গসিপ

জাডার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ হলো তাঁর আত্মসম্মান, অস্কার মঞ্চে ক্রিস রককে চড় মারা নিয়ে এবার নিজের মন্তব্য ব্যক্ত করলেন উইল স্মিথের স্ত্রী জাডা!

সম্প্রতি হলিউড জগতের একজন প্রতিভাবান অভিনেতা অস্কার এর মঞ্চে গায়ে হাত তোলেন সঞ্চালকের যা নিয়ে সোশ্যাল মিডিয়া বেশ সরগরম হয়ে ওঠে। হলিউডের অভিনেতা উইল স্মিথ, বেশ কিছুদিন ধরেই সংবাদের শিরোনামে রয়েছেন এই কারণের জন্য। সঞ্চালক ক্রিস রককে অস্কারের মঞ্চে সপাটে চড় বসিয়ে দিয়েছিলেন তিনি! যদিও তাঁর কাছে সপক্ষে কিছু যুক্তিও ছিল। জাডা পিঙ্কেট উইল স্মিথের স্ত্রী , যাঁর সম্মান বাঁচানোর জন্যই অস্কারের মঞ্চে চড় বসিয়েছিলেন তিনি।

আরও পড়ুন: খারাপ গ্রেড সমেত অভিষেকের রেজাল্ট ঠিক পৌঁছে যায় অমিতাভের হাতে! সিক্রেট ফাঁস করলেন অভিষেক বচ্চন

জাডা, অ্যালোপেশিয়া নামক একটি দুরারোগ্য রোগে আক্রান্ত। এই রোগে আক্রান্ত হওয়ার কারণে তাঁর মাথা থেকে সব চুল পড়ে যেতে থাকে। এই নিয়েই তিনি ব্যাঙ্গের শিকার হয়েছিলেন সঞ্চালক ক্রিস রকের কাছে। নিজের স্ত্রী কে সবার সামনে এমন অপমান মোটেই মেনে নিতে পারেননি উইল স্মিথ। সোজা মঞ্চে পুরস্কার নিতে যাওয়ার আগে উঠে গিয়ে সঞ্চালক ক্রিস রকের গালে সপাটে চড় বসিয়ে নিজের স্ত্রীর অপমানের যোগ্য জবাব দিতে।

যাঁকে ঘিরে এত কান্ড সেই স্মিথের স্ত্রী জাডা তাঁর বন্ধু বান্ধবদের কাছে এবার এই বিষয় নিয়ে মুখ খুলেছেন। উইল স্মিথের প্রতিবাদ করার বিষয়টিকে তিনি স্বীকৃতি দিলেও তিনিও মোটেই চড় মারের বিষয়টি মেনে নিতে পারেননি। জাডা তাই তাঁর কাছের মহলে বলেছেন, তিনি একজন স্বাধীন চিন্তা ভাবনা সম্পন্ন, স্বাবলম্বী মানুষ। তিনি নিজের যে লড়াই তা একাই লড়তে চেয়েছেন, সেক্ষেত্রে সবসময় স্বামী স্মিথের সাহায্যের প্রয়োজন হবেনা তাঁর, কারণ তিনি আত্মসম্মান কে খুব শীঘ্রই গুরুত্ব দিয়ে থাকেন।

আরও পড়ুন: মাত্র ২৮ বছর বয়সে নিজের স্বপ্নের গাড়ি কিনে স্বপ্ন পূরণ করলেন বিগ বস সিজন ১৫ এর বিজয়ী তেজস্বী প্রকাশ! কত কোটি টাকা দাম জানেন কি?

যদিও ঘটনার পরিপ্রেক্ষিতে অস্কার জয়ী উইল স্মিথ নিজের করা কাজে অত্যন্ত অনুশোচনা করেছেন। সোশ্যাল মিডিয়ায় নিজের একটি বৃহৎ আকারের বার্তা লিখে তিনি ক্রিস রকের থেকে ক্ষমা চেয়ে নিয়েছেন। অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সের সদস্যপদ থেকে তিনি ইস্তফা দিয়েছেন এই ঘটনার পরেই। আরও শোনা গিয়েছে, এই ঘটনার কারণে ভবিষ্যতেও অভিনেতাকে আরও বহু নিষেধাজ্ঞার সম্মুখীন হতে পারে। ফাস্ট অ্যান্ড লুজ নামক ছবির কাজ স্মিথের এই চড় মারার কারণেই নাকি বন্ধ করা হয়েছে, এমন রটনাও রটটে শোনা গিয়েছে।

Related Articles

Back to top button