পর্দায় মহানায়ক হওয়ার চেষ্টা করেছেন অনেক অভিনেতাই, প্রসেনজিৎ থেকে যীশু এবার চলুন দেখে নিই আরো কয়েকজন অভিনেতার নাম

মহানায়ক মানে একজনই, চোখ বন্ধ করলে চোখের সামনে ভেসে উঠবে মহানায়ক উত্তম কুমারের মুখখানি। বাঙালির হৃদয়ের অনেকটা জায়গা করে রেখেছেন অভিনেতা। তাকে নিয়ে সিনেমা প্রেমীরা একেবারে আসক্ত। কথায় আছে শিল্পীরা বেঁচে থাকে নিজের কাজের মধ্যে দিয়ে। তেমনি মহানায়ক বেঁচে আছেন তার অভিনয়ের মধ্য দিয়ে সাধারণ মানুষের মধ্যে। কিন্তু ছোট পর্দা থেকে বড় পর্দা সবেতেই বিভিন্ন অভিনেতা চেষ্টা করেছেন মহানায়কের চরিত্রতে অভিনয় করার। রইল এমন পাঁচ অভিনেতার নাম –
১) প্রসেনজিৎ চট্টোপাধ্যায় : সব থেকে প্রথমে রাখা হল টলিউডের জনপ্রিয় অভিনেতা বুম্বাদা তথা প্রসেনজিতের চট্টোপাধ্যায়ের নাম। বেশ কিছুদিন স্টার জলসার মহানায়ক উত্তম কুমারের ওপর এক ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। মহানায়কের ব্যক্তিগত জীবন নিয়ে তৈরি এই ধারাবাহিকের নাম “মহানায়ক”। এ ধারাবাহিকেই উত্তমের চরিত্রকে অভিনয় করেছেন অভিনেতা। মহানায়কের ক্যারিয়ার থেকে পারিবারিক জীবন সবটাই খুব খুঁটিয়ে দেখানো হয়েছিল এই ধারাবাহিক। তারই সাথে উত্তমকে পর্দায় ফুটিয়ে তোলা যে কতটা কঠিন তা বুঝতে পেরেছেন অভিনেতা।
২) যীশু সেনগুপ্ত : এই তালিকার দ্বিতীয় নাম টলিউডের জনপ্রিয় অভিনেতা যিশু সেনগুপ্তর। তিনিও একবার চেষ্টা করেছিলেন পর্দায় মহানায়ক হয়ে ওঠার। প্রসঙ্গত সৌমিক সেন পরিচালিত “মহালয়া” সিনেমাতে মহানায়কের চরিত্রে অভিনয় করেন যীশু। মহালয়া নামটা শুনেই বোঝা যাচ্ছে মহালয়া নিয়ে সম্পূর্ণ সিনেমার ঘটনাটি। মহালয়া মানেই আমরা জানি ভোর চারটের থেকে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের সে অসাধারণ কণ্ঠস্বরে দেবী বন্দনা। এই মহালয়া একবার প্রায় জোর করেই করানো হয়েছিল উত্তম কুমারকে দিয়ে। আর তারপরে সেই ফলাফল দেখেছিল জনসাধারণ। এই নিয়েই সম্পূর্ণ মহালয়া সিনেমার ঘটনাটি। এই সিনেমাতেই যীশু কিছুটা চেষ্টা করেছিলেন মহানায়ক হয়ে ওঠার।
৩) শাশ্বত চট্টোপাধ্যায় : সম্প্রতি অতনু বসু পরিচালিত অচেনা উত্তম সিনেমায় মহানায়কের চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। মহানায়ক মানেই সাধারণ মাথায় হয়তো আসবে তার স্টার্ডাম। কিন্তু এই সিনেমায় একেবারেই ছাপোসা মহানায়ক অর্থাৎ তার ব্যক্তিগত জীবন, প্রেম, বিয়ে, ক্যারিয়ার, সন্তানাদি, পরিবার, কলহ দেখানো হয়েছে। যদিও জনসাধারণের কাছে উত্তম হয়ে ওঠা যে কোন অভিনেতার পক্ষেই বড্ড কঠিন কাজ।
৪) সুজন মুখোপাধ্যায় : এই তালিকায় রয়েছেন আরো এক জনপ্রিয় অভিনেতা সুজন মুখোপাধ্যায়। “যেতে নাহি দিব” নামে একটি ডকু ফিউচারে মহানায়কের চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা। এই চরিত্রে অভিনয় করার পর অভিনীত শেয়ার করে নিয়েছিলেন নিজের উপলব্ধি। তিনি বলেছিলেন মহানায়কের চরিত্রে অভিনয় করা মোটেই সোজা কথা নয়।
৫) গৌরব চট্টোপাধ্যায় : সবশেষে এই লিস্টে রয়েছেন স্বয়ং উত্তম কুমারের একমাত্র নাতি তথা টেলিভিশন ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত অতি উত্তম সিনেমাতে উত্তম কুমারের চরিত্রে অভিনয় করেছেন গৌরব চট্টোপাধ্যায়। তার কাজের মধ্যে দিয়ে মহানায়ককে বাঁচিয়ে রাখার চেষ্টা কেবল দর্শকেরাই করছেন না। করছেন বহু অভিনেতারা। তবে মহানায়ক হয়ে ওঠা একেবারেই যে মুখের কথা নয় সে কথা বুঝতে পেরেছেন অভিনেতারা।