গসিপ

অকালে চলে গেলেন কেকে! ৪ টে বিলাসবহুল গাড়ি, চোখ ধাঁধানো বাড়ি, পরিবারের জন্য কী কী রেখে গেলেন কেকে?

বলিউডের জনপ্রিয় গায়ক কে কে- এর প্রয়াণ হয়েছে গত ৩১ শে মার্চ। কলকাতার নজরুল মঞ্চে অনুষ্ঠান করতে এসে অসুস্থ হয়ে পড়েন গায়ক কে কে। এরপর হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা করা যায়নি। না ফেরার দেশে চলে যান জনপ্রিয় এই গায়ক। ‘ইয়াদ আয়েঙ্গে ইয়ে পল’ গানটি যেন তার জীবন জুড়ে সার্থক রূপ পায়। তার মৃত্যুতে রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে দেশের প্রধানমন্ত্রী প্রত্যেকেই শোক বার্তা জানিয়েছেন। সঙ্গীতপ্রেমীরা ভেঙে পড়েছেন তার মৃত্যুর সংবাদ শুনে। একটা প্রজন্মের মানুষ এখন নস্টালজিয়ায় ভাসছেন, স্মৃতি রোমন্থন করে তারা ভাবছেন কেকের গাওয়া সেই সব গান, যা শুনে তারা বড় হয়েছেন। তার প্রথম অ্যালবাম পল- এ তার গাওয়া ‘ইয়ারও দোস্তি বড়ি হি হাসিন হ্যায়’‌ গান এখনো তরুণ প্রজন্মের মুখে ঘুরে।

আরও পড়ুন: শ্রীদেবীর ভক্ত হয়েও দাদাগীরির মঞ্চে এসে মাধুরীর গানে নাচ করলেন মিঠাই! অবাক হয়ে গেলেন মিঠাই ভক্তরা

সংগীতজগতের বড় এই গায়ক কৃষ্ণকুমার কুন্নথ অর্থাৎ কেকে মার্কেটিং এর চাকরি ছেড়ে গায়ক হওয়ার স্বপ্ন দেখতেন। নিজের নেশাকে পেশা করতে গিয়ে অনেক স্ট্রাগল করতে হয়েছে তাকে, সহজ ছিল না তার জীবনের এই যাত্রাপথ। প্রথমে বিজ্ঞাপনে, তারপর ধারাবাহিকে এবং তার অনেক পরে বলিউড সিনেমায় কাজ করেছেন তিনি। বলিউডে কাজ করবার পরে একের পর এক সুপার হিট গান উপহার দিয়েছেন দর্শকদের।

বলিউডে তিনি পা রেখেছিলেন ‘হাম দিল দে চুকে সনম’ গানের ‘তড়প তড়প কে’ গান দিয়ে। এই গান গেয়ে তিনি সেই সময়কার তরুণ প্রজন্মের মন জয় করে নেন। এরপর হামরাজ, ওম শান্তি ওম,জন্নত, বচনা এ হাসিনো’র মত সিনেমার গান গেয়েছেন তিনি। হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু, মারাঠি কন্নড় এমনকি বাংলা ভাষাতেও গান গেয়েছেন জনপ্রিয় এই গায়ক। কিন্তু হঠাৎ করেই ঘটলো তার মৃত্যু, চলে গেলেন গায়ক পড়ে রইল তার স্মৃতি।

আরও পড়ুন: রোমান্টিক গায়ক কেকের জীবনে এসেছিলো একাধিক প্রেম! র‌ইলো তার জীবনের গোপন অজানা কিছু তথ্য

পরিবারের জন্য কী রেখে গেলেন তিনি? জানা যাচ্ছে কে কে -র সম্পত্তির পরিমাণ খুব একটা কম নয় মার্কিন ডলারে কেকের সম্পত্তির পরিমাণ ১.৫ মিলিয়ন ডলার। একটি গান গাওয়ার জন্য তিনি পারিশ্রমিক নিতেন ৬ থেকে ৭ লাখ টাকা এ ছাড়া লাইভ কনসার্টের জন্য তিনি ১০-১৫ লাখ টাকা পর্যন্ত পারিশ্রমিক নিতেন।‌‌ গাড়ি চলা তার প্যাশন ছিল এই কারণে ৪ টি দামি গাড়ি কিনেছিলেন তিনি। এছাড়া মুম্বাইতে তার বিলাসবহুল বাড়ি‌ও রয়েছে।

Related Articles

Back to top button