বলিউডের পাঁচ তারকা যারা গডফাদার ছাড়াই অসম্ভব স্ট্রাগল করে নিজেদের জায়গা পাকা করেছেন বলিউডে

রুপোলি পর্দার জগতে স্ট্যান্ড করবার জন্য অনেক পরিশ্রম করতে হয় তবে কেউ প্রতিভার জোরে রুপোলি পর্দার জগতে জায়গা করে নেয়, কেউ বা কারোর হাত ধরে রুপোলি পর্দার জগতে পা রাখেন তবে রুপোলি পর্দার এই জগতের গডফাদার না থাকলে একটা মানুষের পক্ষে নিজেকে দাঁড় করানো এবং বছরের পর বছর ধরে টিকিয়ে রাখা খুব কঠিন, একথা রুপোলি পর্দার অনেক তারকাই প্রকাশ্যে স্বীকার করেন। কিন্তু এমনও কিছু তারকা আছেন কোন গডফাদার ছাড়াই নিজেদের প্রতিভার জোরেই যারা শূন্য থেকে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছেন। সেরকমই পাঁচটি অভিনেতার কথা আজকে জেনে নেব যারা অনেক কষ্ট করে যোগ্যতার দ্বারা বলিউডে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছিলেন।
১। বিগ বি অর্থাৎ অমিতাভ বচ্চন- বলিউডের বিগ বি তার অভিনয় প্রতিভার জেরে শুধু দেশে নয় দেশের বাইরেও ও নিজের পরিচিতি তৈরি করে ফেলেছেন। গোটা বিশ্ব তাকে এক নামে চেনে কিন্তু এই মানুষটিকে একসময় শূন্য থেকে নিজের লড়াই শুরু করতে হয়েছিল। কোন গডফাদার ছিল না তার। তিনি নিজের মুখেই স্বীকার করেছিলেন যে মুম্বাইয়ের মেরিন ড্রাইভে রাত কাটাতেন তিনি। সেখানেই শুয়ে ঘুমোতেন। এমনকি কর্মজীবনের শুরুর দিকে তিনি রেডিও সংস্থায় চাকরিও খুঁজেছিলেন কিন্তু বহুবার প্রত্যাখাত হয়েছিলেন তিনি আর আজ তিনি বলিউডের শাহেনশাহ।
২। শাহরুখ খান- বলিউডের কিং খান। তার ছবি মানেই ধরে নেওয়া হয় সফল। অথচ এই মানুষটি যখন প্রথম নায়ক হবার স্বপ্ন নিয়ে মুম্বাইয়ের মাটিতে পা রেখেছিলেন তখন তার কাছে খাবার কিনে খাওয়ার মত টাকা বা মাথা গোঁজার ঠাঁই কিছুই ছিল না। অভিনেতা নিজেই জানিয়েছিলেন যে স্বপ্নের নগরীতে এসে তাকে রাস্তায় শুয়ে রাত কাটাতে হয়েছিল।
৩। নাওয়াজউদ্দীন সিদ্দিকী- বলিউডের জুয়েল এই অভিনেতা রসায়নে স্নাতক পাশ করবার পর রসায়নবিদ হিসেবে কাজ করেছিলেন। কিন্তু সেই কাজ ছেড়ে তিনি অভিনয় জগতে ঢোকেন। তিনি যখন অভিনয় জগতে প্রবেশ করেন তখন তারও কোনো গডফাদার ছিল না, নিজের যোগ্যতার জেরেই আজ তিনি বলিউডের সেলিব্রিটি হয়ে উঠেছেন।
৪। জনি লিভার- বলিউডের জনপ্রিয় কমেডিয়ান বলতেই এই মানুষটির মুখ ফুটে ওঠে সবার মনে। কিন্তু অভিনয় জীবনের শুরুর দিকে তার হাতে সেভাবে কাজ ছিল না, অর্থাভাবের সমস্যা মেটাতে তিনি তার একটি বাদ্যযন্ত্র ভাড়া দিয়ে মাসে হাজার থেকে দেড় হাজার টাকা উপার্জন করতেন।
৫। মিঠুন চক্রবর্তী- বলিউড টলিউড সর্বত্র রাজ করা এই বাঙালি অভিনেতার অভিনয় জীবনের শুরুতে অনেক স্ট্রাগল ছিল। তার জীবন এতটাই অনিশ্চিত ছিল যে অভিনয় করে দিনের শেষে নিজের খাবারটুকু কিনতে পারবেন কিনা সে নিয়ে অনিশ্চয়তা ছিল তার মধ্যে। অথচ আজ তিনি সুপারস্টার।