গসিপ

করণ জোহর বেশি হিংসুটে এবং অহংকারী, জনপ্রিয় অভিনেতা গোবিন্দা বিস্ফোরক করণ জোহরের বিরুদ্ধে

৮০ ও ৯০ দশকের জনপ্রিয় অভিনেতা গোবিন্দা। মানুষের মনে রাজত্ব করেছেন দীর্ঘদিন ধরে। “হিরো নম্বর ওয়ান” থেকে “কুলি নম্বর ওয়ান” সবেতেই দুর্দান্ত অভিনেতা। এই অভিনেতা অভিনয়ের সাথে সাথে জনপ্রিয় তার সোজাসাপ্টা কথার জন্যও। জনপ্রিয় পরিচালক ডেভিড ধাওয়ান থেকে বিখ্যাত চিত্র পরিচালক এবং প্রযোজক করন জোহরের সম্পর্কে অকপট অভিনেতা।

জনপ্রিয় অভিনেতা গোবিন্দার সাথে জনপ্রিয় পরিচালক ডেভিড ধাওয়ানের সম্পর্কের কথা আমাদের সকলেরই জানা। তবে আজ থেকে বেশ কিছু বছর আগেই গোবিন্দা করণ সম্পর্কে মুখ খোলেন। অভিনেতার কথায় ডেভিডের থেকে বেশি হিংসুটে আর ভয়ানক করণ। ২০১৭ সালের এক সাক্ষাৎকারে অভিনেতা এমন মন্তব্য করেন। গোবিন্দার ‘আ গয়া হিরো’ মুক্তির পরের সপ্তাহেই মুক্তি পেয়েছিল করণ জোহর প্রযোজিত বরুণ অভিনীত ছবি ‘বদ্রীনাথ কি দুলহনিয়া’ ২০১৭ সালে। যা অভিনেতা একদম পছন্দ করেন নি। সেই সময়েই বিস্ফোরক মন্তব্য করেন অভিনেতা।

এক নামী সংবাদমাধ্যমের সাথে সাক্ষাৎকারে অভিনেতাকে প্রশ্ন করা হয় তিনি কখনো করণের টকশো কফি উইথ করণ এ যাবেন কিনা? অভিনেতা উত্তরে বলেন, ‘এটা ওঁর(করণ) বলা উচিত। যদি গোবিন্দাকে নিজের শোয়ে ডাকে, তাহলে সেটা জাতীয় সম্মানের একটা বিষয় হবে। কিন্তু ও আমার ছবি মুক্তির এক সপ্তাহ পরেই বরুণের ছবি মুক্তি করাচ্ছে। ও দেখায় ও খুব নিরহংকারী এবং শিশুসুলভ, কিন্তু আমার ওঁকে ডেভিডের থেকে বেশি ভয়ানক এবং হিংসুটে মনে হয়’।

এতোটুকুতেই ক্ষান্ত হননি অভিনেতা এর পরেও তিনি বলেন, ’৩০ বছরে ও আমায় একবারও ফোন করেনি। ওঁর গ্রুপের অভিনেতা না হলে ও তাঁদের দিকে তাকায় না, কথা বলে না। আমায় মনে হয় না, ও অতটা ভালো। এটা করণের একটি পরিকল্পনা যে ও আমার ছবি মুক্তির পরের সপ্তাহেই বরুণের ছবি রিলিজ করছে। আমার ওঁকে কখনও সরল মনে হয়নি’।

শুধু করণ নয় ডেভিড ধাওয়ান সম্পর্কেও অকপট ছিলেন অভিনেতা। ডেভিডের সাথে বহু প্রজেক্টে একসঙ্গে কাজ করেছেন তিনি। ‘রাজা বাবু’, ‘হিরো নম্বর ওয়ান’, ‘পার্টনার’এর মতো সিনেমা রয়েছে সেই তালিকায়। প্রত্যেকটি সিনেমায় ছিল সুপারহিট। ২০২০ সালে গোবিন্দা ডেভিড ধাওয়ান সম্পর্কে বলেন, তিনি শুনেছিলেন পরিচালক বলেছেন, এই অভিনেতা ‘অনেক প্রশ্ন করছে’ এবং ‘আমি আর গোবিন্দার সঙ্গে কাজ করতে চাই না’। এরপর থেকেই নাকি গোবিন্দার ফোন ধরেননি পরিচালক।

Related Articles

Back to top button