কেউ ৩০ লাখ তো কেউ ১.৫ কোটি! কেকে সহো বলিউডের টপ সিঙ্গারদের স্টেজ শোয়ের পারিশ্রমিক শুনলে মাথা খারাপ হয়ে যাবে

গান আর সুরের মূর্ছনায় মানুষ ভুলে যায় যাবতীয় শোক। গান এমন একটা সুখের অনুভূতি যা মানুষকে এক অন্য জগতে নিয়ে চলে যায় যেখানে কোন রাগ বিদ্বেষ হিংসা থাকে না। গান মানুষকে কাঁদায় আবার গান মানুষকে হাসায়। আর এই গান গেয়েই কিছু গায়ক আমাদের অন্তরের খুব কাছে চলে আসেন, এই সকল জনপ্রিয় গায়ক গায়িকা দের মধ্যে আরিজিৎ সিং, সোনু নিগমে ও কে কের কথা বলা যায়। সারা বছর প্রচুর স্টেজ পারফরম্যান্স করেন তারা। এই সকল স্টেজ পারফরম্যান্স কিছু তারা কত টাকা নেয় জানেন?
১. অরিজিৎ সিং- ভারতের সবচেয়ে জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং বাঙালির গর্ব। তিনি আন্তর্জাতিক খ্যাতি লাভ করেছেন। বাংলা চলচ্চিত্র ও হিন্দি দুই ক্ষেত্রেই তার গাওয়া গানের সংখ্যা অসংখ্য এবং তার এই প্রতিটি গানই হিট। বিভিন্ন সিনেমার গান গাওয়ার পাশাপাশি প্রচুর লাইভ পারফরম্যান্স করেন তিনি, মঞ্চে গান গাওয়ার জন্য অরিজিৎ সিং প্রতি ঘন্টায় দেড় কোটি টাকা নেন। তিনি যখন কোন অনুষ্ঠান করতে যান, তখন সেখানে ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বে মানুষজনই তার থাকা ও খাওয়ার ব্যবস্থা করেন।
২. এ আর রহমান- ভারতের মিউজিক ইন্ডাস্ট্রির অন্যতম লিভিং লিজেন্ড এ আর রহমান কে নিয়ে যাই বলা হোক না কেন তাই কম। সুরের জাদুকর এই মানুষটি হিন্দি ও তেলেগু ভাষায় দারুন সব গান উপহার দিয়েছেন মানুষকে। দেশে ও বিদেশে সারা বছর প্রচুর মিউজিক কনসার্ট করেন তিনি, একেকটি পারফরম্যান্সের জন্য তিনি দেড় কোটিরও বেশি টাকা নিয়ে থাকেন।
3. সোনু নিগম- মিউজিক ইন্ডাস্ট্রিতে প্রথম সারির গায়কদের মধ্যে একজন হলেন সোনু নিগম। মঞ্চে গান গাওয়ার জন্য তিনি ৩২ লাখ টাকা নিয়ে থাকেন।
4. বাদশা- বলিউডের অন্যতম জনপ্রিয় গায়ক বাদশা যার সাম্প্রতিক গাওয়া গান ভুডু আন্তর্জাতিক স্তরে জনপ্রিয়তা লাভ করেছে। এই গায়ক প্রতি ঘন্টায় মঞ্চে পারফর্ম করার জন্য ৪০ লাখেরও বেশি পারিশ্রমিক নেন। এটি শুধুমাত্র তার পারফর্ম করার জন্য। তার থাকা-খাওয়া যাওয়া আসার খরচ শো ম্যানেজারকে দিতে হয় আলাদা করে।
5. সুনিধি চৌহান-বলিউডের অন্যতম সেরা এই গায়িকা মঞ্চে পারফর্ম করতে ৪০ লাখ টাকা নেন।
6. মোহিত চৌহান- ‘সাড্ডা হাক’ গানের মধ্যে দিয়ে সকলের মধ্যে দাগ কেটে যাওয়া এই রকস্টার স্টেজ শো করতে ৪০ লাখ টাকা নিয়ে থাকেন।
7. বিশাল শেখর- জনপ্রিয় এই মিউজিশিয়ান জুটি বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম রত্ন। একসাথে জুটি বেঁধে তারা বহু গান উপহার দিয়েছেন দর্শকদের। মঞ্চে পারফর্ম করবার জন্য তারা ৪৫ লাখ টাকা নিয়ে থাকেন।
8. কৃষ্ণ কুমার কুন্নাথ ওরফে কে কে- হাম দিল দে চুকে সানাম সিনেমার বিখ্যাত ‘তড়প তড়প কে ইয়ে দিল’ গানের গায়ক কে কে এক একটি স্টেজ পারফরম্যান্স ২২ থেকে ৩০ লাখ টাকা নিয়ে থাকেন।