গসিপ

‘শিল্পীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা তো থাকবে’! রূপঙ্কর তার‌ কেকে বিরোধী বক্তব্যে ইমনের নাম নেওয়ায় প্রচন্ড বিব্রত হয়েছেন ইমন! রূপঙ্কর বিরোধী মন্তব্য করলেন গায়িকা ইমন!

বলিউডের বিখ্যাত গায়ক কে কে এসেছিলেন নজরুল মঞ্চে গান গাওয়ার জন্য, তার লাইভ পারফরম্যান্স দেখতে সাধারন মানুষের ঢল নেমেছিল নজরুল মঞ্চে। বাংলার অনুরাগীদের বলিউডের গায়ককে নিয়ে এই উল্লাস দেখে রূপঙ্কর বাগচী বলেছিলেন, “ কেকে সত্যিই খুব ভালো গায়ক কিন্তু ওর লাইভ ভিডিও দেখার পরে উপলব্ধি হলো কে কে জাতীয় স্তরে যে জনপ্রিয়তা পেয়েছেন বাংলার শিল্পীরা কোন অংশে কম নন। আমি, রূপম ইসলাম, অনুপম রায়, ইমন চক্রবর্তী, সোমলতা আচার্য, আমরা সবাই কেকের থেকে ভালো গান গা‌ই।” – যে সকল শিল্পীদের নাম এইদিন রূপঙ্কর বাগচী উল্লেখ করেছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন ইমন চক্রবর্তী। শিল্পীর প্রতি রূপমের এরকম বক্তব্যকে কিন্তু একেবারেই সমর্থন করেন না ইমন চক্রবর্তী। গায়িকার সোজাসাপ্টা বক্তব্য, শিল্পীদের মধ্যে পারস্পরিক সৌজন্যে সৌহার্দ্য শ্রদ্ধা তো থাকবে।

আরও পড়ুন: ‘দীর্ঘ ১২ বছরে নজরুল মঞ্চে এমন দৃশ্য দেখি নি’- নজরুল মঞ্চের কর্মীর চাঞ্চল্যকর দাবী থেকে কে কে মৃত্যুরহস্য নিল নতুন মোড়

এইদিন ইমন চক্রবর্তী বলেন,“লাইভে রূপঙ্কর দা আমার নাম নিয়েছেন সেটা সম্পূর্ণ ওর ব্যাপার। এই নিয়ে আমার কিচ্ছু বলা সাজে না। কিন্তু রূপঙ্কর দার এই ধরনের বক্তব্যে আমি যথেষ্ট বিব্রত।” গায়িকা নিজেও কেকের একান্ত ভক্ত, এছাড়া সারেগামাপা র বিশেষ অনুষ্ঠানে কে কে আসায় কাছ থেকে দেখেছিলেন শিল্পী কে। সেই কারণে ইমন বলেন,“অত্যন্ত ভদ্র ভালো মনের মানুষ ছিলেন। দিন কয়েক আগে অনুষ্ঠানে ওর আগে আমি গান গেয়েছি। সেদিন ওর যন্ত্র শিল্পীরা মঞ্চের পাশে দাড়িয়ে আমার অনুষ্ঠান দেখেছেন। মঞ্চ থেকে নেমে কেকের সঙ্গে দেখা করেছিলাম, দিলখোলা প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন। তাঁকে এভাবে অকারণে ছোট করা বোধহয় ঠিক হয়নি।”

গতকাল রূপংকরের এই বক্তব্যের কিছুক্ষণ পর‌ই জানা যায় অনুষ্ঠান শেষে অত্যন্ত অসুস্থ হয়ে মারা গিয়েছেন শিল্পী কে কে। যদিও এর আগেই রূপম বলেছিলেন তার মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। গায়ক রূপমের কেকে কে নিয়ে এই মন্তব্য শুনবার পর নেটাগরিবরা চটে যান ও তারা রূপমকে হিংসুটে বিদ্বেষপরায়ন বলতে শুরু করেন। তখন রূপঙ্কর বলেছিলেন তার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে।‌ তিনি মোটেও কারোর প্রতি বিদ্বেষ পরায়ন নন, তিনি বলতে চেয়েছিলেন যে, মুম্বাই কে নিয়ে এত মাতামাতি করবার আগে একবার বাংলার দিকেও তাকানো উচিত। তবে বলাই বাহুল্য তার এই বক্তব্য আগুনে ঘি ঢেলেছে আরো। এরপর কে কে-র আকস্মিক মৃত্যুর সংবাদ জানা গেলে মানুষজন আরো রূপঙ্কর কে কটাক্ষ করে মন্তব্য করতে শুরু করেন।

আরও পড়ুন: গিজগিজ করছে মানুষ ভিড়ের মধ্যেই অগ্নিনির্বাপক গ্যাস ছড়াতেই অসুস্থ হন কে কে? ভাইরাল ভিডিও ঘিরে উঠল প্রশ্ন!

আজ ইমন‌ও রূপঙ্কর বিরোধী মন্তব্য করছেন। তবে গায়িকা আরো বলেছেন যে শিল্পীর এমন অকালপ্রয়াণ না ঘটলেও তিনি এভাবেই রূপঙ্করের বক্তব্যে বিব্রত হতেন, গায়িকার কথায়“কেকে যদি এভাবে নাও চলে যেতেন তাহলেও আমি রূপঙ্কর দার বক্তব্যে এতটাই বিব্রত হতাম। একজন শিল্পীর উপার্জন, জনপ্রিয়তা নিয়ে বোধহয় এভাবেও কটাক্ষ করা ঠিক নয়। এসব যার যার কর্মফল।” এছাড়া ইমন এও মনে করেন যে রূপঙ্কর বাগচী এই বক্তব্যের মধ্য দিয়ে তার সারাদেশে ছড়ানো অসংখ্য অনুরাগীদের ভালোবাসাকে‌ও অসম্মান করেছেন।

Related Articles

Back to top button