গসিপ

এম এল এ ফাটাকেষ্ট থেকে বন্ধন সিনেমার সেই ছোট্ট অংশু এখন কি করছে জানেন? বন্ধন খ্যাত জিৎ-কোয়েল পুত্র অংশু এখন কোথায়?

একসময়ের জনপ্রিয় শিশুশিল্পী অংশু বাচ। তাকে কখনো দেখা গিয়েছে মিঠুন চক্রবর্তীর পুত্রের ভূমিকায় আবার কখনো দেখা গিয়েছে প্রসেনজিতের পুত্রের ভূমিকা। আবার তারপর জেনারেশন জিতের পুত্রের ভূমিকাতেও দেখা গিয়েছে তাকে বেশ কিছু সিনেমায়। এই অংশু আবারো ফিরে এলেন গ্ল্যামার ওয়ার্ল্ডে।

অংশু ২০০০ সালে শুরুর দিকে দর্শকের নজর করেছিলেন শিশু শিল্পী হিসেবে। ‘রাজু আঙ্কল’ থেকে ‘MLA ফাটাকেষ্ট’, ‘নাটের গুরু’ থেকে ‘অগ্নিপথ’ আরো জনপ্রিয় সিনেমায় বেশ দাপিয়ে অভিনয় করে গিয়েছেন তাবড় তাবড় অভিনেতাদের সাথে। তবে বেশ কিছুদিনের জন্য অভিনয় থেকে বিরতি নিলেও একেবারে হারিয়ে যাননি অংশু। আবারো গ্ল্যামার ওয়ার্ল্ডে দেখা যায় তাকে।

বর্তমানে ২৭ বছরের যুবক অংশু আবারও ফিরে আসেন সিনেমা ওয়ার্ল্ডে। এবার এই দুনিয়ায় একের পর এক কাজ করছেন শিশুশিল্পী নয় বেশ দাপটে অভিনেতা হিসেবে। এর আগে অভিনেতা ‘বন্ধন’, ‘সাথীহারা’, ‘আলোয় ফেরা’র মত জনপ্রিয় সিনেমায় শিশুশিল্পী হিসেবে নজর কেড়ে ছিলেন দর্শকের। তিনি ক্লাস টেন অবধি অভিনয় করে তারপরে এক দীর্ঘ বিরতি নেন নিজের পড়াশোনার খাতিরে। এই দীর্ঘ ছয় বছরের মধ্যে কোথাও দেখতে পাওয়া যায়নি অংশুকে। বর্তমানে স্নাতক সেরে ফিরে আসেন নিজের কর্ম জগতে।

ইতিমধ্যেই বেশ কিছু কাজ কর্ম করে ফেলেছেন যুবক অংশু। অভিনয়ের পাশাপাশি সমান তালে করে চলেছেন মডেলিং। অভিনেতা অংশু বাচের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে চোখ রাখলেই দেখা যাবে তার ফটোশুটের বিশেষ ছবি। ছোট পর্দা থেকে বড় পর্দায় বর্তমানে কাজ করছেন তিনি। “কে আপন কে পর” এর মত জনপ্রিয় ধারাবাহিকে খলনায়কের চরিত্রে অভিনয় করেন অংশু। ছোট পর্দার অভিনয়ে হৃদয় কেড়েছেন দর্শকের। আবার “টেক কেয়ার” নামের একটি শর্ট ফিল্মে ও কাজ করেন অভিনেতা। তেমনি সমান দাপটে করে চলেছেন বড় পর্দার কাজ। বর্তমানে “ইংলিশ ভার্সেস ইংলিশ” এবং “চার অধ্যায়” এর মতো সিনেমাতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেতা অংশু বাচকে।

Related Articles

Back to top button