‘ডক্টর স্ট্রেঞ্জ’ একসময় চাকরি করতেন আমাদের বাংলাতেই! অবিশ্বাস্য হলেও এমন কথা ফাঁস করেছেন খোদ Benedict Cumberbatch

সারা বিশ্বকে আজ বিভিন্ন জাদুকরী শক্তি এবং রহস্য থেকে বাঁচানো যার ওপর দায়িত্ব বর্তেছে সেই ‘ডক্টর স্ট্রেঞ্জ’ একসময়ের আমাদের বাংলার বাসিন্দা ছিলেন! অবাক লাগছে তো শুনে। কিন্তু খোদ Benedict Cumberbatch এই কথা নিজে মুখেই স্বীকার করে নিয়েছেন।। কিছুদিন আগে এক সাক্ষাৎকারে এই কথা নিজে মুখেই তিনি জানিয়েছেন। ভারতের সাথে তাঁর সম্পর্ক যে বহুদিন আগে থেকেই সেই কথাও স্পষ্ট জানিয়েছেন তিনি। Benedict Cumberbatch একসময় ছোট থাকাকালীন ভারতে এসেছিলেন , যেই সময় তিনি ভারতের সংস্কৃতি, বৈচিত্র্য দেখে একেবারে মুগ্ধ হয়ে গিয়েছিলেন।
Benedict Cumberbatch ভারতে আসা প্রসঙ্গে আরও জানিয়েছেন, আমি তখন সবে স্কুল শেষ করেছি। হঠাৎ মনে হয়েছিল আমার বিশ্বকে চেনা উচিত। সেই কারণেই এক বছর পড়াশোনা থেকে বিরতি নিয়েছিলাম। তারপরেই একেবারে ব্যাগ গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়েছিলাম। পুরনো স্মৃতিকে রোমন্থন করে তিনি আরো জানিয়েছেন, তিনি বহু দেশ ঘুরলেও একমাত্র ভারত ভ্রমণ করতে আসার পর তিনি ভারতের সমস্ত কিছু দেখে একেবারে মুগ্ধ হয়ে গিয়েছিলেন। দার্জিলিং জায়গাটির কথা তাঁর মুখ থেকে শোনা যায় যেখানকার একটি মনেস্ট্রিতে তিনি পড়াতেন।
‘ডক্টর স্ট্রেঞ্জ’ ছবির বিখ্যাত এই অভিনেতা আরও জানিয়েছেন, তিনি ভারতে আসার জন্য এখনও আগ্রহী রয়েছেন। তার কারণ হলো, MCU তে তিনি একজন বলিউডের অভিনেতার অপেক্ষায় রয়েছেন। বলিউড থেকে কোনো তারকা যদি কাজ করে তিনি তাঁর বাড়িতে থাকার ইচ্ছা পর্যন্ত প্রকাশ করেছেন। তবে তিনি বলিউডের কোনো হিরোর বাড়িতে থাকতে চান সেই নিয়েও খোলসা করে জানিয়েছেন, তিনি বলিউডের শাহরুখ খানের সাথে থাকতে চান। একসাথে তিনি কাজও করতে চান।তাঁর মতে, মার্ভেল সুপার হিরো একমাত্র শাহরুখ খান হতে পারবেন। মন্নতে থাকার জন্য তাঁর মনের ইচ্ছা প্রকাশ করেছেন অভিনেতা।
আরও পড়ুন: বাদাম কাকুর স্বপ্ন পূরণ হলো অবশেষে! আনন্দে আত্মহারা ভুবন কাকু
শুক্রবার রিলিজ করেছে, Doctor Strange in the Multiverse of Madness। অগ্রিম বুকিং এর ক্ষেত্রে ভারত ইতিমধ্যেই প্রায় ৩০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। কলকাতার বিভিন্ন হল গুলিতে খোঁজ নিয়ে জানা গিয়েছে, ভোরের শো গুলি অনেক প্রেক্ষাগৃহে একেবারে হাউজফুল হয়ে গিয়েছে। তার থেকে আন্দাজ করা যায় ছবি কতোটা বাজার করতে চলেছে ভারতে। আর তারই মাঝে অভিনেতার ভারতের প্রতি এত তীব্র টানের কথা সামনে এসেছে।