সন্তানকে চর্চার বাইরে রাখা কোয়েল পিতৃ দিবসে ছেলের সাথে স্বামীর ও বাবার সাথে নিজের ছবি শেয়ার করলেন! লিখলেন চমকপ্রদক ক্যাপশন ও!

এক সন্তানের মা হওয়ার পরেও কোয়েল মল্লিক যে শুধু আগের মত গর্জাস আছেন তাই নয়, তিনি আজও তার বাবার সাথে ছোট মেয়ের মতোই দুষ্টুমি করেন। একবার একটি রিল ভিডিওতে দেখা যাচ্ছিল যে লুকিয়ে লুকিয়ে মিষ্টি খাচ্ছেন রঞ্জিত মল্লিক, মেয়ের কাছে ধরা পড়ে গিয়ে বকা খান তিনি। তারপর এই কিছুদিন আগে যেমন একটি ভিডিওতে দেখা যাচ্ছিলো তার বাবা রঞ্জিত মল্লিকের সাথে দুষ্টুমি করছেন কোয়েল, বাগানে জল দিতে দিতে তার সামনে রঞ্জিত মল্লিক চলে এলে তিনি জলের ফোয়ারা টা ঘুরিয়ে বাবার দিকে করে দেন। বাবা মেয়ের এই দুষ্টু মিষ্টি ভিডিও শেয়ার করেছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জী।
আরও পড়ুন: বাবার ৪টি বিয়ে নিয়ে তাকে ভুল বোঝা হয়েছে! মুখ খুললেন কিশোর কুমারের ছেলে অমিত কুমার
স্টার কিড হলেও কোয়েল সন্তান কবির কিন্তু অন্যান্যদের মত বারংবার প্রকাশ্যে আসেননি , বলা চলে কোয়েল মল্লিক ছেলেকে বারবার চর্চার মধ্যে নিয়ে আসতে চাননি তাই ২০২০ এর ৫ ই মে কোয়েল তার সন্তান কবিরের জন্ম দিলেও দুর্গাপূজার অষ্টমীর দিন তিনি প্রথম কবিরের সাথে ছবি দেন ও সেই প্রথম কবিরকে সবার সামনে আনেন অভিনেত্রী, তখন কবিরের বয়স ৫ মাস।
View this post on Instagram
স্টার কিডকে দেখতে পেয়ে সবাই আনন্দে আত্মহারা হয়ে যান। এরপর কোয়েল আবার তার ছেলের সাথে ছবি পোস্ট করেছিলেন বড়দিনে- হ্যাঁ কোয়েল মল্লিক এরকমই-নিজের জন্মদিন নিজের পরিবারের সাথে কাটান, নিজের সদ্যজাত সন্তানকেও বারবার চর্চার মধ্যে আসতে না দিয়ে নিভৃতে বড় করে তুলতে চান আর পাঁচটা সাধারণ ছেলের মতোই।
তবে এইদিন পিতৃদিবস উপলক্ষে ছেলের ছবি দিলেন অভিনেত্রী। এইদিন কোয়েল রঞ্জিত মল্লিক এর সাথে নিজের ছবি ও তার স্বামী নিসপাল সিং এর সাথে কবিরের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সাথে ভাগ করে নিয়েছেন তিনি ক্যাপশনে লিখেছেন, “wishing the most adorable dads a very happy fathers day and goes without saying
All 365 days.” ছবিতে দেখা যাচ্ছে কবির তার বাবার কোলে বসে আছে। বেশ কিউট লাগছে তাকে দেখতে।