‘ডোনার ছবিটা অসম্পূর্ণ! সৌরভ গাঙ্গুলীর পাশে বসলেই ছবিটা সম্পূর্ণ হবে’ বিদেশে ল্যাম্বারগিনিতে ডোনাকে একাকী দেখে বললেন ভক্তরা

সবার খুব প্রিয় সৌরভ গাঙ্গুলী। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক হওয়ার সাথে সাথে তিনি দাদাগিরির দাদাও। সকলের অন্তরে তার জায়গা তিনি মহারাজ। সৌরভ গাঙ্গুলী লন্ডনের রয়েল ফেস্টিভ্যাল হলে নিজের দলকে নিয়ে খুব শীঘ্রই অনুষ্ঠান করবেন বলে জানা যাচ্ছে। সস্ত্রীক সেখানে তিনি যাবেন, এছাড়া সৌরভ গাঙ্গুলীর মেয়ের ডোনা তো পড়াশোনার জন্য আগে থেকেই লন্ডনে আছেন।
মেয়েকে অত্যন্ত ভালবাসেন সৌরভ গাঙ্গুলী তাই মেয়েকে তিনি একা বিদেশে ছাড়তে পারেনি সেখানে ডোনাও রয়েছেন। লন্ডন থেকে প্রায়ই ডোনা ছবি পোস্ট করেন তার অনুরাগীদের উদ্দেশ্যে, সম্প্রতি এরকম একটি ছবি আবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ডোনা। এই দিন ডোনা একটি ছবি পোস্ট করেছেন যেখানে দেখা যায় হলুদ রঙের একটি আধুনিক ল্যাম্বরগিনি গাড়িতে তিনি বসে আছেন। ক্যাপশনে ডোনা লিখেছেন, ‘ল্যাম্বরগিনি’। নিজের স্মার্ট লুক ক্যারি করছেন ছবিতে ডোনা।
ব্লু কালারের চুড়িদার আর হোয়াইট কালারের প্যান্ট তার সাথে চেক চেক কালারের একটি ওড়না, চোখে তার চির পরিচিত চশমা। ডোনা কে এই লুকে দেখে যথেষ্ট সুন্দর লাগছে। ডোনা গাঙ্গুলীর এই ছবি দেখে ইতিমধ্যেই প্রচুর মানুষ লাইক করেছেন। প্রচুর মানুষ তাদের ভালো লাগার কথা জানিয়েছেন এবং কমেন্ট করেছেন। অনেকে আবার লিখেছেন ছবিটা অসম্পূর্ণ। ছবিটা তখনই সম্পূর্ণ হবে যখন ডোনার পাশের সিটটাই আমাদের মহারাজ সৌরভ গাঙ্গুলী বসে গাড়ি চালাবেন। তখন তাদের মনটাও ভরে যাবে আনন্দে যদিও অনুরাগীদের এই প্রশ্নে কোন উত্তর দেননি ডোনা তবু ভক্তরা দুজনকে একসাথে দেখার আশায় বসে আছেন।
View this post on Instagram