দুধের শিশু ঈশানকে অনেক রাত অবধি জাগিয়ে রাখতেন যশ! কেন নিজের সন্তানের সাথে এমন কঠিন আচরণ তার?

যশ নুসরতের সম্পর্ক নিয়ে শুরু থেকেই বিতর্ক ছিল। নিখিলের সাথে নুসরতের সম্পর্ক ভাঙা থেকে শুরু করে, নুসরতের গর্ভবতী হওয়া, নুসরত এর সাথে যশের মধ্যকার সম্পর্ক এবং সন্তানের জন্ম দেওয়া সবটা জুড়েই সমালোচিত হয়েছেন এই দুই তারকা। তবে কখনই সমালোচনার মাঝে ভেঙে পড়েননি তারা, সমালোচনাকে কোনো রকম পাত্তা না দিয়ে নিজের মতো করে এগিয়ে চলেছেন তারা। সমাজ যা ইচ্ছা ভাবুক তারা তাদের জীবন নিয়ে খুশি- এটাই ছিল কঠোর সমালোচকদের উদ্দেশ্যে তাদের বক্তব্য।
আরও পড়ুন: “কিন্তু ওই কাজ করে আমি টাকা পেয়েছি” – বিতর্কিত পানমশলার বিজ্ঞাপন নিয়ে মুখ খিলেছিলেন বিগ বি !
যশ- নুসরতের একসাথে সংসার শুরু করার পর কিছুদিন আগে টেলিভিশন পর্দায় এসেছিলেন তারা। সৌরভ গাঙ্গুলীর সঞ্চালিত দাদাগিরির মঞ্চে সংসার শুরু করার পর প্রথম এসেছিলেন এই তারকা দম্পতি। সেখানে এসে নিজেদের হাঁড়ির খবর বলেছেন তারা, পাশাপাশি নিজেদের সম্পর্কের শুরুর কথাও জানিয়েছেন।
বর্তমানে যশ নুসরতের সন্তান ঈশানের বয়স ৯ মাস। তারা তাদের ছেলেকে নিয়েই এখন ব্যস্ত। এই দিন দাদাগিরির মঞ্চে দাদা সৌরভ গাঙ্গুলী নুসরতকে ছোট্ট ঈশানকে নিয়ে প্রশ্ন করলে অভিনেত্রীর উত্তর ছিল, “ছোট্টটা এখন একটু বড় হয়ে গেছে।” এরপর দাদা জিজ্ঞেস করেন “মাদারহুড কেমন?” এর উত্তরে অভিনেত্রী জানান, “দুর্দান্ত যেমনটা অন্য সবার মাতৃত্ব হয়। তবে একটু ক্লান্তিকর আর কী!” এরপর দাদা ঈশানের ঘুম সম্পর্কে জিজ্ঞেস করে, “রাতে ঘুমিয়ে রাখে, না রাখে না” নায়িকা তখন উত্তর দেন, “ নানা যশ ওকে খুব ভালো করে স্লিপ ট্রেন করে দিয়েছে। যেখানে এখন গিয়ে আমাদের সুবিধা হয় ও একটানা ৮ ঘন্টা ঘুমাতে পারে।”
আসলে প্রথম দিকে দুই ঘন্টা অন্তর অন্তর ঘুম থেকে উঠে যেত ঈশান। ফলে ছেলে ঘুমিয়ে নিলেও তাদের রাত্রে বেলায় আর ঘুম হত না। এরপর যশ বুদ্ধি করে একটি উপায় বার করেন। যার ফলে এখন বাবা-মায়ের ঘুমের সময় ঘুমিয়ে পড়ে ঈশানও।ছোট্ট ঈশানকে স্লিপ ট্রেন কীভাবে করেছেন যশ, সেই প্রসঙ্গে অভিনেতা জানান, “ আমি ওকে বলেছিলাম আমি এটা করব, তুমি রাগ করোনা। আমি ওকে রাত অবধি জাগিয়ে রাখতাম, আগে কি হতো ও তাড়াতাড়ি শুয়ে পড়তো আর রাত তিনটের সময় উঠে পড়তো। এরপর ওকে আমি রাত অবধি জোর করে জাগিয়ে রাখতাম যাতে আমরা যখন ঘুমাবো তখন ও ঘুমোয়।”
এই অভ্যাসটি প্রথমদিকে এক সপ্তাহ করবার পর অনেক রাত অবধি জেগে থাকায় অভ্যস্ত হয়ে পড়েছে ঈশান। তাই এখন আর ঘুম নিয়ে তার সেরকম কোন সমস্যা নেই বলেই জানিয়েছিলেন নায়িকা।