নেটপাড়ায় রীতিমত চুলোচুলি করছেন অভিনেতা ও প্রযোজক! রানা সরকারকে ‘আজব জীব’ বলায় জয়জিৎকে ‘অর্ধ অভিনেতা’ বলে তীব্র কটাক্ষ করেন প্রযোজক রানা! তাঁদের এরূপ মন্তব্যে মজা নিচ্ছে সোশ্যাল মিডিয়ার একাংশ

টলিপাড়ায় ঝামেলার যেন শেষই হয় না। একেক জন অভিনেতা – অভিনেত্রীর নিজেদের মধ্যেই একেক রকম ঝামেলা। এরকমই এক ঝামেলার সূত্রপাত করলেন অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। এবারে তিনি বাগ-বিতণ্ডায় জড়ালেন প্রযোজক রানা সরকারের সাথে। একে অপরের প্রতি হাজার অভিযোগ নিয়ে শুরু হয় তাঁদের নিজেদের এই ঝামেলা।
প্রসঙ্গত কিছুদিন আগেই, প্রযোজক রানা সরকার জানিয়েছিলেন তাঁর আপকামিং সিনেমা ‘ বেহায়া ‘ এর শুটিং বন্ধ রয়েছে। তার কারণ হিসেবে প্রযোজক বলেছিলেন বাংলায় সাপ্লায়ার গিল্ডের দৌরাত্মের কারণে বন্ধ রয়েছে সিনেমার শুটিং। সাপ্লায়ার গিল্ডের তরফ থেকে জানানো হয়েছিল তাঁরা প্রযোজক রানা সরকারের কাছে আগের কিছু টাকা পান যা প্রযোজক এখনো ফেরত দেননি। কিন্তু প্রযোজক এই অভিযোগ নস্যাৎ করে জানিয়েছেন কেউ কোন টাকায় পায়নি না বরং তাঁকে হুমকি দেওয়া হচ্ছে তিনি এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন।
এই ঘটনার পরে অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন। যেখানে কারো নাম না করেই অভিনেতা লিখেছিলেন, “এক প্রযোজক প্রথমে আর্টিস্ট থেকে ভেন্ডর সবার টাকা মারে। নামকরা কবি থেকে অভিনেতা পরিচালককে নিয়ে ছবি শুরু করে মাঝপথে বন্ধ করে দেয়। নির্লজ্জের মতন সোশ্যাল মিডিয়াতে জ্ঞান দান করে আর সবার সাথে ছবি দেয়। আজব জীব।”
এই পোস্ট ঘিরি শুরু হয় প্রযোজক ও অভিনেতার বিতর্ক। সরাসরি পোষ্টের কমেন্ট সেকশনে এসে মন্তব্য করেন প্রযোজক রানা সরকার। প্রযোজক লেখেন, “আমার কথা বলছো ভাই ? অনেক আগেই তোমাকে চ্যালেঞ্জ করেছিলাম , অফিসে আসতে বলেছিলাম তখন তো পালিয়ে গেলে ? আবার ঘোলা জলে মাছ ধরতে নেমেছো ? সাহস থাকেতো এসো সামনা সামনি কথা বলি সেটা ফেসবুক লাইভে দেখাই সবাইকে ? সাহস আছে নাকি আবার পালিয়ে যাবে ?” এছাড়াও প্রযোজক আবার একটি কমেন্ট করে বলেন, “পালিয়ে গেলে তোমাকে সবাই ‘আজব জীব’ বলবে এবার, আর এনা সাহা’র ওখানে কি হচ্ছে সেটাও সবটা আমার জানা, বকুনি নামের এ চ্যালেঞ্জ একসেপ্ট করো”।
এর পাল্টা উত্তরে জয়জিৎ জানান পোস্টে তিনি কারো নাম কিন্তু উল্লেখ করেননি। এর আগে যখন তিনি রানা সরকারের সঙ্গে কাজ করেছেন তখন তাঁকে বহুদিন অর্থ কষ্টে ভুগতে হয়েছে। দুবার দুটি চেক বাউন্স হয়েছে। এর উত্তরে প্রযোজক রানা সরকার জানিয়েছেন জয়জিতের পরিবার নাকি বাংলাদেশের বিখ্যাত অভিনেতা শাকিবের কাছ থেকে ৩০ লাখ টাকা মেরেছেন। এরপরেই রানা জয়জিৎ কে ‘অর্ধ অভিনেতা’ বলেও কটাক্ষ করেন। বাক বিতন্ডায় প্রযোজক জানিয়েছিলেন তিনি অভিনেতার বিরুদ্ধে সাইবার ক্রাইমে অভিযোগ জানিয়েছেন। এদিক থেকে অভিনেতাও কিন্তু থেমে যাননি। তিনিও বলেন আদালতে দেখা যাবে।