গসিপ

সুস্মিতা সেনের প্রেমে পরে ছারখার হয়ে যায় জীবন! ৬ তলা থেকে ঝাঁপ দিতে গিয়েছিলেন পরিচালক প্রেমিক বিক্রম ভাট

ভালোবাসা প্রেমে পরে মানুষ কত সময় কত রকম ভুল করে, পরবর্তীতে পরিণত বয়সে সেই ভুল বুঝতে পারলে আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকে না। বহু বিখ্যাত মানুষের জীবনে এরকম ভুল হয়েছে, প্রেমে পড়ে নিজের সংসার ভাসিয়ে দিয়েছেন বলিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় পরিচালক বিক্রম ভাট‌। ভাটকে সকলেই চেনেন রাজা, গুলামের মত জনপ্রিয় ছবির জন্য। তিনি মহেশ ভাটের ভাই ও আলিয়া ভাটের কাকা- তবে এহেন বহুপরিচিত বিখ্যাত মানুষটিও জীবনে একাধিকবার হতাশার শিকার হয়েছেন। হতাশার শিকার হয়ে গ্রহণ করেছেন ভয়ঙ্কর পদক্ষেপ‌ও! শোনা যায় মিস ইউনিভার্স সুস্মিতা সেনের কারণে তার জীবন রীতিমতো লন্ডভন্ড হয়ে গিয়েছিল।

আরও পড়ুন: ‘মেঘের পালক চাঁদের নোলক কাগজের খেয়া ভাসছে’- চেনা ছন্দে ফিরে নিজেকে যেনো মেলে ধরেছেন ক্যান্সারজয়ী ঐন্দ্রিলা

বিবাহিত বিক্রম ভাটের সাথে সুস্মিতা সেনের প্রেমের সম্পর্ক হয়েছিল। ছোটবেলাকার প্রেমিকা অদিতিকে বিয়ে করে সুখে সংসার করছিলেন বিক্রম, একের পর এক সিনেমা তৈরি করে দর্শকদের মুগ্ধ করেছিলেন তিনি, এহেন মানুষটি সুস্মিতাকে দেখে মুগ্ধ হয়ে গেলেন। সুস্মিতার প্রেমে পাগল হয়ে তিনি ভুলেই গেলেন তিনি বিবাহিত তার একটি মেয়ে আছে। নিজের পরিবারকে একটা সময় পর ছেড়ে দিলেন তিনি, তার এই পদক্ষেপ যে কত বড় ভুল ছিল তা পরবর্তীকালে হাড়ে হাড়ে টের পেয়েছিলেন বিক্রম।

স্বপ্নের প্রেম একসময় পুরোপুরি ভেঙে যায়। সুস্মিতার সাথে সম্পর্ক ভাঙার পর নিজের বাড়ির ছয়তলা থেকে আত্মহত্যা করতে গিয়েছিলেন তিনি। কিন্তু পরমুহুর্তে নিজেকে সামলে নিয়ে সরিয়ে নিয়ে আসেন। তবে সুস্মিতার প্রেমের সাগরে ভেসে নিজের সংসার ভাসিয়ে দিলে ও সুস্মিতার উপর দোষ চাপানোর পরিচালক, বিক্রমের কথায়, “সুস্মিতার জন্য কিছু হয়নি। আমি আমার জীবনের সঙ্গে যা যা করেছি সেইজন্য হয়েছে। ‘গুলাম’ মুক্তির আগেই আমার ডিভোর্স হয়ে যায়, সেই সময় আমি কেবল‌ই সুস্মিতার বয়ফ্রেন্ড বলে পরিচিত। আমি হতাশায় চলে গিয়েছিলাম আমার কন্যাকে পাগলের মতো মিস করতাম।”

আরও পড়ুন: আমি এখনও সোহমের থেকে অভিনয় শিখি, বলছেন দেব! ‘কলকাতার হ্যারি’ বসে রয়েছে টিনটিন-এর পাশে! দেব দর্শকদের কাছে আবেদন জানাচ্ছেন ‘কলকাতার হ্যারি’ দেখার জন্য

তবে শুধু সুস্মিতা সেন ই নয়, পরবর্তীতে আমিশা পাটেলের সাথে সম্পর্কে জড়িয়ে ছিলেন পরিচালক যদিও সেই সম্পর্ক টেকেনি। একসময় পর বিক্রম সিদ্ধান্ত নেন তিনি আর বিয়ে করবেন না। কিন্তু এর পর ফের বিয়ের পিঁড়িতে বসেন পরিচালক, তার বর্তমান স্ত্রীর নাম শ্বেতাম্বর সোনি, এখন তাদের সুখের সংসার। তার মেয়ে কৃষ্ণ ভাট‌ও এখন তাকে সিনেমার কাজে সাহায্য করেন। তবে প্রাক্তন স্ত্রীকে ধোঁকা দেওয়ার জন্য আজ‌ও নিজেকে দোষ দেন পরিচালক।

Related Articles

Back to top button