কেমন ছিল কোয়েল মল্লিকের প্রথম ছবির প্রথম দিনের শুটিং এর অভিজ্ঞতা? ইন্ডাস্ট্রিতে ১৯ বছর পার কোয়েলের! প্রথম শট দিয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে

টলিউডের আরেক ট্যালেন্টেড সুন্দরী এবং মিষ্টি স্বভাবের অভিনেত্রী হলেন কোয়েল মল্লিক। এখনো পর্যন্ত একমাত্র টলিউডের অভিনেত্রী যার কোন হেটার্স নেই। শুধুই ভালবাসা পেয়েছেন মানুষের তরফ থেকে। বেশ কয়েক বছর হল টলিউডের ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত রয়েছেন অভিনেত্রী। তার ঝুলিতে রয়েছে অসংখ্য হিট সিনেমা। বর্তমানে অবশ্য সংসার সন্তান নিয়েই বেশি ব্যস্ত অভিনেত্রী। তাই নিজের কাজের দিকে কম সময় দিচ্ছেন। তবে নিজের ক্যারিয়ারের শুরুর দিকটার কথা আজও ভুলতে পারেনি কোয়েল।
নিজের পরিশ্রম এবং অভিনয়ের মাধ্যমে আজ তিনি সফল। তবে কোয়েল একজন স্টার কিড তাই আর পাঁচ জন সাধারণ অভিনেত্রীর মতো তার স্ট্রাগেলটা একটু হলেও কম। টলি ইন্ডাস্ট্রিতে কোয়েলের অভিনীত প্রথম ছবি হলো ‘নাটের গুরু’। ছবিতে সুপারস্টার জিৎ এর বিপরীতে অভিনয় করতে দেখা গিয়েছিল কোয়েলকে। আর প্রথম ছবি ছিল সুপারহিট। সম্প্রতি নিজে ইনস্টাগ্রাম একাউন্টে একটি ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী। সেখানেই জানিয়েছেন টলিউড অসংখ্য ছবিতে অভিনয় করলেও নাটের গুরু তার কাছে ভীষণ স্পেশাল। কারণ সেটি তার অভিনীত প্রথম ছবি।
নাটের গুরু ছবিতে অভিনয় করার জন্য নিজেকে বেশ অনেকদিন ধরেই প্রস্তুত করেছিলেন কোয়েল। এখনো তার মনে পড়ে শুটিংয়ের প্রথম দিনের কথা। বাবা রঞ্জিত মল্লিক এবং মা ভীষণই ভয়ে ছিলেন কোয়েলকে নিয়ে। কারণ কোয়েল ভীষণ অন্তর্মুখী ক্যামেরার সামনে আসতে পারবে কিনা তা নিয়ে ভীষণ চিন্তায় ছিলেন দুজনেই। কিন্তু সেইদিনই ঘটেছিল আশ্চর্য ঘটনা। যা অভিনেত্রীর মনে দারুন সাহস জুগিয়েছিল।
ওইদিন কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় ওই একই স্টুডিওতে উপস্থিত ছিলেন। তিনি নিজের ছবির জন্য শুটিং করতে এসেছিলেন। কোয়েল ঐদিন একই স্টুডিওতে এসেছে জেনে তিনি নিজেই মেকআপ রুমে কোয়েলের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। কোয়েলকে ঐদিন প্রাণ ভরে আশীর্বাদ করেছিলেন। তারপর কোয়েল সাহস করে এগিয়ে গিয়েছেন সামনের দিকে।
View this post on Instagram