গসিপ

“ক্রিকেটার থেকে শুরু করে ‘দাদাগিরি’র সঞ্চালক, সবেতেই সৌরভ এক নম্বর”- সৌরভকে নিয়ে অকপট ডোনা গাঙ্গুলি

সম্প্রতি প্রাক্তন ক্রিকেটার তথা বর্তমান বিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির স্ত্রী ডোনা গাঙ্গুলি এক প্রথম সারির সংবাদমাধ্যমের কাছে মুখ খুলেছিলেন। তাঁকে জানতে চাওয়া হয়েছিল, দীক্ষামঞ্জরী’র অনুষ্ঠান প্রসঙ্গে যে আলোচনা চলছে সেই নিয়ে, তিনি সেখানে যে আঙ্গিকে ফুটিয়ে তোলার চেষ্টা হয়েছে সেই বিষয়কে বোঝাতে চেয়েছেন। ‘মায়ার খেলা’ কে রবীন্দ্রনাথ ঠাকুরের অনুকরণে দেখানোর চেষ্টা করেছিলেন বলে জানিয়েছেন। করোনা পরিস্থিতির কারণে কাজের অবস্থা কি অবনতি হয়েছিল সেই প্রসঙ্গে বলতে গিয়ে ডোনা গাঙ্গুলি মুখ খুলেছেন, করোনা পরিস্থিতিতে কাজের সংখ্যা কমলেও একেবারে কমে যায়নি। তিনি ভুবনেশ্বরে, দার্জিলিং এই জায়গা গুলিতে অনুষ্ঠানের সাথে সাথে পুজো চলাকালীন লন্ডনে ভার্চুয়ালি অনুষ্ঠান করেছেন বলেও জানিয়েছেন।

আরও পড়ুন: কথা দিয়ে কথা রাখেননি পরিচালক-অভিনেতা অঞ্জন দত্ত, আইনি নোটিশ জারি প্রযোজক রানা সরকারের!

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে তাঁর কাজ কতদূর এগোবে এই প্রশ্নের উত্তরে সৌরভ ঘরণী জানিয়েছেন, রাবীন্দ্রিক ঘরানার সাথে ওড়িশি নাচের এক যোগ সাদৃশ্য রয়েছে তাই অনুশীলনের মাধ্যমে তাঁরা রবি ঠাকুরকেই অনুশীলন করতে চান ভবিষ্যতে। তবে সেক্ষেত্রে কিছু নিজস্বতা যোগ করে অন্যমাত্রা দিতে চেয়েছেন সাজের ক্ষেত্রে। তবে সৌরভ গাঙ্গুলির স্ত্রী হয়ে তাঁকে আলাদা করে কি কি অসুবিধের সম্মুখীন হতে হয়েছে সেই প্রসঙ্গে বলতে গিয়ে ডোনা গাঙ্গুলি জানিয়েছেন, একইসাথে ভালো খারাপ দুটি দিকই রয়েছে। অনেকের থেকে শুনতে হয়েছে তাঁর অধিক কাজ পাওয়ার একমাত্র কারণ তিনি সৌরভ গাঙ্গুলির স্ত্রী। তবে তাঁর যে নিজস্বতা রয়েছে একথা তিনি জানিয়েছেন তাঁর নাচ না দেখলে কেউ বিশ্বাস করতে পারবে না।

সদ্য যাওয়া ২৫ বছরের বিবাহ বার্ষিকী নিয়ে জানিয়েছেন দুজন মানুষ ভিন্ন পেশায় রয়েছেন কিন্তু ভিন্ন পেশা থাকা সত্বেও দুজনের রসায়নে যে যথেষ্ট সহাবস্থান রয়েছে এই কথা তিনি স্বীকার করে নিয়েছেন। অন্যদিকে মেয়ে সানার প্রসঙ্গ নিয়ে জানিয়েছেন , সে মা বা বাবা কারোর পেশার প্রতি খুব একটা আকর্ষণ অনুভব করে না। তার থেকে বেশি পড়াশোনা নিয়ে সময় কাটাতে অধিক ভালোবাসে। বর্তমানে মেয়ে লন্ডনে অর্থনীতি নিয়ে পড়াশোনা করছে। মহারাজের রাজনীতিতে আসার প্রসঙ্গ ক্রমে ডোনা জানিয়েছেন, তিনি সবক্ষেত্রেই সবসময় প্রথম স্থান অধিকার করে নিয়েছেন। তাই এক্ষেত্রেও তিনি সুবিবেচক ন্যায় সিদ্ধান্ত নেবেন।

আরও পড়ুন: মাত্র বারো দিনের পুত্র সন্তানকে ছেড়ে কাজে ফিরতে অনেক কেঁদেছেন ভারতী! পাপারাৎজিদের সামনে জানালেন সেকথা

এছাড়াও টুকিটাকি আরও বহু প্রসঙ্গ দাদা সৌরভ গাঙ্গুলির শরীর স্বাস্থ্যের সম্পর্কে জানিয়েছেন রোগটা বংশানুক্রমিক। এছাড়াও নাচ কে কেউ পেশা হিসেবে গ্রহণ করলে ডোনা গাঙ্গুলির মতে শিল্পকে যথাযথ ভাবে ভালোবেসে তবেই এগোনো দরকার আর সেখানে সাফল্য লুকিয়ে থাকে।

Related Articles

Back to top button