গসিপ

রানী মুখার্জী – অভিষেক বচ্চনের বিয়ে ঠিক হয়েও ভেস্তে যায়! নেপথ্যে ছিলেন অভিষেকের মা জয়া বচ্চন!

অভিনয় জগতের অন্দরমহল নিয়ে কৌতুহল প্রায় সব সাধারণ মানুষেরই থাকে। কবে কার সাথে কোন অভিনেতা অভিনেত্রীর প্রেম হলো, কবে বিচ্ছেদ হলো, বিয়ে কবে হবে এইসব প্রশ্ন আমাদের মনে উঁকি দিতেই থাকে। আর সংবাদমাধ্যমের দৌলতে কানাঘুষো হলেও কিছু কিছু খবর দর্শকরা পেয়েও যান। তেমনই বলিউডের ক্ষেত্রে অভিনেতা অভিনেত্রীদের ব্যক্তিগত জীবন নিয়ে আমাদের জানার শেষ নেই। তবে এই বলিপাড়ার খবরের এক বৃহৎ অংশ জুড়ে চর্চায় থাকেন বিগ বি অর্থাৎ অমিতাভ বচ্চনের পরিবারের সকলেই। সংবাদমাধ্যমের খবরে প্রায়ই তাঁদের কোনো না কোনো বিষয়ে দেখা যায়। তবে অমিতাভ বচ্চনের পরিবারের সাথে একবার নাম জড়িয়েছিল অভিনেত্রী রানী মুখার্জীর।

আরও পড়ুন: সুপারহিট গায়ক হয়েও গান গাওয়া ছেড়ে ট্রেনের গার্ড হলেন কাঁচা বাদাম খ্যাত ভুবন বাদ্যকর?

বলিউডের জগতে রানী মুখার্জীকে একজন প্রথম সারির অভিনেত্রী বলা চলে। তবে প্রশ্ন হলো হঠাৎ বিগ বির পরিবারের সাথে রানী মুখার্জী কোথা থেকে এলেন? কিন্তু প্রসঙ্গ খুব সিরিয়াস ছিল একসময়ের সাপেক্ষে। সেইসময় সংবাদমাধ্যম থেকে শুরু করে প্রায় অনুরাগীরা কম বেশি সবাই জেনে গিয়েছিলেন এই খবর যে বিগ বির পুত্রবধূ হতে চলেছেন অভিনেত্রী রানী মুখার্জী। কিন্তু অভিষেক – রানীর সেই সম্পর্ক শেষ পর্যন্ত আর বিয়েতে গড়াতে পারেনি। তার আগেই সম্পর্কের ইতি ঘটেছিল। কিন্তু এতদূর কথা এগিয়েও শেষ পর্যন্ত সম্পর্ক ভেস্তে গেলো কিভাবে সেই প্রশ্নই সবার মনে।

সম্পর্ক ভেঙে যাওয়ার নেপথ্যে ছিলেন অভিষেক বচ্চনের মা অর্থাৎ জয়া বচ্চন। শুনে অবাক হচ্ছেন তো যে হঠাৎ তিনি কি কারণে ভেঙে দিলেন সম্পর্ক! তবে এটাই সত্যি। প্রথমে বিয়েতে পরিবারের সবার সম্মতি থাকলেও পরে বেঁকে বসেন জয়া বচ্চন। অমিতাভ বচ্চন একসময় একটি ছবিতে একটি রোমান্টিক ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেছিলেন রানী মুখার্জীর সাথে। আর এই দৃশ্যই শেষ পর্যন্ত কাল হয়েছিল বিয়ে ভাঙার কারণ হিসেবে। জয়া বচ্চন ধারণা করে নিয়েছিলেন রানী মুখার্জী বচ্চন পরিবারের পুত্রবধূ হয়ে আসলে আত্মীয় স্বজনরা এই ছবির দৃশ্য তুলে ধরে বিভিন্ন কটূক্তি করতে পারে।

আরও পড়ুন: রোদগরমে ভারী চেহারার মহিলাদের সুইমস্যুট পরার পরামর্শ দিলেন স্বস্তিকা

বচ্চন পরিবারের ক্ষেত্রে সম্মানহানিকারক ঘটনা হতে পারে সেক্ষেত্রে। এই আশঙ্কা করেই শেষ পর্যন্ত বিয়ে ভেঙে দিয়েছিলেন জয়া বচ্চন। তবে বিয়ে ভেঙে যাওয়া নিয়ে কোনো পক্ষের মধ্যে কোনো মন কষাকষি হয়নি পরবর্তী সময়। ঐশ্বর্য রাই বচ্চনকে নিয়ে সুখে সংসার করছেন অভিষেক বচ্চন অন্যদিকে আদিত্য চোপড়ার সাথে দিব্যি রয়েছেন অভিনেত্রী রানী মুখার্জী।

Related Articles

Back to top button