থেকে হাসপাতালে নিয়ে গিয়েও বাঁচানো যায়নি কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কে কে-কে। তার মৃত্যুর খবর জানাজানি হওয়ার পর ক্রমশ মৃত্যুর রহস্য দানা বাঁধতে শুরু করে। মাত্র ৫৩ বছর বয়সে তাঁর মৃত্যু নিঃসন্দেহে দুঃখজনক, এই মৃত্যু সংগীত জগতে এক বিরাট বড় শূন্যস্থান তৈরি করেছে, যা কোনদিনই পূরণ হওয়ার নয়। কারণ কে কে-র দরাজ গলা আর কন্ঠ ঈশ্বরের আশীর্বাদ বলেই মনে করেন সংগীতজগতের দিকপালরা। চলুন আজ জেনে নিই তার ব্যক্তিগত জীবন সম্পর্কে কিছু অজানা তথ্য।
রোমান্টিক গায়ক কেকে ছোট থেকেই সংগীতের প্রতি অত্যন্ত অনুরাগী ছিলেন। সঙ্গীত ছিল তার নেশা। এই নেশাকে পেশায় পরিণত করতে অনেক স্ট্রাগল করতে হয়েছিল তাকে। তবুও থেমে থাকেননি তিনি। এরপর তার গাওয়া রোমান্টিক গানে ঘুম হারিয়েছেন সদ্য প্রেমে পড়া যুবক-যুবতী। তার গান গেয়ে কত প্রেমিক তার প্রেমিকাকে প্রেম নিবেদন করেছেন কিন্তু যার গলায় এত সুর ছিল তার প্রেমের জীবন কেমন ছিল? শোনা যায়, ব্যক্তিগত জীবনে কেকের ও প্রেমিকার অভাব ছিল না।
এক নয়, একাধিক প্রেম এসেছিল তার জীবনে। যদিও সেভাবে কোনদিনই ব্যক্তিগত সম্পর্ক গুলির বিষয়ে প্রকাশ্যে মুখ খোলেননি কে কে। একাধিক সম্পর্কে জড়ালেও কেকে বিয়ে করেন জ্যোতিকে। বর্তমানে তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তার ছেলের নাম নকুল কৃষ্ণা কুন্নাথ ও তার মেয়ের নাম তামান্না। ছেলেমেয়েকে নিয়ে সুখের সংসার ছিল কেকের, সেই সংসার থেকে আচমকাই বিদায় নিলেন তিনি, তার পরিবারকে শোকাহত করে চলে গেলেন না ফেরার দেশে! তার মৃত্যুতে সংগীতজগতের জিৎ গাঙ্গুলী থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রত্যেককেই শোক জ্ঞাপন করেছেন।
প্রসঙ্গত উল্লেখ্য, কে কে র মৃত্যুর পর নজরুল মঞ্চের কতৃপক্ষের গাফিলতির দিকেই সকলে নিশানা করছেন। কে কে র লাস্ট লাইভ শো তে আসন সংখ্যার অতিরিক্ত মানুষের উপস্থিতি, এসি মেশিনের ঠিকমতো কাজ না করা, গরমের মধ্যে ঘামতে ঘামতে কেকের পারফরম্যান্স করা এবং সর্বোপরি একটি ভিডিওতে দাবি করা হয় যে অগ্নিনির্বাপক যন্ত্র খুলে দেওয়া হয়েছিল, যার থেকে নির্গত কার্বন ডাই অক্সাইড গ্যাসের প্রভাবই অকালপ্রয়াণ ডেকে আনে গায়কের।