গসিপ

‘Hoichoi এর কন্টেন্ট দেখলে প;র্ন মনে হয়, বাড়িতে চালানো যায়না’! ওয়েব প্লাটফর্ম ‘Hoichoi’ নিয়ে অভিনেতা অভিষেক চ্যাটার্জী করেছিলেন বিস্ফোরক মন্তব্য, ভাইরাল ভিডিও

টলিউডের জনপ্রিয় নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমন কোন দর্শক নেই যারা চেনেন না তাঁকে। বা তাঁর কাজ দেখেননি। তাঁর মৃত্যুর কয়েক মাস আগেও এই অভিনেতার কিছু মন্তব্য কে ঘিরে তুমুল চাঞ্চল্য ছড়ায়। বাংলার জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম “হইচই” কে তিনি বলেন “পর্ন ওয়েবসাইট”। অভিষেকের হঠাৎ মৃত্যুতে তাঁর এসব মন্তব্য কে ঘিরে আবারো একবার জটিলতার সৃষ্টি হয়।

একসময়ের টলিউডের প্রথম সারির অভিনেতাদের মধ্যে একজন তিনি। টলিউডে তিনি পদার্পণ করেন তরুণ মজুমদারের “পথভোলা” সিনেমার হাত ধরে। তারপর দিয়ে গেছেন একের পর এক হিটস। কাজ করেছেন সন্ধ্যা রায়, প্রসেনজিৎ চ্যাটার্জি, তাপস পাল, এবং উৎপল দত্তের মতো তাবড় তাবড় অভিনেতা-অভিনেত্রীদের সাথে। তবে বর্তমানের ডিজিটাল দুনিয়ার সাথে নিজেকে মানিয়ে নিতে পারেননি অভিষেক। পরবর্তীকালে অনেকগুলি অপশন থাকার পরেও অভিনয় হিসেবে বেছে নিয়েছিলেন ছোটপর্দাকে। গুনগুনের বাবার চরিত্রে দর্শকের মন বেশ অল্প কয়েক দিনের মধ্যেই জয় করে নিয়েছিলেন অভিনেতা।

তবে নিজেকে তিনি পরিচয় দিতেন এন্টারটেইনার হিসেবে। একসময়ের সুদর্শন নায়ক এক সংবাদ মাধ্যমকে স্পষ্ট জানিয়েছিলেন তার মনের কথা। অভিনেতা জানিয়েছিলেন তিনি নিজেকে কখনোই স্টার ভাবেন না। তিনি পছন্দ করেন মানুষকে এন্টারটেইন করতে। সেটাই তাঁর কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। অভিনেতা মনে করতেন স্টার অনেকেই আছে, আবার স্টার্ট না হয়েও নিজেকে সুপারস্টার হিসেবে পরিচয় দেন এমন অনেক মানুষ আছেন। কিন্তু তাঁর কাছে স্টার বা সেলিব্রিটির কোন মূল্য নেই। যদি কোন কিছুর মূল্য থাকে তবে তা এন্টারটেইনারের।

কোন রকম সোশ্যাল মিডিয়ার মধ্যে কখনো দেখা যায়নি অভিনেতাকে। এক বিশিষ্ট সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে অভিনেতা জানিয়েছিলেন, তাঁর শুধু হোয়াটসঅ্যাপ আছে। আর কোন সোশ্যাল মিডিয়ায় একাউন্ট নেই। আর তাছাড়া আছে একটি নিজস্ব পেজ যে পেজটি তার বউ সঞ্চালনা করে থাকেন। সেই পেজের ফলোয়ারের সংখ্যা প্রায় এক লাখের কাছাকাছি। নিজের ব্যক্তিগত জীবনকে অন্যদের সাথে শেয়ার করতে ঠিক পছন্দ করেন না অভিনেতা তাই তিনি অতটুকুতেই সীমাবদ্ধ। অভিনেতা ভালোবাসেন চিঠি লেখতে।

সাংবাদিকের প্রশ্নের জবাবে অভিনেতা জানিয়েছিলেন দর্শকের চাহিদা মেটানো তার কর্তব্য বলে তিনি মনে করেন। এছাড়া নিজের দেহরক্ষী রাখা তিনি বাড়তি বলে মনে করেন। এছাড়া অভিনেতা আরো জানিয়েছিলেন তাঁর কাছে গুরুত্বপূর্ণ হলো তিনি অভিনয় করতে পারছেন কিনা। তাঁর কাছে এটা ম্যাটার করে না যে তিনি সিনেমায় অভিনয় করছেন নাকি ওটিটি প্ল্যাটফর্মে নাকি ধারাবাহিকে। অভিনেতার মতে ধারাবাহিককে অভিনয়ের মাধ্যমে খুব তাড়াতাড়ি মানুষের মনের কাছাকাছি পৌঁছানো যায়। মানুষের ফিডব্যাক জানা যায় যা অভিনেতা বেশ পছন্দ করেন।

আরো অনেক কথোপকথনের মধ্য দিয়ে অভিনেতা কে প্রশ্ন করা হয় তিনি রাজনীতি নিয়ে কি বলবেন? এ প্রশ্নের উত্তর অভিনেতা জানান রাজনীতিতে যোগ দেওয়ার জন্য তাঁকে অনেকেই অফার করেছিলেন। কিন্তু অভিনেতা স্পষ্ট জানিয়ে দেন রাজনীতি তার মত মানুষের জন্য নয়। তিনি সেই মানসিকতার মানুষ নন। অভিষেক বন্দ্যোপাধ্যায় কে দিয়ে রাজনীতি হবে না। সবশেষে সকলের প্রিয় অভিনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর দর্শকদের উদ্দেশ্যে বলেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন।

Related Articles

Back to top button