গসিপ

ভারতীয় ধর্মের মহত্ব বিদেশ থেকে টেনে এনেছে হলিউডের এইসব তারকাদের! রবার্ট ডাউনি জুনিয়র থেকে উইল স্মিথ এইসব তারকারা ভারতে এলেই দর্শন করেন মন্দির!

প্রাচীনকাল থেকে ভারতের বুকে মহামিলন ক্রিয়া চলে আসছে। দেশ বিদেশ থেকে বহু জাতি এসে ভারতের সংস্কৃতির সাথে মিলে মিশে ভারতের সংস্কৃতি রপ্ত করে ভারতীয় হয়ে গিয়েছেন। বৈচিত্রের মধ্যে ঐক্যই এই দেশের মূল মন্ত্র। আর এই ঐক্যই ভারতের সংস্কৃতি, কৃষ্টিকে দেশের গণ্ডি ছাড়িয়ে পৌঁছে দিয়েছে বিদেশের মাটিতে। কালে কালে মানুষ এসে হাজির হয়েছে ভারতের মাটিতে। ভারতীয় ধর্মের যে কি গুন সেই গুণের আস্বাদ যে একবার পেয়েছে সে নিজেকে আর সরিয়ে রাখতে পারেনি। বিদেশ থেকে বহু নামি নামি হলিউডের অভিনেতা অভিনেত্রীরাও ছুটে এসেছে ধর্মের টানে। হলিউডে এমন কিছু অভিনেতা অভিনেত্রী রয়েছেন যাঁরা ভারতীয় সংস্কৃতির টানে ভারতে আসার সুযোগ পেলেই একবার করে ভারতের মন্দির গুলো ঘুরে যান। আবার কেউ কেউ হিন্দু ধর্মের প্রতি এতটাই টান অনুভব করেছেন যে তাঁরা নিজেরাই ধর্ম গ্রহণ করে ফেলেছেন। সেই তালিকায় রয়েছেন উইল স্মিথ থেকে শুরু করে রবার্ট ডাউনি জুনিয়র। আসুন আজ জেনে নেওয়া যাক সেইসব ব্যক্তিত্বের সম্পর্কে –

১) রবার্ট ডাউনি জুনিয়র – বিশ্বের মধ্যে বিখ্যাত হলিউড স্টার রবার্ট ডাউনি জুনিয়র তিনি তাঁর ভক্তদের কাছে বিপুল পরিমাণে পরিচিত। তিনি প্রথম থেকেই ভগবান শ্রী কৃষ্ণের একনিষ্ঠ একজন ভক্ত। তিনি ভারতে এলে পবিত্র ইসকন মন্দিরে একবার হলেও দর্শন করে যান।

২) উইল স্মিথ – উইল স্মিথ হলেন আর একজন বিখ্যাত হলিউড স্টার। সম্প্রতি অস্কার অ্যাওয়ার্ডে কমেডিয়ান ক্রিস রককে মঞ্চে চড় মেরে বিতর্কে জড়িয়েছেন। কিছুদিন আগে এই হলিউড স্টার ভারতে এসে ইসকন মন্দির দর্শন করে গিয়েছেন। ২০১৯ সালে তিনি ভারতে আরও একবার ভারতে এসেছিলেন।

৩) জ্যাকি হাং – হলিউড স্টার জ্যাকি হাং কিছু বছর আগে ভারতে এসে উজ্জয়নের একটি মহাকালেশ্বর মন্দিরে গিয়ে জানিয়েছেন তাঁর মন্দির ভ্রমণে ইতিবাচক ভূমিকা প্রাপ্তির কথা।

৪) ক্লডিয়া সিসলা – হলিউড অভিনেত্রী ক্লডিয়া সিসলা ভারতে এসেছিলেন তিনিও অনেক বার অমৃতসরের স্বর্ণ মন্দির ভ্রমণ করেছিলেন তখন তাঁর হাতে একটি গণেশ মূর্তি ছিল।

৫) রাসেল ব্র্যান্ড – ভগবান শ্রীকৃষ্ণের বড়ো ভক্ত রাসেল ব্র্যান্ড। ২০১৩ সাল থেকে তিনি হিন্দু ধর্মের প্রতি আকৃষ্ট হয়েছিলেন। কৃষ্ণলীলা সম্পর্কিত বহু বই তিনি পড়েছেন।

৬) কেটি পেরি – হিন্দু রীতি মেনে কেটি পেরি বিয়ে করেছিলেন যদিও পরে বিচ্ছেদ হয়ে যায়। তবে ভারতে আসলেই তিনি মন্দিরে যান।

৭) জুলিয়া রবার্টস – এই হলিউডের অভিনেত্রী ২০১৪ সালে ভারতে এসে দিল্লির মন্দির ভ্রমণ করেছিলেন।

Related Articles

Back to top button