গসিপ

এবার কি তবে সৌরভ গাঙ্গুলি রাজনীতিতে যোগ দিতে চলেছেন? ডোনার মন্তব্য যেনো সেই সম্ভাবনাকেই উসকে দিয়েছে অনুরাগীদের মনে

মহারাজা অর্থাৎ সৌরভ গাঙ্গুলিকে নিয়ে একাধিকবার রাজনীতিকে টেনে নানা জল্পনা শোনা গিয়েছে। বহুবার দাদার বিজেপিতে যোগদান প্রসঙ্গ সত্যি হতে চলেছে এই বার্তা নিয়ে চলেছে জোর আলোচনা। তবে এখনও পর্যন্ত দাদা সেই জল্পনাকে একবারের জন্যও সত্যি হতে দেননি উল্টে সবার সব আলোচনায় জল ঢেলেছেন। তিনি যে কোনো রাজনৈতিক দলকে নিয়েই মারামারি করেন না উলটে সুসম্পর্ক বজায় রাখেন সবার সাথেই সেই কথাই বারবার সামনে এসেছে। সেই রাজনীতির জল্পনা যেনো ফের উসকে দিল , দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের তাঁর দলবল নিয়ে সৌরভ গাঙ্গুলির বাড়িতে নৈশভোজ সারতে আসার প্রসঙ্গ। শুরু হয়েছে তীব্র জল্পনা। অনেকেই ভেবেই নিয়েছেন, দাদা তাহলে এবার সত্যি সত্যিই গেরুয়া শিবিরে যোগদান করতে চলেছেন!

আরও পড়ুন: ভিকি ক্যাটের খুল্লামখুল্লা রোমান্স! সুইমিংপুলে মনোকিনি পরেই রোমান্স শুরু করলেন ক্যাটরিনা! ভাইরাল ছবি

বাংলায় সফর করতে এসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর সাথে এদিন সাথ দিতে হাজির হয়েছিলেন, রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ও সর্বভারতীয় বিজেপির আইটি সেলের দায়িত্বপ্রাপ্ত নেতা অমিত মালব্ সহ আরো অনেকেই। বাংলায় সফর সম্পন্ন করে, অমিত শাহ হাজির হয়েছিলেন,সৌরভ গাঙ্গুলির বাড়িতে রাতের খাবারের জন্য। আর এই ঘটনাই যেনো আগুনের মত ছড়িয়ে পড়েছে চারিদিকে। সাথে সাথে হাজারো প্রশ্ন জাগিয়েছে সবার মনে। , এবার কি তবে সবার প্রিয় দাদা শেষ পর্যন্ত যোগ দিয়েই ফেললেন বিজেপিতে?

বাড়িতে অমিত শাহকে অভ্যর্থনা জানাতে, ডোনা রান্না করেছিলেন একাধিক নিরামিষ পদ। শেষ পাতে আবার মিষ্টি দই এবং রসগোল্লা ছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সৌরভকে বলেছিলেন, অমিত শাহকে মিষ্টি দই, রসগোল্লা খাওয়ানোর জন্য। সেইভাবেই দিদির কথামত শেষ পাতে ছিল মিষ্টি দই এর মিষ্টি। তবে এদিন মহারাজের রাজনীতিতে আসার প্রসঙ্গ সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে ডোনা জানিয়েছেন, “জল্পনা সত্যি হলে হবে। আমার মনে হয সৌরভ যদি সত্যিই রাজনীতিতে আসে তাহলে মানুষের জন্য অনেক ভাল কাজ করতে পারবে৷ এখনও অনেক কাজই করে৷”

আরও পড়ুন: রাহুলের সঙ্গে সম্পর্কের সমীকরণ ঠিক কি ছিল প্রেম নাকি শুধুই বন্ধুত্ব? মুখ খুললেন অভিনেত্রী সন্দীপ্তা

অন্যদিকে মহারাজা অবশ্য অন্য দাবি করেছেন। তিনি জানিয়েছেন, সৌজন্যতা রক্ষার জন্যই অমিত শাহ হাজির হয়েছিলেন, এর বাইরে অন্য কোনো উদ্যেশ্য ছিল না। বিসিসিআইতে তিনি এবং অমিত শাহের ছেলে জয় একসাথেই কাজ করে থাকেন সেই সুবাদেই ভালো সম্পর্ক বজায় রয়েছে। ফের সেই প্রশ্ন থেকেই গেলো, দাদার রাজনীতিতে আসা প্রসঙ্গে!

Related Articles

Back to top button