গসিপ

ইলন মাস্ক দীপিকাকে কি প্রস্তাব দিয়েছিলেন জানেন? তার উত্তরে বলিউড কুইন কি জবাব দিয়েছিলেন!

বর্তমানে মাইক্রোব্লগিং সাইট টুইটারের নতুন মালিক হয়েছেন ইলন মাস্ক। এই নিয়েই গোটা সোশ্যাল মিডিয়া একেবারে উত্তাল হয়ে রয়েছে। বিশ্বের সবথেকে ধনী ব্যক্তি হিসেবে তিনি এর আগেও বহুবার আলোচিত হয়েছেন। এবার ইলন মাস্ক ঘোষণা করেছেন তিনি ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কেনার কথা ঘোষণা করেছেন। আর সাথে সাথেই সমাজ মাধ্যমে আগুনের মত ছড়িয়ে পড়েছে এই খবর। ইলনের টুইটারের একার আধিপত্য বিস্তারের ঘটনা যেনো সবার মধ্যে আলোচনার একমাত্র বিষয়বস্তু হয়ে উঠেছে। ব্যবসা ও মহাকাশ নিয়ে ইতিমধ্যেই আগেও অনেকবার ইলন মাস্ককে আগ্রহ দেখাতে দেখা গিয়েছে। তা নিয়ে কম চর্চা হয়নি এর আগে। তবে এবার বলিউড নিয়ে তাঁকে আগ্রহ দেখানোর কথা সামনে এসেছে।

আরও পড়ুন: ‘তুমি যেভাবে কোলে নিয়েছ বাচ্চাকে, তা কিন্তু খুব মারাত্মক’! মেয়েকে নিয়ে ভিডিও বানাতে গিয়ে এবার নেটপাড়ার রোষের মুখে পড়লেন দেবিনা বন্দ্যোপাধ্যায়

তবে ইলনের মতো ব্যক্তি যদি বলিউড নিয়ে চর্চা করেন তাহলে সেই কথা নিয়ে তো আলোচনা হবেই মানুষের মধ্যে। বলিউডের ছবি নিয়ে একবার এই ইলন মাস্কের টুইট ঘিরে প্রচুর আলোচনা হয়েছিল। কিছু বছর আগে ইলন মাস্ক একবার দীপিকা পাডুকোন, প্রিয়াঙ্কা চোপড়া, রণবীর সিং অভিনীত ছবি ‘বাজিরাও মস্তানি ‘ ছবি নিয়ে একটি টুইট করেছিলেন। এই ছবিতে একটি গান ছিল ইলহারি , সেই গানের রণবীরের একটি gif নিয়ে শেয়ার করেছিলেন তার সাথে সাথে ইউটিউব থেকে একটি লিংক শেয়ার করেছিলেন তিনি তবে সেই লিংকটি ছিল দীপিকার দিওয়ানি মস্তানি গানের। বাজিরাও মস্তানি লিখে তিনি সেখানে হার্ট ইমোজী যোগ করে পোস্ট করেছিলেন।

তবে পরবর্তী সময় এই টুইট খুব ভাইরাল হয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। এমনকি দর্শকরা এও আগেভাগে অনুমান করে ফেলেছিলেন যে ইলন মাস্ক বলিউড ছবি নিয়ে আগ্রহ দেখানোর মানে হলো তিনি হয়তো এবার বলিউডের ছবিতে বিনিয়োগ করবেন।যেহেতু তিনি বলিউড নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন। তবে ছবির নায়ক ও নায়িকা, রণবীর , দীপিকা ইলনের পোস্টকে উপেক্ষা করতে পারেননি ।

আরও পড়ুন: ছোট থেকে অভিনয় করবার জন্য স্কুলে কেউ মিশতো না এনা সাহার সাথে, আক্ষেপ অভিনেত্রীর

রণবীর সিং পছন্দ করেছেন এই পোস্টটি কে। সাথে সাথে আবার দীপিকা ইলনের এই পোস্টটি রিটুইট করে সাথে একটি হ্যান্ডশেক ইমোজি দিয়ে পোস্ট করেছেন। এই পোস্টটি সেইসময় সারা বিশ্বে আলোচনার বিষয় হয়েছিল। মানুষ জন খুব খুশি হয়েছিলেন তাঁর এই পোস্ট দেখে। ২০১৫ সালে মুক্তি পায় সঞ্চয় বনশালী পরিচালিত ছবিটি। ছবিটি ব্যাপক হিট হয়েছিল।

Related Articles

Back to top button